ভারতের জন্য কতটা ভয়ের কারণ হবে এফসি-৩১?
ভারতের জন্য কতটা ভয়ের কারণ হবে এফসি-৩১? - সংগৃহীত
চীনের পঞ্চম প্রজন্মের বিমান শেনইয়াং এফসি-৩১। দুই ইঞ্জিনবিশিষ্ট এই জঙ্গি বিমান প্রথমবারের মতো পিএলএ’র বাহিনীর রঙে তৈরি করা হচ্ছে। ফলে এই ধরণের ধারণা তৈরি হয়েছে যে শিগগিরই বিমানগুলো পিএলএ’র বিমান বহরে যুক্ত হবে।
এর আগে, রিপোর্ট প্রকাশিত হয়েছিল য়ে, মার্কিন প্রতিরক্ষা দফতর তাদের বার্ষিক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছিল যে, চীনা বিমান বাহিনী তাদের জে-২০ রাডার এড়িয়ে চলার উপযোগী স্টেলথ জঙ্গি বিমানের বহর আরও বাড়াচ্ছে এবং এফসি-৩১ স্টেলথ জঙ্গি বিমান বহরে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।
শেনইয়াং এফসি-৩১ বিমানের আকাশে ইচ্ছেমতো ওড়ার সক্ষমতা রয়েছে, রয়েছে স্টেলথ বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ অস্ত্র বে। এছাড়া এই বিমানের রয়েছে উন্নত অ্যাভিয়নিক্স এবং সেন্সর যেগুলো পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করবে, যেটা এই বিমানের ট্র্যাকিং, টার্গেটিং ও ইলেকট্রনিক্স যুদ্ধের সক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে।
জে৩১ বিমানটি আনুষ্ঠানিকভাবে এফসি-৩১ নামে পরিচিত। এটাকে এখনও পিএলএতে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে চেংদু জে২০ বিমানের পর দ্বিতীয় বিমান হিসেবে এটার প্রটোটাইপ তৈরি করা হয়। জে২০ বিমানটি ২০১৭ সালের মার্চে বাহিনীর বহরে যুক্ত করা হয়। এই মুহূর্তে সারা বিশ্বে যে তিনটি স্টেলথ জঙ্গি বিমান সক্রিয় রয়েছে তার মধ্যে এই জে২০ একটি। বাকি দুটো হলো আমেরিকান এফ-২২ এবং এফ-৩৫।
এফসি-৩১ বিমানটি পিপলস লিবারেশান আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) জন্য তৈরি করছে শেনইয়াং এয়ারক্র্যাফট কর্পোরেশান। চীনের অ্যাভিয়েশান ইন্ডাস্ট্রি কর্পোরেশানের সহযোগী প্রতিষ্ঠান এটি।
তবে, এখনও গুঞ্জন চলছে যে এই জঙ্গি বিমানটি সেনা, নৌ ও বিমান বাহিনীর বহরে যুক্ত করা হবে না কি এগুলো রফতানি করা হবে। কারণ সাধারণত রফতানিযোগ্য বিমানের ক্ষেত্রে চীন এফসি আদ্যাক্ষর ব্যবহার করে থাকে। যেমন এর আগে শিয়াওলং জঙ্গি বিমান রফতানি করেছে চীন, যেটার নাম ছিল এফসি-১।
বিশেষজ্ঞদের মতে, এটার উন্নয়ন বাধাগ্রস্ত করার মতো একটি জিনিসই আছে, সেটা হলো চীনের তৈরি ইঞ্জিন, যেটার কারণে এর আগে জে-২০ ও এফসি-৩১ জঙ্গি বিমানের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল।
জে-৩১ বিমান যদিও মাচ ১.৮ গতিতে ছুটতে পারবে বলে বলা হচ্ছে, যেটা যুক্তরাষ্ট্রের এফ-৩৫-এর চেয়েও দ্রুততর, কারণ এফ-৩৫ সর্বোচ্চ মাচ ১.৬ গতিতে ছুটতে পারে, কিন্তু জে-৩১ এর হিট সিগনেচার এটার স্টেলথ সক্ষমতার উপর প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদিও উল্লেখযোগ্য সংখ্যক এফ-১৮ ও মিগ-২৯ বিমান মোতায়েন করছে, সে কারণে এটা এখনও রহস্য যে, চীনা জে-৩১ কিভাবে তাদের প্রতিপক্ষগুলোর সাথে পেরে উঠবে।
ইউরেশিয়ান টাইমস