করোনা : কোন কোন জেলা সবচেয়ে বেশি আক্রান্ত?

নিজস্ব প্রতিবেদক | Apr 14, 2020 05:48 pm
করোনা : কোন কোন জেলা সবচেয়ে বেশি আক্রান্ত?

করোনা : কোন কোন জেলা সবচেয়ে বেশি আক্রান্ত? - সংগৃহীত

 

সারা বাংলাদেশে ইতোমধ্যে ৮টি বিভাগেই হানা দিয়েছে করোনাভাইরাস। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রকাশিত ডাটাবেইজ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৩৮টি জেলা।

আক্রান্তের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এই বিভাগে সর্বমোট আক্রান্ত ৬৭৪ জন। রাজধানী ঢাকাসহ বিভাগের মোট ১৩টি জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ঢাকার আক্রান্ত জেলা ও রোগীর সংখ্যা-ঢাকা সিটি (৩৮৩), গাজীপুর (৩৫), কিশোরগঞ্জ (১০), মাদারীপুর (১৯), মানিকগঞ্জ (৫), নারায়ণগঞ্জ (১৪৪), মুন্সীগঞ্জ (১৭), নরসিংদী (২০), রাজবাড়ী (৬), টাঙ্গাইল (৭), শরীয়তপুর (১), গোপালগঞ্জ (৩), ঢাকার পাশ্ববর্তী এলাকায় (২৪)।

আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগের পরই এগিয়ে আছে চট্রগ্রাম বিভাগ। মূল চট্টগ্রাম শহরে আক্রান্ত শনাক্ত ১৮ জন, কক্সবাজার (১), কুমিল্লা (৯), বি-বাড়িয়া (৬), লক্ষ্মীপুর (১), চাদপুর (৬)।

সিলেট বিভাগে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটে একজন করে মোট চারজন রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়াও রংপুরে (২), গাইবান্ধা (৬), নীলফামারী (৩), লালমনিরহাট (১), ঠাকুরগাও (৩) জন।

ময়মনসিংহে (৫), জামালপুর (৬), নেত্রকোনা (১), শেরপুর (২) জন শনাক্ত।

বরিশাল বিভাগে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। বরুগনায় (৩), বরিশাল (২), পটুয়াখালী (২), ঝালকাঠি (৩) জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ১ জন ও রাজশাহী বিভাগে ২ জন আক্রান্ত হয়েছে।

১৪ এপ্রিল স্বাস্থ্য বুলেটিন তথ্য মতে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ২০৯ জনসহ সর্বমোট এক হাজার ১২ জন। মোট মৃত্যু ৪৬ জন ও সুস্থ হয়েছেন ৪২ জন।

বাংলাদেশে আজ করোনাভাইরাস শনাক্ত হওয়ার ৩৮তম দিনে এসে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে, আর এ সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

সরকারের আইইডিসিআর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন।

ফলে মঙ্গলবার পর্যন্ত মোট শনাক্ত রোগী শনাক্ত হয়েছেন ১,০১২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন রোগী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত কেউ নতুন করে সুস্থ হননি।

এখনো পর্যন্ত দেশের ৩৮টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮০৪টি, ১৯০৫টি পরীক্ষা করা হয়েছে।

সংক্রমণ শুরুর পর থেকে এপর্যন্ত সবমিলিয়ে ১৩১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টা থেকে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন।

সবমিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৬১৮ জন।
আইইডিসিআরের ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত জানিয়েছেন আজ।

তিনি জানিয়েছেন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।

সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

সংক্রমণ শুরুর পর থেকে সবমিলিয়ে কোয়ারেন্টিনে হয়েছে ৯০৫৮১ জনের।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us