সৌদি আরবে এবার শত শত উচ্চপদস্থ কর্মকর্তা আটক

অন্য দিগন্ত ডেস্ক | Mar 17, 2020 06:12 am
প্রিন্স মোহাম্মদ বিন সালমান

প্রিন্স মোহাম্মদ বিন সালমান - সংগৃহীত

 

আরেক দফা ধরপাকড়ে সৌদি আরবে আটক করা হয়েছে কয়েক শ’ সরকারি, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। গত রোববার এক ঘোষণায় শত শত উচ্চপদস্থ কর্মকর্তাকে আটকের বিষয়টি জানিয়েছে সৌদি আরব।

দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন দাবি করেছে, আটকরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো অপরাধ করেছে। বিশ্লেষকরা বলছেন, বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার রাজনৈতিক শত্রুদের সরিয়ে দিতে বিভিন্ন সময় এই ধরপাকড় চালিয়েছেন। সাম্প্রতিক ধরপাকড়ে ২৯৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ৪০০ মিলিয়ন রিয়াল দুর্নীতির অভিযোগ রয়েছে। আটকদের মধ্যে রয়েছে আটজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ২৯ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেশ কয়েকজন কর্নেল, মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল। একই সাথে আটক করা হয়েছে দুই বিচারপতিকেও। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি এখনো।

সৌদি রাজপরিবারের গ্রেফতার সদস্যদের যে পরিণতি হতে পারে

সৌদি আরবের বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমদ বিন আবদুল আজিজ, বাদশাহর ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস।

নায়েফের ছোট ভাই প্রিন্স নওয়াফ বিন নায়েফকেও গ্রেফতার করেছে।


খবরে বলা হয়, গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।

বছর দুয়েক আগে দুর্নীতির অভিযোগে অন্তত ১১ সৌদি প্রিন্সসহ কয়েক শ’ সৌদি ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। ওই সময় তাদের কয়েকজনকে প্রহার ও অন্যান্যভাবে নির্যাতন করা হয়েছিল। তাদেরকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল।

শুক্রবার সৌদি রাজকীয় রক্ষী বাহিনীর সদস্যরা মুখোশ ও কালো পোশাক পরে উল্লেখিত প্রথম দুই ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে তাদের বাড়ি তল্লাশি করা হয় বলে জার্নালের খবরে বলা হয়েছে।


মোহাম্মদ নায়েফ ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ওই অবস্থানে থেকে তিনি সৈন্যবাহিনী ও গোয়েন্দা বাহিনীর তদারকির দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে তিনি গৃহবন্দী রয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে দাবি করা হয়, রাজকীয় আদালত তাদের বিরুদ্ধে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শিরশ্ছেদও হতে পারে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী না রাখতেই এই আটক অভিযান বলে ডেইলি মেইলের খবরে বলা হয়।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us