করোনার ছোবলে ইতালি
করোনার ছোবলে ইতালি - ছবি : সংগ্রহ
ইউরোপিয়ান দেশ ইতালিতে চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে, জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাস আটকাতে প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে সোমবার এই পদক্ষেপ গ্রহণ করে ইতালি। করোনার আঘাত সামাল দিতে তারা বন্ধপরিকর।
ইতালিতে মৃত্যুর সংখ্যা ৪৬৩ ছুঁয়েছে, প্রধানমন্ত্রী জিউয়েসেপ্পি কোন্তে সঙ্কটের যে আর্থিক প্রভাব তা প্রতিরোধে বিশালকারের শক থেরাপি নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এক টুইটে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, “ইতালির ভবিষ্যৎ আমাদের হাতে। আমরা সকলেই আমাদের কাজটুকু করব, সকলের ভালোর জন্য কিছু পরিমাণ আত্মত্যাগ করব। আমাদের প্রিয়জন, আমাদের বাবা-মা, আমাদের সন্তান, আমাদের দাদা-দাদির স্বাস্থ্য এখন সুতোয় ঝুলছে।”
ইতালিতে কী হচ্ছে
যাতায়াত কমানোর জন্য এবং জনস্থানগুলো খালি করবার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ইতালি। দেশের সবচেয়ে ধনী জায়গা উত্তর লোম্বার্ডি এলাকায় পৃথক করার কাজ আগেই হয়েছিল, তা এবার সারা দেশে কার্যকর হচ্ছে।
লোকজনকে বলা হয়েছে, কেবলমাত্র কাজ ও স্বাস্থ্য জনিত জরুরি প্রয়োজন ছাড়া তারা যেন আগামী তিন সপ্তাহ বাড়ি থেকে না বেরোন। এই পরিস্থিতিতে যদি কেউ ভ্রমণ করতে চান, তাহলে তাকে কারণ দেখিয়ে অনুমতি চাইতে হবে এবং ভ্রমণের সময়ে নথি সঙ্গে রাখতে হবে। যে সব ইতালিয়ানরা দেশ ছাড়তে চান, তাদের একই পদ্ধতি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী অবশ্য জানিয়েছেন, বিদেশিরা ইতালিতে আসতেই পারেন।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কোনো প্রকাশ্য অনুষ্ঠান, খেলাধুলো, বড় সমাবেশ নিষিদ্ধ। বার ও রেস্তোরাঁ সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে। যেসব দোকান খোলা থাকবে, সেখানে গ্রাহকদের একে অপরের থেকে অন্তত ১ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। অল্পবয়সীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “নাইট লাইফ আমরা আর অনুমোদন করতে পারছি না।”
নিষেধাজ্ঞা ঘোষিত হবার পর রোমের লেট নাইট সুপারমার্কেট গুলিতে ক্রেতারা পড়িমরি করে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য ভিড় জমান বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন।
জেলগুলোতে ভিজিট বন্ধ করা ও দিবা-মুক্তির কর্মসূচি বন্ধ হবার ব্যাপারে আদেশ জারির পর সারা দেশের মোট ২৭টি কারাগারে দাঙ্গাহাঙ্গামা হয়েছে। জানা গেছে, এই হাঙ্গামায় ৬ বন্দির মৃত্যু হয়েছে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও দেশের বয়স্ক জনগোষ্ঠীর কাছে বেঁচে থাকাই এখন ঝুঁকির বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী কোন্তে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস