পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান!

অন্য দিগন্ত ডেস্ক | Mar 10, 2020 07:33 am
পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান!

পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান! - সংগৃহীত

 

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ইরান বেশ ভালোভাবেই পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এমনকি শিগগিরই তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেছেন।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার জেরে পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরও কথাও জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। দেশটির শীর্ষস্থানীয় নেতারা বেশ কয়েকটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

এরপর সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বেশ ভালোভাবেই পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এমনকি শিগগিরই তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই ইরান পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। হিলারির ভাষায়, ট্রাম্প প্রশাসনের মানসিকতা সঙ্কীর্ণ।
সূত্র : সিএনএন

ইসরাইল থেকে যুক্তরাষ্ট্রের আয়রন ডোম কেনার পরিকল্পনা বাতিল
বিবিসি ও সিএনএন

যুক্তরাষ্ট্রের আর্মি ফিউচার্স কমান্ডের প্রধান জেনারেল মাইক মুরে জানান, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেও যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইল তার গোপন কোড নাম্বার দিতে রাজি হয়নি। এটি মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বড় সঙ্কট বলে মনে করছে দেশটির সরকার।

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর হাতে বর্তমানে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার সাথে আয়রন ডোমের ব্যাটারির সক্ষমতার সাথে মানানসই হবে কি না তা নিয়ে সন্দেহের কারণে মার্কিন সরকার এই পরিকল্পনা করছে। মার্কিন সামরিক বাহিনী ইসরাইলের আয়রন ডোমের প্রযুক্তিকে তাদের নিজেদের প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু সাইবার ভালনারাবিলিটির কারণে তা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ব্যাটারি দু’টি পেতে দীর্ঘ সময় লেগেছে, যা আমরা চিন্তা করিনি এবং আমি মনে করি যে, ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের প্রযুক্তির সাথে খাপ খাবে না। এ ছাড়া সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

গত বছরের আগস্ট মাসে ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দু’টি ব্যাটারি কেনার চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে আয়রন ডোম ব্যবহারের পরিকল্পনা করেছিল তারা।
এর পর থেকে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সোর্স কোড সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরাইল তা সবসময় প্রত্যাখ্যান করেছে। তারা সোর্স কোডের পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন দিয়েছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us