সুপ্রিম কোর্ট বার নির্বাচন : বিএনবি-আওয়ামী লীগ তুমুল লড়াই
সুপ্রিম কোর্ট বার নির্বাচন - সংগৃহীত
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল ১১ ও পরদিন ১২ মার্চ। এই নির্বাচনে বরাবরের মতো এ বছরও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে। উভয় দল থেকেই নির্বাচনে জনপ্রিয় প্রার্থী দিয়ে আইনজীবীদের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় নির্বাচনে জয় নিয়ে আশাবাদী উভয় পক্ষই।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে (সাদা প্যানেলের) সভাপতি পদে বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ্ মনজুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও নীল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, নির্বাচনের সার্বিক অবস্থা খুবই ভালো। গত বছর থেকে এবার আমাদের ফলাফল আরো ভালো হবে বলে আশা করছি। আমরা আশা করছি ফুল প্যানেলে জিতব।
অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হক বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর থেকে কাজ করে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। ভালো কাজ হয়েছে। বিশেষ করে সম্পাদক পদসহ আমাদের সাদা প্যানেলে যারা আছেন সভাপতি পদে এ এম আমিন উদ্দিনসহ আমরা অনেক কাজ করেছি। চেষ্টা করেছি সব ভোটারদের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছানোর। টেলিফোন, ফেসবুক, অনলাইন, ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার, বিভিন্ন জেলায় যাওয়া। এগুলো করার পর আমাদের মনে হচ্ছে আমরা আশাবাদী। সাদা প্যানেল বেশির ভাগ পদে জিতবে বলে আমি আশাবাদী।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সহসভাপতি পদে আবদুল জব্বার ভূঞা ও মো: জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক পদে আইয়ুব আলী আশ্রাফী ও মাহমুদ হাসান। আর সাতটি সদস্য পদে মার-ই-য়াম খন্দকার, আমীরুল ইসলাম, সাফিউর রহমান, মহসিন কবির, সাইফ উদ্দিন রতন, মহাদ্দেস-উল-ইসলাম টুটুল ও ইকবাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপর দিকে সরকার সমর্থক সাদা প্যানেলে সহসভাপতি দুইটি শাকিলা রৌশন ও মো: মনিরুজ্জামান, অর্থ সম্পাদক এনামুল হক, সহ-সম্পাদক পদে ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভূঁইয়া। সদস্য পদে সাতজন হলেনÑ তারজেল হোসেন, সাফায়েত হোসেন সজীব, জগলুল কবির, মশিউর রহমান, হুমায়ুন কবির, মিন্টু কুমার মণ্ডল ও কামরুজ্জামান।
সুপ্রিম কোর্ট বারের সুপারেনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস জানান, আগামী ১১ ও ১২ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এবারের মোট ভোটার হচ্ছেন ৭ হাজার ৭৮১ জন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের নির্বাচনে সভাপতিসহ ছয় পদে জয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল। অপর দিকে সম্পাদকসহ আট পদে জয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল।