মালয়েশিয়ায় ষড়যন্ত্র : নেপথ্যে রাজা!
মালয়েশিয়ার রাজা - সংগৃহীত
প্রবীণ নেতা মাহাথির মোহাম্মাদ পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে ‘রাজকীয় অভ্যুত্থানের’ অভিযোগ অস্বীকার করেছেন মালয়েশিয়ার রাজা। রোববার মালয়েশিয়ার প্রাসাদ বলেছে, রাজা সংবিধানে নির্ধারিত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছেন।
এই সপ্তাহে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি সম্পাদকীয় সম্পর্কে প্রতিক্রিয়া জানায় রাজ প্রাসাদ। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ বিদ্রোহী শিবিরের সংখ্যাগরিষ্ঠতা দাবি করে প্রধানমন্ত্রী হিসাবে মুহিউদ্দিন ইয়াসিনকে মনোনয়ন দিয়ে গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলকে উল্টে দিয়েছেন বলে সম্পাদকীয়টিতে অভিযোগ করা হয়। দুর্নীতির দায়ে কলঙ্কিত একটি দলের সমর্থন নিয়ে গঠিত সরকারের প্রধান হিসেবে গত রোববার (১ মার্চ) মুহিউদ্দিন শপথ গ্রহণ করেন। দলটি ২০১৮ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছিল।
প্রাসাদ বলেছে, রাজা তার সিদ্ধান্তে আসার আগেই পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন। এসব বৈঠকের পর সম্ভবত মুহিউদ্দিনই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পাবেন বলে ধারণার ভিত্তিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছিল।
ইস্তানা নেগারা প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘ফেডারেল সংবিধানের বিধান পুরোপুরি কঠোরভাবে মেনে চলা হয়। উন্মুক্ত পরামর্শ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এসব বিবেচনার পরই ফেডারেল সংবিধানের অধীনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ করেন রাজা। অতএব কোনোভাবেই এই প্রক্রিয়াটিকে রাজকীয় অভ্যুত্থান হিসেবে বিবেচনা করা যাবে না।
মুহিউদ্দিন আগামী সপ্তাহের প্রথম দিকে তার মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি তার সরকারকে আস্থা ভোট দিয়ে চ্যালেঞ্জ জানাতে বিরোধী প্রচেষ্টার মধ্যে পার্লামেন্টের কার্যক্রম শুরু করা দুই মাসের জন্য স্থগিত করেছেন। ২৪ ফেব্রুয়ারি মাহাথির অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরে ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার পরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি রাজনৈতিক কোন্দলে অস্থিতিশীল হয়ে পড়েছে।
রয়টার্স
প্রধানমন্ত্রী হিসেব মুহিউদ্দিনের বৈধতা নেই : মাহাথির
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বিধিসম্মত প্রধানমন্ত্রী নন বলে মন্তব্য করেছেন ড. মাহাথির মোহাম্মদ।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে (দেওয়ান রাকায়েত) তার সংখ্যাগরিষ্ঠতা নেই।
মাহাথির বলেন, জনগণ এমন একজন মানুষকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন যার কাছে এমপিদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নেই। তিনি আসলে বিধিসম্মত প্রধানমন্ত্রী নন।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা খুব আশ্চর্যের বিষয় যে নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করলেও এখানে আমরা পরাজিত লোকদের সরকার গঠন করতে দেখব এবং বিজয়ীদের বিরোধী দল হিসেব দেখতে হবে।
মাহাথির বলেন, আমি আমার সংখ্যাগরিষ্ঠ ১১৪ এমপির তালিকা নিয়ে রাজার সাথে কথা বলতে যাইনি। রাজা আমাকে আর প্রধানমন্ত্রী হিসেব দেখতে চান না, তাই তিনি মুহিউদ্দিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন।
তিনি আরো বলেন, আমি রাজার কাছে এটা বলা সুযোগ পাইনি যে মুহিউদ্দিনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।
মুহিউদ্দিন অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পরে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের মেয়াদও শেষ হয়ে যায়।
'আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমাদের ১১৪ জন সংসদ সদস্য রয়েছেন যারা আমাদের সমর্থন করেছেন, তবে স্পষ্টতই তা উপেক্ষা করা হচ্ছে,' বলেন মাহাথির।
তিনি বলেন, মুহিউদ্দিনের প্রতি আমাদের দল প্রিবুমি বারাসাতু মালয়েশিয়ার ৩৬ জন সংসদ সদস্যের মধ্যে সবার সমর্থন নেই। ছয়জন তাকে সমর্থন জানাতে অস্বীকার করেছেন। তাদের মধ্যে আমি ও আমার ছেলে মুখারিজ রয়েছি। তার সংখ্যাগরিষ্ঠতা নেই।
পাকাতনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে মাহাথির বলেছেন, পাকাতান জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, আমরা দেখব কাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানাপোড়নে মালয়েশিয়ার দীর্ঘকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলে প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিন নিয়োগ পেয়েছেন।
সূত্র : দ্য স্টার