পাকিস্তানের বিরুদ্ধে আকাশযুদ্ধ : এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চায় ভারত

স্নেহাশীষ আলেক্স ফিলিপ | Feb 29, 2020 09:26 am
এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চায় ভারত

এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চায় ভারত - সংগৃহীত

 

ভারতীয় বিমান বাহিনী বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতায় পাকিস্তানের বিরুদ্ধে আবার এগিয়ে থাকতে চাচ্ছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল আর কে এস ভাদুরিয়া শুক্রবার এ কথা বরেছৈন।

বালাকোট বিমান হামলা ও এরপর ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির আকাশযুদ্ধের ঘটনাপ্রবাহ সম্পর্কে খোলামেলা আলাপচারিতায় ভারতীয় বিমান বাহিনী প্রধান বলেন যে তার বাহিনী কেবল রাফাল বিমানের ওপরই নির্ভর করছে না, স্থানীয়ভাবে তৈরী ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বিষয়েও এগিয়ে থাকতে চায়।
তিনি সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজের আয়োজিত এক সেমিনারে বক্তৃতাকালে এ কথা বলেন।
পাকিস্তানের অপারেশন সুইফট রিটর্ট চালানোর সময় তাদের এফ১৬ বিমানগুলো সজ্জিত ছিল বেয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রে (আব্রাম)। এগুলো ভারতের সু ৩০ এমকেআই বিমানের ব্যবহৃত আর-৭৭ ও মিরেজের এমআইসিএর তুলনায় ভালো।

ভারতের অনুকূলে ভারসাম্য আনবে রাফাল
ভারত যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পেতে যাচ্ছে সেগুলোতে অত্যাধুনিক রাডার ও অপ্রতিদ্বন্দ্বী বিভিআর সক্ষমতা থাকছে। এগুলোতে ১৫০ কিলোমিটার পাল্লার মেটায়র বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য মেটর ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকছে। ফলে ভারতীয় আকাশসীমার মধ্যে থেকেই এগুলো নিক্ষেপ করা যাবে।
বর্তমানে ভারত বা পাকিস্তানের কারোরই হাতে মেটায়র প্রতিরোধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই। ফলে ভারসাম্য ভারতের অনুকূলে চলে আসবে।
ভাদুরিয়া বলেন, কার্গিলের সময় আমরা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় ছিলাম। আমরা এগুলো হারিয়ে যেতে দিয়েছি এবং দেড় দশক ধরে সক্ষমতাব বাড়ানোর চেষ্টায় হিমশিম খাচ্ছি।

তিনি বলেন, রাফাল প্রাপ্তির সাথে সাথেই আমরা বিভিআর সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারব।
ভারতীয় বিমান বাহিনীর প্রধান বলেন, বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিমান যুদ্ধে অস্ত্র অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, একবার এগিয়ে যাওয়ার পর আর এটিকে হারিয়ে যেতে দেয়া যাবে না।
তিনি আরো বলেন, প্রয়োজন পূরণের জন্য ভারতীয় বিমান বাহিনী কেবল মেটায়ের ওপর নির্ভর করে থাকে না, তারা অন্যান্য অস্ত্রও লাভ করার চেষ্টা অব্যাহত রাখবে।
সূত্র জানিয়েছে, দেশে প্রস্তুত বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ‘অস্ত্র’ পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। এটি সফল পরীক্ষা শেষে বাহিনীতে অন্তর্ভূক্ত করার পর্যায়ে রয়েছে। এর পাল্লা বাড়ানোর চেষ্টাও আছে।

দি প্রিন্ট

দিল্লি-ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তিতে পাকিস্তানের উদ্বেগ
পার্স টুডে

যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি বলেছেন, এই চুক্তি দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলবে। ভারতের কাছে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বিক্রির কথা বিশেষভাবে উল্লেখ করে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কেবল পাকিস্তানের প্রতি নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাবের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বহুবার সতর্ক করেছে পাকিস্তান। ভারতে মুসলমানবিরোধী সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সৃষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসীদের শিকার বলেও জানান তিনি। এ সময়ে গুপ্তচর বৃত্তি চালানোর অভিযোগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গে টেনে আনেন তিনি। এ ঘটনাকে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসদের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া দিল্লি সফরের দ্বিতীয় দিনে ভারত ও আমেরিকার মধ্যে ৩০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি সই হয়েছে। আমেরিকা থেকে এসব সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত। এ চুক্তি অনুযায়ী ভারত আমেরিকার কাছ থেকে এমএইচ-৬০ রোমিও সিহক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টারসহ অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয় করবে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us