নতুন যেসব অস্ত্র কিনছে ভারত

অন্য দিগন্ত ডেস্ক | Feb 26, 2020 02:55 pm
নতুন যেসব অস্ত্র কিনছে ভারত

নতুন যেসব অস্ত্র কিনছে ভারত - ছবি : সংগ্রহ

 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে। এ অঞ্চলে চীনের বিপরীতে ভারসাম্য রক্ষার জন্য ভারত ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র বড় ধরণের একটি বাণিজ্য চুক্তির ব্যাপারেও অনেকখানি এগিয়েছে। কৃষি পণ্য, মেডিকেল সরঞ্জাম, ডিজিটাল বাণিজ্য এবং নতুন শুল্ক নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যে মোদিকে বড় ধরণের সংবর্ধনা দেয়া হয়। সেখানকার একটি ক্রিকেট স্টেডিয়ামে মোদিকে স্বাগত জানাতে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ সমাবেশে এক লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল।

মঙ্গলবার প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই নেতা একাকি বৈঠক করেন। বাণিজ্যসহ যে সব ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো স্বাভাবিক করতেই মূলত কথা বলেন তারা।

এই সব বৈঠকের পর ট্রাম্প বলেছেন যে, তার সফর ফলপ্রসু হয়েছে এবং ভারতীয় সামরিক বাহিনীর জন্য হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছে। ভারত লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে ২.৬ বিলিয়ন ডলারের ২৪টি সিহক হেলিকপ্টার কিনবে, যেগুলোতে হেলফায়ার মিসাইল সংযুক্ত থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয়টি অ্যাপাচি হেলিকপ্টারও কিনবে ভারত।

ভারত চীনের সাথে দূরত্ব ঘোঁচানোর জন্য তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করে যাচ্ছে। ঐতিহ্যিক অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে সরে এসে ভারত এখন অস্ত্র ও সরঞ্জামের জন্য যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকছে।

ট্রাম্প বলেছে যে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও অগ্রগতি হয়েছে। এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।

মোদির পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, “সমন্বিত বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের টিমগুলো যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে এবং আমি আশাবাদী যে, আমরা এমন একটা চুক্তিতে পৌঁছতে পারবো, যেটা দুই দেশের জন্যই হবে বিরাট গুরত্বপূর্ণ”।

দুই দেশ প্রাথমিক পর্যায়ে একটা ‘মিনি চুক্তি’র পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। তার বদলে দুই পক্ষ বড় চুক্তির চেষ্টা করছে, যার মধ্যে সম্ভবত মুক্ত বাণিজ্য চুক্তিও থাকবে।

ট্রাম্প বলেছেন যে, তিনি মোদির সাথে ভারতে নিরাপদ ৫জি প্রযুক্তির গুরুত্ব নিয়েও কথা বলেছেন। কারণ ভারত এই প্রযুক্তির জন্য শিগগিরই দরপত্র আহ্বান করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র চীনা কোম্পানি হুয়াউয়েকে নিষিদ্ধ করেছে। তারা বলেছে, এই কোম্পানির সরঞ্জাম ব্যবহার করলে চীনা গোয়েন্দাবৃত্তির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। হুয়াউয়ে এবং বেইজিং এই অভিযোগ নাকচ করে দিয়েছে। তবে ভারত দীর্ঘদিন ধরে চীনা সরঞ্জামাদি ব্যবহার করে আসছে এবং এ ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
সূত্র : রয়টার্স/এসএএম


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us