কোহলির ভুলেই হারছে ভারত!

অন্য দিগন্ত ডেস্ক | Feb 23, 2020 05:22 pm
কোহলির ভুলেই হারছে ভারত!

কোহলির ভুলেই হারছে ভারত! - ছবি : সংগ্রহ

 

তার ব্যাট রান পাচ্ছে না। অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের ত্রাতা হতে ব্যর্থ। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে এবার তাই সমালোচনার নিশানায় স্বয়ং ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণের। রোববার টেস্ট ম্যাচের তৃতীয় দিন সাততাড়াতাড়ি কিউই ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে ফেলার চিত্রনাট্য তৈরি হয়েও তা ভারতের তেমন কাজে এলো না বোলারদের ব্যর্থতায়। কাইল জামেসন, ট্রেন্ট বোল্ট এবং কলিন গ্র্যান্ডহোম নিউজিল্যান্ডের ইনিংস টেনে নিয়ে যান ৩৪৮-এ।

১৮৩ রানের লিড এখনও পেরিয়ে যেতে পারেনি ভারত। ৩৯ রানে পিছিয়ে থাকা অবস্থায় ভারত ইতিমধ্যেই ৪ উইকেট খুইয়ে ফেলেছে।

এমন অবস্থায় লক্ষ্মণ সাফ জানিয়ে দিলেন, “টিম সাউদিকে আউট করার পরে ভারত কার্যত নিউজিল্যান্ডকে রান করতে দিল। এক পর্যায়ে মনে হচ্ছিল ১০০ রানেরও লিডও পাবে না। তবে জামেসন ও কলিন গ্র্যান্ডহোমের পার্টনারশিপে নিউজিল্যান্ড ১৮৩ রানের লিড পেল। ভারত আক্ষেপ করতে পারে এটা ভেবে যে ওরা প্রচণ্ড রক্ষণাত্মক হয়ে পড়েছিল। বিরাট যেভাবে ডিফেন্সিভ হয়ে পড়ল, তা ঠিক হয়নি। বিশেষ করে, নতুন বলে রণকৌশল তৈরি করার সময়ে।”

পাশাপাশি সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য করার সময়ে সাবেক তারকা ক্রিকেটার বিরাটের ফিল্ডিং সাজানোর সমালোচনা করে আরো বলেছেন, “নতুন বলে কোহলি একদমই ফিল্ডিং সাজাতে পারেনি। বিদেশে খেলার সময়ে নতুন বল সবসময়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ম্যাচে। চার ওভারের মধ্যেই অশ্বিনকে আক্রমণে এনেছিল কোহলি। যখন তোমার হাতে তিন পেসার রয়েছে, তাদেরই তো টেলএন্ডারদের বল করা উচিত। বিরাট কোহলি এই কৌশলেই ভুল করে টেস্ট হারাতে চলেছে।”

কোহলিকে লক্ষ্মণের আরো পরামর্শ, “আমার মনে হয়, কোহলিকে আরো বেশি শৃঙ্খলা ও ধৈর্য্য দেখানো প্রয়োজন। ও ভালো শুরু করার পরে এমনটাই মনে হয়েছিল। নিউজিল্যান্ডের বোলাররা বিরাটকে রান করার জন্য একদমই সুযোগ দিচ্ছিল না। একমাত্র স্ট্যাম্প লক্ষ্য করা বলেই বিরাট রান করছিল। জায়গা পেলে কোহলি স্কোর করতে সক্ষম হয়েছিল। তবে যখনই কোহলির শরীর লক্ষ্য করে শর্ট পিচড বল করা হচ্ছিল, সেটা কোহলির ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছিল।”

লক্ষ্মণের এই কড়া সমালোচনা কোহলি এখন কীভাবে নেন, সেটাই দেখার।


ব্যাটে ফের ব্যর্থ কোহলি

ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের সামনে হারের ভ্রুকুটি। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ১৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রোববার ৪৩ বলে ১৯ রান করে বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

ব্যাট হাতে মায়াঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরি (৫৮) বাদে বাকিরা একদমই ব্যর্থ। পৃথ্বী শ (১৪), চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহলি (১৯), মায়াঙ্ক প্রত্যেকেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারতের সামনে হার বাঁচানোর দায়িত্ব এখন রাহানে ও হনুমা বিহারীর উপরে। রাহানে ১৩ রানে ও হনুমা বিহারী ৯ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ভারত এখনও ৩৯ রানে পিছিয়ে। রানের এই ঘাটতি পূরণ করে বাকি ছয় উইকেটে ভারত কতদূর এগোতে পারে চতুর্থ দিনে, সেটাই আপাতত দেখার।

তার আগে বল হাতেও ভারতের প্রত্যাবর্তনের স্বপ্ন এদিন ধাক্কা খেল। বল হাতে ভারতীয় ইনিংসকে ভাঙার পর ব্য়াট হাতেও ভেলকি দেখিয়ে গেলেন কাইল জামেসন। অষ্টম উইকেটে কলিন গ্র্যান্ডহোমেরর সঙ্গে ব্যাট হাতে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে গেলেন তিনি। জামেসনের ৪৫ বলে ৪৪ এবং ট্রেন্ট বোল্টের ২৪ বলে ৩৮ রান নিউজিল্যান্ডের ইনিংসকে ৩৪৮ পর্যন্ত টেনে নিয়ে গেল। কলিন গ্র্যান্ডহোম করে গেলেন ৪৪ রান রান। এদের দাপটই প্রথম ইনিংসেই ভারত পিছিয়ে পড়ল ১৮৩ রানে।

গতকাল ৫১ রানের লিড নিয়েছিল কিউইরা। ক্রিজে ব্যাটিং করছিলেন ওয়াটলিং ও কলিন গ্র্যান্ডহোম। তৃতীয় দিন শুরুতেই ২০ বলের ব্য়বধানে জোড়া ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিল ভারত। ওয়াটলিং ও সাউদি ফিরে যাওয়ার পরে ২২৫-৭ হয়ে গিয়েছিল ব্ল্য়াক ক্যাপসরা।

সেখান থেকে লোয়ার অর্ডার একপ্রস্থ চাপে রেখে দেয় ভারতকে। জামেসন, কলিন গ্র্যান্ডহোম এবং ট্রেন্ট বোল্ট স্কোরবোর্ডে আরও রান যোগ করে ভারতকে চাপে রাখার কাজ করে যান। জামেসনের ৪৪ নিউজিল্য়ান্ডের অভিষেককারী নয় নম্বর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান।

ভারতের বোলিং নিয়ে দুঃশ্চিন্তা থাকছেই। এদিন দিনের প্রথম ৫ ওভারে মোহাম্মদ শামি খরচ করলেন ২৫ রান। টেস্ট সিরিজে বল হাতে শামি এখনো সেভাবে দাগ কাটতে পারেননি। সঠিক লাইন লেংথ এখনো খুঁজে চলেছেন তিনি।

ইশান্ত শর্মা একা ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন। ইশান্তের পাশাপাশি ভারতের স্বান্ত্বনা পুরস্কার একটাই। বিজে ওয়াটলিংকে আউট করলেন বুমরা। নিউজিল্যান্ডে উইকেট খরা কাটালেন তিনি।
সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us