ভারতের বিরুদ্ধে কতটা কার্যকর হবে রাদ-২?

উসমান আনসারি | Feb 20, 2020 08:53 am
ভারতের বিরুদ্ধে কতটা কার্যকর হবে রাদ-২?

ভারতের বিরুদ্ধে কতটা কার্যকর হবে রাদ-২? - সংগৃহীত

 

পাকিস্তান মঙ্গলবার তার সর্বশেষ রাদ-২ বিমানচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এর পাল্লা ৬০০ কিলোমিটার।

সামরিক বাহিনীর আইএসপিআর মিডিয়া শাখার তথ্যমতে, দেশে তৈরী রাদ-২ পাকিস্তানের কৌশলগত সক্ষমতা অনেক বাড়াবে। এই অস্ত্র আরো নিখুঁতভাবে তার লক্ষ্যকে ভেদ করতে পারে বলেও জানানো হয়েছে।
রাদ-২ প্রথম সামনে আনা হয় ২০১৭ সালে পাকিস্তানের বার্ষিক প্যারেডে। ওই সময়ে এর পাল্লা ছিল ৫৫০ কিলোমিটার। এর ডিজাইনে কিছু পরিবর্তন ঘটিয়ে পাল্লা বাড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রাদ-১-এর পাল্লা ছিল ৩৫০ কিলোমিটার।

আইএসপিআর জানায়, ৬০০ কিলোমিটার এই ক্রুজ মিসাইল স্টেট অব আর্ট গাইডেন্স অ্যন্ড নেভিগেশন সিস্টেমে সজ্জিত। ফলে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পরীক্ষা চালানোর সময় স্ট্রাটেজিক প্লাস ডিভিশন (এসপিডি)–এর মহাপরিচালক লে. জেনারেল নাদিম জাকি মানজ, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারম্যান ড. নাবিল হায়াত মারিক, এসপিডি, স্ট্রাটেজিক ফোর্স ও স্ট্রাজেটিক অর্গানাইজেশনের সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন।

রাদ-১-এর ছিল জোড়া লেজ। আর রাদ-২-এর যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, তাতে এর জটিল এক্স কনফিগারেশনের বিষয়টিই ফুটিয়ে তুলেছে। এর ফলে এটির পাল্লা বেড়েছে। সম্ভবত পাকিস্তানের পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান তৈরির প্রজেক্ট আজম থেকেই এই ধারণাটি পাওয়া গেছে।
বর্তমানে মিরেজ ৩ বিমান দিয়েই রাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব। তবে পাল্লা বাড়ার ফলে এখন পাকিস্তানের অভ্যন্তরভাগ থেকেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলে হামলা করা যাবে। উল্লেখ্য, লাহোর থেকে দিল্লির দূরত্ব ৪৩০ কিলোমিটার।
তবে ভারতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে রাদ-২-এর পাল্লা বৃদ্ধি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ভারত। ওয়াশিংটনও সম্প্রতি ভারতের কাছে নতুন প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করার কথা জানিয়েছে।
লেখক, বিশ্লেষক ও পাকিস্তান বিমান বাহিনীর সাবেক পাইলট কায়তার তোফায়েল মনে করেন, এস-৪০০-এর মোকাবিলায় রাদ-২ দারুণ একটি হাতিয়ার।

আবার রাদ-২-এর নক্সা নতুন করে করায় এগুলো মিরেজের বদলে জেএফ-১৭ বিমানে ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য, পাকিস্তান বিমান বাহিনীর মিরেজগুলো পুরনো হয়ে পড়েছে, আর জেএফ-১৭-এর নতুন নতুন চালান পেতে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনী। ফলে রাদ-২ পাকিস্তানের জন্য বেশ ভালো বিকল্প তৈরি করবে।
ইসলামাবাদের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো মনসুর আহমদ মনে করেন, রাদ-২ হলো ভারতের নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাকিস্তানি জবাব। উল্লেখ্য, মনসুর হলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচির বিশেষজ্ঞ।

তিনি মনে করেন, পাকিস্তানের কৌশলগত বাহিনীর অপারেশনাল ও টার্গেটিং শক্তি বাড়িয়ে দেবে রাদ-২ ক্ষেপণাস্ত্র।
তিনি বলেন, অনেক দূরের নিরাপদ অবস্থান থেকেই স্থল ও সাগরের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যস্থলে হামলা চালাতে পারবে রাদ-২। এর পাল্লা বেড়ে যাওয়ায় এবং লক্ষ্যভেদে আরো নির্ভুল হওয়ায় এটি আরো কার্যকর হবে। এটি হতে পারে পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভালো বিকল্প।

ডিফেন্স নিউজ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us