বাবর ১ নম্বরে, কোহলি ১০-এ
বাবর ১ নম্বরে, কোহলি ১০-এ - ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি ব়্যাংকিংয়ে অনেকটাই পিছিয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷ তবে ফর্মে থাকা লোকেশ রাহুল নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন৷ আর এক নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
আইসিসি টি-২০ ব়্যাংকিংয়ে সোমবার ব্যাটসম্যানদের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে ১০ নম্বরে রয়েছেন কোহলি৷ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া কিউয়িদের হোয়াইটওয়াশ করলেও ব্যাটে রান ছিল না বিরাটের ব্যাটে৷ সিরিজে মাত্র ১০৫ রানে করেছিলেন ভারত অধিনায়ক৷ তাঁকে টপকে যান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১৩৬ রান করে ৯ নম্বরে উঠে এসেছেন৷
বিরাট পিছিয়ে গেলেও দ্বিতীয় স্থান ধরে রাখেন টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটসম্যান রাহুল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তিনি৷ সিরিজে ৫৬ গড়ে মোট ২২৪ রান করেছিলেন রাহুল৷ ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের পিছনে সবচেয়ে অবদান ছিল রাহুলের৷
তবে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম৷ ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন টপ-অর্ডার এই পাক ব্যাটসম্যান৷ দু’নম্বরে থাকা রাহুলের থেকে ৫৬ রেটিং পয়েন্ট বেশি রয়েছে বাবরের৷ রাহুলের পয়েন্ট ৮২৩৷ তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷ তার রেটিং পয়েন্ট ৮১০৷
বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন রশিদ খান৷ আফগান লেগ-স্পিনারের রেটিং পয়েন্ট ৭৪৯৷ দু’নম্বরে রয়েছেন আফগান অফ-স্পিনার মুজিব-উর রহমান৷ তার রেটিং পয়েন্ট ৭৪২৷ তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার৷ তাঁর পয়েন্ট ৬৭৭৷ বোলারদের প্রথম দশে নেই কোনো ভারতীয়৷
অল-রাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন মোহাম্মদ নবি৷ আফগান অল-রাউন্ডার ৩১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন৷ অল-রাউন্ডারদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়৷
সূত্র : কলকাতা
নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন প্রোটিয়া অধিনায়ক
তিন ফর্ম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ফ্যাফ ডু’প্লেসি৷ দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে দলের নেতৃত্ব আগেই তুলে দেওয়া হয়েছিল ডু’প্লেসি-র ডেপুটি কুইন্টন ডি’ককের উপর৷ সোমবার টেস্ট ও টি-২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালেন ডু’প্লেসি৷
ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে এদিন ডু’প্লেসি-র সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেন৷ সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন ডি’কক৷ সম্ভবত এবার টেস্ট এবং টি-২০ ফর্ম্যাটেও ডি’ককের হাতে নেতৃত্বভার উঠতে চলেছে৷ সীমিত ওভারের ফর্ম্যাটে ডি’ককের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলেও টেস্টে ডু’প্লেসির হাতেই নেতৃত্ব থাকার সম্ভাবনা ছিল৷ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজে দলে থাকছেন ডু’প্লেসি৷
তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১১২টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন ডু’প্লেসি৷ ২০১২ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবার দেশকে নেতৃত্ব দেন তিনি৷ গত বছর বিশ্বকাপেও প্রোটিয়াদের নেতা ছিলেন ডু’প্লেসি৷
এক বিবৃতিতে ডু’প্লেসি বলেন, ‘আমি হয়তো মরশুমে বাকি সময়টা টেস্ট এবং টি-২০ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে পারতাম৷ কিন্তু সেক্ষেত্রে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হবে৷ তবে আমি যতদিন নিজেকে ফিট রেখে পারফরম্যান্স করতে পারব, ততদিন খেলে যাব৷’ তবে এতদিন দেশকে নেতৃত্বে দিতে পেরে গর্বিত ডু’প্লেসি৷
সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন না ডু’প্লেসি৷ এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন ডি’কক৷ তিন ম্যাচের সিরিজ ১-১ হয়৷ বৃষ্টিতে একটি ম্যাচ ভণ্ডুল হয়ে যায়৷ টি-২০ সিরিজেও বিশ্রামে ছিলেন ডু’প্লেসি৷ তবে ডি’ককের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ১-২ হারে দক্ষিণ আফ্রিকা৷
সূত্র : কলকাতা