কেরিয়ারের নিকৃষ্টতম পারফরম্যান্স কোহলির!
কোহলির - ছবি : সংগৃহীত
টি২০ সিরিজে টানা পাঁচটা ম্যাচে জিতে টিম কোহলি সাফল্যের আকাশে উড়ছিল। তবে সপ্তাহ দু-য়েকও গেল না। তার মধ্যেই ভারতকে টেনে মাটিতে নামাল নিউজিল্যান্ড। টি২০ সিরিজে হারের বদলা এলো ওয়ানডেতে। ভারতকে টানা তিনটে ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশেই বদলা নিলো কিউইরা। আর এই পরাজয়ে সবচেয়ে বড় ভিলেন হলেন খোদ বিরাট কোহলি। অবশ্য যারা টি২০ সিরিজের দিকে ভালোমতো নজর দিয়েছিলেন, তারা জানেন, ওই সিরিজের ফলাফলও সম্পূর্ণ ভিন্ন হতে পারত। জিততে জিততে হেরে গেছে নিউজিল্যান্ড। তবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তারা ঠিকই নিজেদের চিনিয়ে দিয়েছে।
ভারতের একদিনের ক্রিকেটে এমন শোচনীয় পারফরম্যান্সেই ক্যাপ্টেন কোহলির একদিনের ক্রিকেটের পারফরম্যান্স আতসকাচের তলায় চলে এলো।
জাতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্সের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেল কোহলির অফ ফর্মের বিষয়টি। চলতি সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে মাত্র ৭৫ রান করেছেন। মঙ্গলবার মাউন্ট মাউনগানুইয়েও দু-অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি। দ্বিপক্ষীয় সিরিজে ব্যাটসম্যান হিসেবে কোহলির সদ্য শেষ হওয়া সিরিজই নিকৃষ্টতম।
পরিসংখ্যান বলছে, গত বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এর আগে সবথেকে খারাপ পারফরম্যান্সের নজির ছিল ব্যাটসম্যান কোহলির। সেই সিরিজে ৮৩ করেছিলেন। তারও এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে কোহলি ১৪৮ তুলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খারাপ খেলার সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল কোহলির সদ্য শেষ হওয়া সিরিজের পারফরম্যান্স।
সিরিজে মাত্র একটাই হাফসেঞ্চুরি করেছেন তিনি। বাকিটা পুরোটাই ব্যর্থতার গল্প। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরে কোহলি অবশ্য় বলেছেন, “সিরিজের স্কোরলাইনের মতো অতটা খারাপ আমরা খেলিনি। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি আমরা। এটা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।”
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস