৫৪৪ শ' কোটি টাকার লোভ ছাড়তে পারছেন না মেসি!
মেসি - ছবি : সংগৃহীত
৫৪৪ কোটি টাকার লোভনীয় প্রস্তাব! তাতে কি সায় দেবেন লিওনেল মেসি! প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? এতগুলো প্রশ্নের উত্তর পেতে কিছুদিন সময় লাগবে বটে। তবে ইউরোপিয়ান ফুটবলে কান পাতলে শোনা যাচ্ছে, এবার হয়তো মেসি ঘরবদল করবেন! তবে মেসির বার্সেলোনা ছাড়ার কারণ আসলে লোভনীয় আর্থিক প্রস্তাব নয়। অন্তর্দ্বন্দ্ব।
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। জানা যাচ্ছে, সেই কারণে মেসি নাকি বার্সার নতুন চুক্তির প্রস্তাব নাকচ করেছেন। আর এমন পরিস্থিতির সুযোগ নিতে চায় ম্যাঞ্চেস্টার সিটি। এর আগেও মেসির ম্যান সিটিতে যাওয়ার খবর রটেছিল। তবে শেষমেশ সেই গুঞ্জন সত্যি হয়নি। মেসি বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন। এবারও কি শেষমেশ তাই হবে! ইউরোপের সংবাদমাধ্যম জানাচ্ছে, এবার ম্যান সিটি কোমর বেঁধে নেমেছে।
ম্যান সিটিতে যোগ দিলে মেসির বার্ষিক বেতন দাঁড়াতে পারে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এত টাকা দিয়ে মেসিকে দলে নেয়ার মতো ধনী ক্লাব ইউরোপিয়ান ফুটবলে বেশি নেই। ম্যান সিটির অবশ্য সেই সামর্থ রয়েছে। বর্তমানে মেসির সঙ্গে বারসার চুক্তি রয়েছে ২০২১ পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার পর মেসি ফ্রি-তে অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারে। আর এখানেই বাজি মারতে চাইছে ম্যান সিটি। মেসির সঙ্গে দলের স্পোর্টিং ডিরেক্টর-এর সম্পর্কের অবনতি তাই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ম্যান সিটির কর্তারা।
সূত্র : জি নিউজ
মবাপ্পে ইতিহাস সেরা হবে
সতীর্থ কিলিয়ান এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফরাসি তারকা এমবাপ্পে প্রসঙ্গে নেইমার বলেছেন, একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সে নিজেকে প্রমাণ করবে।
২১ বছর বয়সী এমবাপ্পে ইতোমধ্যেই মোনাকোকে লিগ ওয়ান শিরোপা জিতিয়েছেন। এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসেও একই কৃতিত্ব দেখিয়েছেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ শিরোপা জয়ে তার অনবদ্য ভূমিকা ছিল। ফিফার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘এমবাপ্পে ফেনোমেনন। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণের সব ধরনের যোগ্যতা তার মধ্যে রয়েছে। তার মতো একজন সতীর্থকে দলে পাওয়া সত্যিই গর্বের। মাঠ ও মাঠের বাইরে আমরা একে অপরকে দারুণভাবে বুঝতে পারি। আমি তাকে দারুণ পছন্দ করি।’
এর আগে বার্সেলোনায় নেইমারের লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওই সময়ই নেইমার সতীর্থ হিসেবে আর্জেন্টাইন সুপারস্টার মেসির ভূয়সী প্রশংসা করেছিলেন। নেইমার বলেছিলেন, লিওর সাথে একসাথে খেলতে পারা অনন্য এক অভিজ্ঞতা। আমরা ক্রমেই ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। অবশ্যই ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি।
কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ে ব্রাজিলের দারুণ সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এ ক্ষেত্রে সেলেসাওদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও আর্জেন্টিনার নাম উল্লেখ করেছেন নেইমার।