ঢাকা দক্ষিণ সিটিতে কাউন্সিলর পদে জয়ী হলেন যারা
ঢাকা দক্ষিণ সিটিতে কাউন্সিলর পদে জয়ী হলেন যারা - ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে জয়ীদের তালিকা এখানে দেয়া হলো।
৫ নম্বর ওয়ার্ডে চিত্ত রঞ্জন দাস (ঠেলাগাড়ি)
৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম ভাট্টি (রেডিও)
৭ নম্বর শামসুল হুদা কাজল (ঠেলাগাড়ি)
১২ নম্বর মামুনুর রশিদ শুভ্র (লাটিম)
১৩ নম্বর এনামুল হক আবুল (ঘুড়ি)
২০ নম্বর ফরিদ উদ্দীন আহমেদ রতন (ঠেলাগাড়ি)
২২ নম্বর জিন্নাত আলী ( ঠেলাগাড়ি)
২৩ নম্বর মো. মকবুল হোসেন (রেডিও)
২৪ নম্বর মোকাদ্দেছ হোসেন জাহিদ (ঠেলাগাড়ি)
২৬ নম্বর হাসিবুর রহমান মানিক (রেডিও)
২৭ নম্বর ওমর উদ্দীন আফজাল (মিষ্টি কুমড়া)
২৮নং কামাল উদ্দীন কাবুল( মিষ্টি কুমড়া)
২৯ নম্বর জাহাঙ্গীর আলম (ঠেলাগাড়ি)
৩০ নম্বর ইরফান সেলিম (টিফিন ক্যারিয়ার)
৩১নং জুবায়ের আদেল (টিফিন ক্যারিয়ার)
৩২ নম্বর আবদুল মান্নান (লাটিম)
৩৩ নম্বর আওয়াল হোসেন( মিষ্টি কুমড়া)
৩৪ নম্বর মোহাম্মদ মামুন (ঝুড়ি)
৩৮ নম্বর আহমেদ ইমতেয়াজ মান্নাফী
৩৯ নম্বর রোকন উদ্দীন ( ব্যাডমিন্টন)
৪০ নম্বর আবুল কালাম আজাদ (ঘুড়ি)
৪১ নম্বর সারোয়ার হাসান আলো (ঝুড়ি)
৪২ নম্বর মো. সেলিম (টিফিন ক্যারিয়ার)
৪৪ নম্বর নিজাম উদ্দীন (রেডিও)
৪৯ নম্বর বাদল সরদার (ঘুড়ি)
৬১ নম্বর জম্মুন মিয়া (ঝুড়ি)
৬৪ নম্বর মাসুদ রহমান মোল্লা (লাটিম)
৬৫ নম্বর শামসু উদ্দীন ভূইয়া (ব্যাডমিন্টন)
৬৬ নম্বর আবদুল মতিন সাউদ (লাটিম)
৬৭ নম্বর মো. ইব্রাহীম (লাটিম)
৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান (লাটিম)
এবং ৬৯ নম্বর ওয়ার্ডে সালাউদ্দীন আহমেদ।
(এই তালিকা সংশোধিত হতে পারে। এটিকে খসড়া তালিকা বিবেচনা করা যেতে পারে।
৩১৩ নম্বর কেন্দ্রের ৪ নম্বর কক্ষে পৌনে ৪টার দিকে দেখা গেল মাঝবয়সী এক পুরুষকে বুথকক্ষে নিয়ে কোটপ্যান্ট পরা অন্য একজন ভোট দিতে সহায়তা করছেন। শোনা গেল, চার নম্বর বোতামে চাপ দেন, তখনই তিনি তার নির্দেশ মতো চার নম্বর বোতাম চাপ দেন। বলে, আপনার ভোট হয়ে গেছে, তখন ভোটার হাসিমুখে বেরিয়ে আসেন।
কোটপ্যান্ট পরা ব্যক্তিকে প্রশ্ন করতেই তিনি নিজেকে ঠেলাগাড়ি মার্কার এজেন্ট পরিচয় দেন এবং তার নাম মো: জীবন বলে জানান। এই জীবনের মতো সেখানে মো: সুমন, মাসুমসহ অনেকেই আছেন ভোটাররা না চাইলেও জোর করে সহায়তা করতে। ভয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেননি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ কে এম আশরাফুজ্জামান নয়া দিগন্তকে বলেন, এই কেন্দ্রে এক হাজার ৭২৫টি ভোট রয়েছে। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশ। সরকারি দলের বাইরে অন্য কোনো প্রার্থীর এজেন্ট নাই কেন জানতে চাইলে তিনি বলেন, তারা আসেননি। একই স্কুলের আরেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: ইউনুছ জানান, বেলা ২টা পর্যন্ত এক হাজার ৬৮৮টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৬১৬টি। তিনিও বলেন, এখানে অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেননি। তবে ডলফিন মার্কার এক এজেন্ট বলেন, তারা এসেছিল সকালে, কিছুক্ষণ পর চলে গেছে।