কী হবে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার?

পি কে বালাচন্দ্রন | Jan 15, 2020 08:57 pm
কী হবে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার?

কী হবে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার? - ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার পর মধ্যপ্রাচ্যে এখন আপাত শান্তি বিরাজ করছে।
শান্তিতে (যদিও ঠুনকো) প্রত্যাবর্তনের কারণ খুঁজতে খুব বেশি দূর যেতে হবে না। উড্ডয়নরত অবস্থায় ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে দুর্ঘটনাক্রমে ভূপাতিত করে ১৭৬ জন আরোহীর সবাইকে হত্যা করার ঘটনায় সবই মর্মাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মধ্যে যুদ্ধের যে উন্মাদনা ছিল, তা এই ঘটনা অনেকাংশেই প্রশমিত করেছে।

নিজেদের দোরগোড়ায যুদ্ধ না চাওয়া আমেরিকার ইউরোপিয়ান মিত্ররা উভয় পক্ষকেই সংযম প্রদর্শন করতে বলেছে। যুক্তরাষ্ট্রের প্রতি অন্ধ সমর্থন ঘটবে না। এর আংশিক কারণ হলো যুক্তরাষ্ট্র তার ইউরোপিয়ান মিত্রদের না জানিয়েই ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ট্রাম্প যুদ্ধ থেকে কৌশলগত প্রত্যাহার করে ইরানের সাথে শর্তহীন আলোচনার প্রস্তাব দেন। অবশ্য মুখ রক্ষার জন্য তিনি অসহায় দেশটির ওপর আরো কিছু অবরোধ চাপিয়ে দেন।
এদিকে যাত্রীবাহী এয়ারলাইনারকে গুলি করে ভূপাতিত করার ঘটনায় ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত তরুণেরা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটিকে কঠোর, নিয়ন্ত্রণপ্রবণ ও স্বৈরতান্ত্রিক আয়াতুল্লা খামেনির নেতৃত্বের বিরুদ্ধে উত্তাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। ধর্মীয় ব্যক্তিত্বদের নেতৃত্বাধীন ইরানি সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৪০ বছরের অচলাবস্থার ফলে অব্যাহত অবরোধে অর্থনীতি ধ্বংস হচ্ছে, জনগণের দুর্ভোগ বাড়ছে। খামেনি দেয়ালের লিখন দেখতে পেয়ে যুদ্ধ থেকে সরে এসেছেন। তবে তিনি ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যাবেন না।

অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরান এখনো ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে বিবাদে নিয়োজিত রয়েছে এবং ট্রাম্প মধ্য প্রাচ্যে আরো সৈন্য পাঠাতে ও সেখানে মোতায়েন সৈন্যদের ব্যয়ভার বহনের জন্য ন্যাটোর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ফলে যুদ্ধ কখনোই খুব দূরে থাকবে না।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা উত্তেজনার বিরূপ প্রভাব রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। এসব দেশ মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল, এখানে তাদের লাখ লাখ লোক কাজ করে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠায়, যা তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখে।

বাংলাদেশ
বাংলাদেশের কথাই প্রথমে বিবেচনা করা যাক। এই দেশটি তার শ্রমিকদের প্রবাসী আয় ও পশ্চিম এশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আর যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের অন্যতম বাজার। ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রকাশের সাথে সাথে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ ভাগ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭১.৭৫ ডলার। সেপ্টেম্বর থেকে এটিই সর্বোচ্চ দাম। আর বাংলাদেশে সাথে সাথে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের খুচরা দাম বেড়ে যায় ২০ ভাগ।

তেল সঙ্কটে বাংলাদেশের অবস্থা কী হতে পারে তার একটি চিত্র পাওয়া যেতে পারে এই পরিসংখ্যান থেকে যে বাংলাদেশ বছরে ৬৫ বিলিয়ন ডলারের তেল আমদানি করে। তেলের দাম বাড়া মানে স্থানীয় বাজারেও বৃদ্ধি এবং সব পণ্যের পরিবহন ব্যয় বেড়ে যাওয়া।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রতি বছর ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরী পোশাক আমদানি করে। যুদ্ধ মানে এই আকর্ষণীয় বাজার সঙ্কুচিত হওয়া এবং বাংলাদেশের পোশাকশ্রমিকদের অবস্থা খারাপ হওয়া।
বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের রফতানি আয়ের মধ্যে ৩৪ বিলিয়ন ডলার আসে তৈরী পোশাক থেকে। ফলে তৈরী পোশাক খাতে রফতানি হ্রাস পাওয়া মানে বৈদেশিক রিজার্ভের ওপর খারাপ প্রভাব পড়া। আবার যুদ্ধের ফলে জাহাজ পরিবহন বীমা বেড়ে যাবে।

মধ্য প্রাচ্য হলো বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক চাকরি বাজার। এখানে প্রায় ৬০ লাখ শ্রমিক কাজ করে। তারা ২০১৯ সালে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের (১৫.৫ বিলিয়ন ডলার) প্রায় ৬০ ভাগ পাঠিয়েছে। যুদ্ধের কারণে বাংলাদেশীরা চাকরি হারালে প্রবাসী আয়েও প্রভাব ফেলবে।

ভারত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে ওয়াশিংটন অনুরোধ করবে দিল্লিকে তার বিমান বাহিনী ও নৌবাহিনীর ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিতে। এ নিয়ে দুই দেশের মধ্যে লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট (এলইএমওএ) রয়েছে।
এক্ষেত্রে ভারতের মার্কিনবান্ধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় সঙ্কটে পড়ে যাবেন। তিনি তার বন্ধু ট্রাম্পের সহায়তা কামনা করলেও অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেমন সাহায্য পাচ্ছেন না বলে ভারতবাসী মনে করছে। ২০১৪ সাল থেকে তার আমলেই ভারতের শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে, কৃষি খাতে সমস্যা হচ্ছে, কৃষকেরা আত্মহত্যা করছে। ব্যবসা হ্রাস পাওয়ায় বেকারত্ব বাড়ছে।

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতকে বেশি দামে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব থেকে তেল আমদানি করতে হচ্ছে। ভারতকে বেশ সুবিধাজনক শর্তে দিনে ৫০ হাজার ব্যারেল তেল রফতানির প্রস্তাব দিয়েছিল ইরান। কিন্তু মার্কিনিদের খুশি রাখতে ওই প্রস্তাব গ্রহণ করেননি মোদি।
ভারতীয় চায়ের একক বৃহত্তম আমদানিকারণ হলো ইরান। তারা ২০১৯ সালে ৫০ মিলিয়ন কেজির বেশি চা কিনেছে। এটি ভারতের মোট চা রফতানির ১০ ভাগ। পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ায় যাওয়ার জন্য ইরানে চাবাহার বন্দর উন্নয়নের যে উদ্যোগ গ্রহণ করেছিল ভারত, তাতেও সমস্যার সৃষ্টি হবে।
প্রবাসী আয়েও দিক থেকে ভারত ২০১৮ সালে রেকর্ড ৮০ বিলিয়ন ডলার পেয়েছিল। বিশ্বে তারা প্রথম স্থান অধিকার করেছিল প্রবাসী আয়ের দিক থেকে। আর এর মাধ্যমে চীনকে (৬৭) দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছিল। তাদের পরে রয়েছে মেক্সিকো ও ফিলিপাইন। উভয়ের আয় ৩৪ বিলিয়ন ডলার। মিসরের আয় ২৬ বিলিয়ন ডলার। যুদ্ধ হলে এই আয়ে প্রভাব পড়বে।

পাকিস্তান
সোভিয়েত আমলে যুক্তরাষ্ট্রের এবং বর্তমানে তালেবানের পক্ষ নিয়ে আফগান যুদ্ধে পাকিস্তান অনেক ভুগেছে। ফলে তারা আরেকবার এ ধরনের পরিস্থিতিতে পড়তে চাইবে না। পাকিস্তান জানিয়ে দিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে তারা কোনো পক্ষ নেবে না।
প্রতি বছর পাকিস্তানের প্রবাসী আয় ১৯.৩ বিলিয়ন ডলার। এ দিক থেকে তারা পঞ্চম স্থানে রয়েছে। এর বড় অংশটিই আসে মধ্যপ্রাচ্য থেকে।
তাছাড়া যুদ্ধ হলে আফগান শান্তিপ্রক্রিয়ায় বন্ধ হয়ে যেতে পারে।

আফগানিস্তান
ভারতের মতো আফগানিস্তানও ইরানের চাবাহার বন্দরের উন্নয়নের ব্যাপারে আগ্রহী। আর কাবুল সরকারকে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। চাবাহারের ব্যাপারে কিছুটা পরোক্ষভাবে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সাথে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে খুবই কঠিন হবে।
তাছাড়া যুদ্ধ হলে ইরান প্রক্সিও ব্যবহার করবে। বিশেষ করে কাবুল সরকারের বিরুদ্ধে তার ফাতেমিয়ুন ব্রিগেডকে ব্যবহার করতে পারে।

শ্রীলঙ্কা
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শ্রীলঙ্কার চা শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরান ও ইরাক হলো শ্রীলঙ্কার চায়ের প্রধান ক্রেতা। তারা নভেম্বরে যথাক্রমে ২০,২৬৩ টন ও ৩৫,৩৬৭ টন চা আমদানি করেছে।
ইরানের সাথে শ্রীলঙ্কার ঐতিহ্যগত সুসম্পর্ক রয়েছে। ইরানি অপরিশোধিত তেল পরিশোধনের জন্যই সাপুগাসকান্দায় শোধনাগার নির্মাণ করেছিল শ্রীলঙ্কা। মার্কিন অবরোধের ফলে এই শোধনাগার সমস্যায় পড়েছে। ভারতের মতো শ্রীলঙ্কাও বেশি দামে অ-ইরানি তেল কিনছে।

শ্রীলঙ্কায় নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখার জন্য তেলের দাম কম রাখতে হচ্ছে। কিন্তু এতে করে রাষ্ট্রীয় মালিকানাধীন আমদানিকারক ও বিতরণকারী সেপেটকো ঋণগ্রস্ত হয়ে পড়ছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us