তেল ও সোনার বাজার ঘিরে শঙ্কার মেঘ

অন্য দিগন্ত ডেস্ক | Jan 05, 2020 08:40 am
তেল ও সোনার বাজার ঘিরে শঙ্কার মেঘ

তেল ও সোনার বাজার ঘিরে শঙ্কার মেঘ - ছবি : সংগৃহীত

 

আরো একটা বিশ্বযুদ্ধ হতে চলেছে! গোপনে প্রস্তুতিও নাকি চলছে! মার্কিন হামলায় ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি নিহত হওয়ার পর এই জল্পনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, ‘শুরু নয়, যুদ্ধ শেষ করতেই সোলেমানিকে হত্যা করা হয়েছে।’ কিন্তু তাতে আশঙ্কা কমছে না। ট্যুইটারে ট্রেন্ডিং তালিকায় উপরের দিকে উঠে এসেছে ‘#ওয়ার্ল্ড ওয়ার থ্রি’। সোলেমানির মৃত্যুতে শুক্রবারই প্রভাব পড়েছিল তেল ও সোনার আন্তর্জাতিক বাজারে। একলাফে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। অপরিশোধিত তেলের দাম বাড়ে ৪ শতাংশেরও বেশি। শনিবারও এই দর অপরিবর্তিত ছিল।

এরই মধ্যে ইরাকে ইরান-ঘনিষ্ঠ হাশেদ বাহিনীর একটি কনভয়ে ফের মার্কিন ড্রোন হামলা হয়। তারপরই ইরানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ হুঁশিয়ারি দেন, ‘ইজরায়েল ও আমেরিকার এই ক্ষণিকের উল্লাস অচিরেই শোকে পরিণত হবে। প্রয়োজনে তেহরান তৃতীয় বিশ্বযুদ্ধও করতে পারে।’ সূত্রে খবর, দেশের পশ্চিম আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া চলছে। একাধিক যুদ্ধবিমানকে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে।

ইরানের এক সেনা কমান্ডার আবুহামজে জানান, তেহরানের হামলা চালানোর পরিধির মধ্যে আমেরিকার অন্তত ৩৫টি সেনাঘাঁটি রয়েছে। খুব শিগগিরই প্রত্যাঘাত হবে। পিছিয়ে নেই আমেরিকাও। ইরানের প্রত্যাঘাতের শঙ্কায় পশ্চিম এশিয়ায় বাড়তি ৩ হাজার সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। গত বছরই পশ্চিম এশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা।

সোলেমানির মৃত্যুর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই পার্লামেন্টে চাপ বাড়াতে শুরু করেছেন সেদেশের ইরানপন্থীরা। এই ইস্যুতে ভোটাভুটির জন্য আজ, রবিবার জরুরি অধিবেশন বসছে ইরাক পার্লামেন্টে। আপাতত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার আর্জি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। একই আর্জি জানানো হয়েছে বাহরিন, কুয়েত এবং নাইজেরিয়ার মার্কিন নাগরিকদের উদ্দেশেও। পেন্টাগনের এক কর্তা জানান, সেনাবাহিনীর একটি ব্রিগেডকে সতর্ক করা হয়েছে। যে কোনও সময়ে লেবানন যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। লেবাননের মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই এই পদক্ষেপ।

এদিকে, সোলেমানির মৃত্যুর পরপরই আমেরিকা পিছু হঠে ‘কূটনৈতিক চাল’ দেয়ার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন রেভলিউশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলি ফাদাভি। শনিবার তিনি বলেন, ‘ওরা বলছিল, যদি প্রতিশোধ নিতেই হয়, তাহলে আমরা যা করেছি, সেই অনুপাতেই প্রতিশোধ নিতে হবে।’ এরপরই তিনি শ্লেষের সুরে জানান, ‘ইরানের প্রত্যাঘাত কেমন হবে তা স্থির করার মতো জায়গায় নেই আমেরিকা।’

মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকানদের উপর হামলার মতো চরম ভুল যেন না করে। এরপরও যদি তেহরান আমেরিকানদের উপর কোনো হামলা করে তাহলে কড়া জবাব দেবে আমেরিকা। ইরানের ৫২টি স্থানকে মার্কিন সেনাবাহিনীর টার্গেটে রয়েছে বলে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এহেন মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধেরই উস্কানি দিলেন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

যদিও জেনারেল সোলাইমানির মৃত্যুর বদলা নিতে ফুঁসছে ইরান। কড়া জবাব দেয়া হবে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। অন্যদিকে ইসরাইলের তেলআবিবসহ ৩৫টি লক্ষ্যবসস্তু ইরানের আওতায় রয়েছে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবী গার্ডস কমান্ডার জেনারেল গুলামআলী আবু হামজাহ। তার দাবি, কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যেখানে আমেরিকানরা আমাদের আওতায় থাকবে, সেখানেই তাদের শাস্তি দেওয়া হবে। তাঁর এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট পালটা বার্তা তেহরানকে। বিশেষ করে আবু হামজাহকে দিলেন বলেই মনে করা হচ্ছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us