শেখ সাদির অবিস্মরণীয় ১০ উপদেশ

অন্য দিগন্ত ডেস্ক | Nov 16, 2019 09:26 pm
শেখ সাদি

শেখ সাদি - ছবি : সংগৃহীত

 

মহাকবি শেখ সাদি। ফার্সি গদ্যের জনক। তিনি প্রথম দিকে কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন।

মানুষের সামগ্রিক বিকাশকে লক্ষ্য রেখেই তিনি গল্প, কবিতা রচনা করতেন।


শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি।

শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১0টি কালজয়ী উপদেশ রয়েছে। যেগুলো জীবনে চলার ক্ষেত্রে মেনে চললে সুফল পাওয়া যায়।


১। মুখের কথা হচ্ছে থুথুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেয়া সম্ভব নয়; তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

২। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪। হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৫। যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।

৬। নিজের দুঃখ-কষ্টের কথা শত্রুর কাছে প্রকাশ করো না, কারণ তারা খুশি হয়ে লা-হাওলা বলবে।

৭। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

৮। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

৯। ইহকাল-পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করো।

১০। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না।
সংগৃহিত

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us