অযোধ্যায় মসজিদের জন্য জমি দিতে চায় না হিন্দু মহাসভা

অন্য দিগন্ত ডেস্ক | Nov 13, 2019 09:35 pm
অযোধ্যায় মসজিদের জন্য জমি দিতে চায় না হিন্দু মহাসভা

অযোধ্যায় মসজিদের জন্য জমি দিতে চায় না হিন্দু মহাসভা - ছবি : সংগৃহীত

 

অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে রায়ে ভারতের সুপ্রিম কোর্টে জানিয়েছে, বিতর্কিত জমি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে রামমন্দির তৈরি করার জন্য। অন্যদিকে অযোধ্যাতেই মুসলিমদের জন্য পাঁচ একর জমি সরকারকে দিতে হবে মসজিদ তৈরি করার জন্য। কিন্তু এই রায়ে খুশি নয় অখিল ভারত হিন্দি মহাসভা।

রামমন্দির তৈরিতে সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মধ্যে অন্যতম ছিল এই সংগঠন। সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে পাঁচ একর জমি তুলে দেয়ার রায়ের বিরোধিতা করেছে এই সংগঠন।
রিভিউ পিটিশন দাখিল করতে পারে হিন্দু মহাসভা হিন্দু মহাসভা জানিয়েছে, তারা রায়ের কপি খতিয়ে দেখছে। এর বিরুদ্ধে তারা রিভিউ পিটিশন দাখিল করতে পারে বলেও জানিয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার বর্তমান সভাপতি তথা আইনজীবী শিশির চতুর্বেদী বলেছেন, আদালতের এই ধরনের আদেশে তাদের তীব্র বিরোধিতার কথা জানিয়েছে। যদি প্রমাণিত হয় মন্দির সেখানে ছিল, তাহলে জমি কেন তাদের(সুন্নি ওয়াকফ বোর্ড) দেয়া হবে, প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।
এলাহাবাদ হাইকোর্টের রায়েও বিরুদ্ধেও ছিল তাদের আবেদন ২০১০ সালে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আবেদন করেছিল তারা। ২০১১ সালে সেই আবেদন করেছিলেন তৎকালীন সভাপতি কমলেশ তিওয়ারি। ১৮ অক্টোবর লখনৌতে নিজের বাসভবনে তাকে হত্যা করা হয়েছে। হজরত মোহাম্মদের বিরুদ্ধে মন্তব্যের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

পাওয়ার অফ অ্যাটর্নি দাবি হিন্দু মহাসভার বর্তমান সভাপতি তথা আইনজীবী শিশির চতুর্বেদী জানিয়েছেন, এক বছরের বেশি আগে তিওয়ারিকে হিন্দু মহাসভার পদ থেকে সরানো হয়েছিল। সেই জন্য তিনি কমলেশ তিওয়ারির পক্ষে এই মামলা নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আবেদন করেছিলেন বলে জানিয়েছেন।

অন্যদিকে কমলেশ তিওয়ারির স্ত্রী কিরণ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অযোধ্যায় মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেয়ার সিদ্ধান্তে তারা খুশি নন। তবে তাঁরা খুশি মন্দির তৈরির জন্য ট্রাস্টকে দায়িত্ব দেয়ায়। জমি দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি কিরণ তিওয়ারি জানিয়েছেন, যদি কেন্দ্রীয় সরকার জমি দেয়ার পদ্ধতি শুরু করে, তাহলেতার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন গড়ে তোলা হবে।
সূত্র : ওয়ানইন্ডিয়া


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us