দিরাইয়ে শিশু তুহিন হত্যায় নতুন রহস্য : বাপ-চাচারা আসামি!

অন্য দিগন্ত ডেস্ক | Oct 15, 2019 04:35 pm
দিরাইয়ে শিশু তুহিন হত্যায় নতুন রহস্য : বাপ-চাচারা আসামি!

দিরাইয়ে শিশু তুহিন হত্যায় নতুন রহস্য : বাপ-চাচারা আসামি! - ছবি : সংগ্রহ

 

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার ভোরে তুহিনের মা ১০ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত ওসি আবু তাহের মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করলেও যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, গত রবিবার দিরাইয়ে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

শিশু তুহিনের শরীর জুরে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পেটে দুটি ছুরি ঢোকানো অবস্থায় ছিল, দুটি কান কাটা ছিল এমনকি গোপনাঙ্গও কেটে ফেলা ছিল।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা আব্দুল বাছির ও তার তিন চাচা মাওলানা আব্দুল মোছাব্বির, জমসেদ মিয়া, নাছির, জাকিরুল, চাচী খয়রুন বেগম এবং চাচাতো বোন তানিয়াকে থানায় নিয়ে যায়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিবারের লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শিশুটির বাবাসহ পরিবারের সাতজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘ওই গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক মামলা রয়েছে। গ্রাম্য কোন্দল ও প্রতিহিংসা থেকেই এ নির্মম ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর পরিবারের যাদের থানায় আনা হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।’

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না। তবে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলা
বিশ্বনাথে পপি বেগম (১৯) নামে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

দাফনের দুদিন পর মেয়ে ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা ‘সুইসাইড নোট’ থেকে গণধর্ষণের তথ্য জানতে পারেন তার মা জোসনা বেগম।

নিহতের পরিবার ওই চিরকুটটি (সুইসাইড নোট) বিশ্বনাথ থানা পুলিশের কাছে জমা দেয় এবং সোমবার মেয়েটির বাবা শুকুর আলী বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে গণধর্ষণ মামলা দায়ের করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে নিজ বসতঘর থেকে পপি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্ত শেষে ওই তরুণীকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের মা জোসনা বেগম সাংবাদিকদের জানান, ১৩ অক্টোবর রবিবার মেয়ে পপি বেগমের ব্যবহৃত ভ্যানেটি ব্যাগ হাতে নিয়ে তিনি মেয়ের রেখে যাওয়া স্মৃতি দেখতে গিয়ে ওই ব্যাগের মধ্যে পপির নিজ হাতে লেখা একটি কাগজ দেখতে পান। এসময় তিনি প্রতিবেশী লোকজনকে ওই কাগজটি দেখান। তখন কাগজে লেখা পড়ে জানতে পারেন গণধর্ষণের শিকার হয়ে লজ্জায় তার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, তার মেয়ে পপি বেগমের নিজ হাতে লেখা ওই কাগজ পড়ে তিনি জানতে পারেন গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বোনের বাড়িতে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পপি বেগম ঘরের বাইরে যায়। তখন আগে থেকে ওত পেতে থাকা দুই ব্যক্তি তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় এবং তার মুখ, হাত ও পা বেঁধে মারধর করে রাতভর পাশবিক নির্যাতন করে। এরপর ভোর রাতে পপিকে বোনের বাড়িতে (যেখান থেকে উঠিয়ে নেয়া হয়, সেই স্থানে) ফেলে রেখে যায় ওই দুই ব্যক্তি। তবে ওই দুই জনকে পপি চিনতে পেরেছে এবং তাদের নামও সুইসাইড নোটে সে উল্লেখ করেছে বলে সাংবাদিকদের জানান জোসনা বেগম।
সূত্র : ইউএনবি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us