দুর্দান্ত সেঞ্চুরিতে কোহলিকেও টপকে গেলেন বাবর
দুর্দান্ত সেঞ্চুরিতে কোহলিকেও টপকে গেলেন বাবর - দুর্দান্ত সেঞ্চুরিতে কোহলিকেও টপকে গেলেন বাবর
দুর্দান্ত রেকর্ড গড়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন বাবর আযম। পাকিস্তানি এই ডান হাতি ব্যাটসম্যান সোমবার করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলেন৷ কোহলিকে টপকে যাওয়ার পাশাপাশি দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এদিন তিনি এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ রান করেছেন তিনি৷ এ দিনের ম্যাচে পাকিস্তান ৬৭ রানে পরাজিত করে শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ৩০৫ রান। জববে শ্রীলঙ্কা ২৩৮ রানেই অল আউট হয়ে যায়। ফলে সিরিজে ১-০-এ এগিয়ে গেল পাকিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ওয়ান ডে ক্যারিয়ারে সোমবার ১১ নম্বর সেঞ্চুরি করেন বাবর আযম৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৭১টি ইনিংসে একাদশ সেঞ্চুরি করে বিরাটকে টপকে যান টপ-অর্ডার পাকিস্তানি ব্যাটসম্যান৷ ৮২টি ইনিংসে একাদশ ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন কোহলি৷ অর্থাৎ বিরাটের থেকে ১১টি ইনিংস কম খেলে এই নজির গড়েন বাবর৷ তবে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১১তম সেঞ্চুরি রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলার৷ মাত্র ৬৪টি ইনিংসে একাদশ সেঞ্চুরি করেছিলেন আমলা৷ তার থেকে একটি মাত্র ইনিংস বেশি খেলে ওয়ান ডে ক্রিকেটে ১১ নম্বর সেঞ্চুরি রয়েছে প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’ককের৷
বৃষ্টির জন্য শুক্রবার পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ পরিত্যক্ত হয়৷ এদিন দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে ৩০৬ রানের টার্গেট দেয় পাকিস্তান৷ বাবরের দুরন্ত সেঞ্চুরি ছাড়াও ফকর জামনে হাফ-সেঞ্চুরি এবং ইফতিকার আহমদের ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে তিন শ'র গণ্ডি টপকায় ‘মেন ইন গ্রিন’৷ পরে শ্রীলঙ্কা মাত্র ২৩৮ রানে অল আউট হয়ে যায়।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন বাবর আযম৷ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান৷ এখানে বলা যায় যে বিশ্বকাপের ব্যর্থতার কারণে পাকিস্তানি কোচ মিকি আর্থারের চাকরি গেছে৷ উল্লেখ্য, বছর দুয়েক আগে এই আর্থারই বাবর আযমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছিলেন৷
বছর তিরিশের বিরাট ইতিমধ্যেই ওয়ান ডে ক্রিকেটে ৪৩টি সেঞ্চুরির মালিক হয়ে গিয়েছেন৷ মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট৷ বিশ্বের মধ্যে সর্বাধিক ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির মালিক লিটল মাস্টার৷ অর্থাৎ শচিনের থেকে মাত্র ৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি৷ টেস্টেও বিরাটের সেঞ্চুরি সংখ্যা ২৫টি৷ আর বছর চব্বিশের বাবর আযম ওয়ান ডে ক্রিকেটে ১১টি সেঞ্চুরি এবং টেস্টে একটি সেঞ্চুরি করেছেন৷ এ দিক থেকে তিনি কোনোভাবেই বিরাট কোহলির সাথে তুলনীয় নন। আবার অনেকেই মনে করছেন, কোহলি যে ফর্মে আছেন, তাতে করে তিনি শচিন টেন্ডুলকারের সব রেকর্ডই গুঁড়িয়ে দিতে পারবেন। কোহলি অধিনায়ক হিসেবেও দারুণ করছেন।