ব্যাপক ক্ষমতা দাবি মিয়ানমার সেনাবাহিনীর

অন্য দিগন্ত ডেস্ক | Sep 21, 2019 08:46 am
ব্যাপক ক্ষমতা দাবি মিয়ানমার সেনাবাহিনীর

ব্যাপক ক্ষমতা দাবি মিয়ানমার সেনাবাহিনীর - ছবি : সংগৃহীত

 

মিয়ানমারের সামরিক বাহিনী ও সাবেক ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) যৌথভাবে সামরিক বাহিনীর প্রাধান্যবিশিষ্ট জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদকে (এনডিএসসি) পার্লামেন্ট ভেঙে দেয়ার ক্ষমতাসহ আরো ক্ষমতা প্রদান করার প্রস্তাব দিয়েছে।

সামরিক বাহিনীর নিয়োগপ্রাপ্ত ও ইউএসডিপির ১৪৫ জন পার্লামেন্টারি সদস্য যৌথভাবে শুক্রবার ইউনিয়ন পার্লামেন্টের কাছে সংবিধান সংধোনী বিলটি দাখিল করেছে।

বিলটিতে বলা হয়েছে যে আইন পরিষদ ও নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্যের অবনতি ঘটলে আইন পরিষদের কোনো কক্ষের এক তৃতীয়াংশ আসন শূন্য হলে ১১ সদস্যবিশিষ্ট এনডিএসসি (এতে সামরিক বাহিনীর রয়েছে ৬টি আসন, অর্থাৎ তারাই সংখ্যাগরিষ্ঠ) এই ক্ষমতা দেয়া উচিত যাতে তারা পার্লামেন্ট ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে।
পার্লামেন্টে সামরিক বাহিনীর রয়েছে ২৫ ভাগ পদ। এছাড়া সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট ইউএসডিপি ও তাদের মিত্রদের আসনগুলো যোগ করলে পার্লামেন্টের এক-তৃতীয়াংশের বেশি আসনের ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে এনডিএসসিকে এক মাস পরপর বৈঠকে বসার কথা রয়েছে, আর ৫ জন সদস্য অনুরোধ করলে জরুরি বৈঠক হতে পারে।
নিরাপত্তা ইস্যু বা জরুরি অবস্থার সময় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় মিয়ানমারে এনডিএসসিই সবচেয়ে শক্তিশালী সংস্থা। এই কমিটিতে আছেন রাষ্ট্রপতি, দুই ভাইস প্রেসিডেন্টি (তাদের একজন সামরিক-সমর্থিত), পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকার, কমান্ডার ইন চিফ ও ডেপুটি কমান্ডার ইন চিফ, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক বাহিনীর নিযুক্ত প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্তবিষয়ক মন্ত্রীরা।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সরকার ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে একবারের জন্যও আনুষ্ঠানিকভাবে এনডিএসসির বৈঠক আহ্বান করেনি।

এর বদলে সঙ্কটের সময় কয়েকজন সিনিয়র ব্যক্তিত্বের পাশাপাশি এর কয়েকজন সদস্যকে নিয়ে সভা করেছে।
সামরিক বাহিনী নিযুক্ত আইনপ্রণেতারা অনুচ্ছেদ ২৬২ ও অনুচ্ছেদ ২৬৪ সংশোধনের পৃথক একটি বিলও উত্থাপন করেছে। এতে আঞ্চলিক মুখ্যমন্ত্রীদেরকে তাদের মন্ত্রী নিয়োগ বা পরিবর্তন ও মন্ত্রিসভার আকার নির্ধারণ করার ক্ষমতা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
ইউনিয়ন পার্লামেন্টস জয়েন্ট বিল কমিটি প্রস্তাবিত আইনের ব্যাপারে তাদের অভিমত আগামী মাসে পার্লামেন্টে জমা দেবে।

বৃহস্পতিবার সামরিক-নিযুক্ত পার্লামেন্ট সদস্যরা সংবিধান সংশোধনের আরেকটি বিল দাখিল করেছে। এতে কোনো পরিবারের নিকট সদস্য যদি বিদেশী নাগরিক হয়, তবে তার কেন্দ্রীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী না হওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি স্টেট কাউন্সিলর দাও আং সু চিকে লক্ষ্য করে দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
দি ইরাবতী


মিয়ানমারে অস্ত্র রফতানিতে ইইউর নিষেধাজ্ঞা
ইইউ ওয়েবসাইট

মিয়ানমারে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সাথে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও প্রত্যাবাসন নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইইউ।

ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে বৃহস্পতিবার উঠে আসে রোহিঙ্গা ইস্যু। ‘মিয়ানমার, বিশেষভাবে রোহিঙ্গা পরিস্থিতি’ শীর্ষক আলোচনায় অন্তত ১২ জন পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততা এবং ৬ লাখ রোহিঙ্গা রাখাইনে গণহত্যার শঙ্কায় রয়েছেন- জাতিসঙ্ঘ মানবাধিকার সংস্থার এমন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে নেইপিদোর তীব্র নিন্দা জানান তারা। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিভিন্ন প্রস্তাব ও প্রতিশ্রুতি তুলে ধরেন ইইউ পার্লামেন্ট সদস্যরা।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us