গির্জায় সদস্য কমছে আশঙ্কাজনকভাবে, কেন?
গির্জায় সদস্য কমছে আশঙ্কাজনকভাবে, কেন? - ছবি : সংগৃহীত
জার্মানিতে গির্জার সদস্য হতে হলে কর দেয়ার মতো আয়ের শতকরা ৯ ভাগ দিতে হয় সেখানে৷ তাই গির্জা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের৷ কিন্তু গত কয়েক বছর ধরে সদস্য কমছে৷ ২০১৮ সালে জার্মানির ক্যাথলিক গির্জাগুলোতে দুই লাখ ১৬ হাজার ১৮ জন সদস্য কমেছে আর প্রটেস্ট্যান্ট গির্জাগুলোতে কমেছে দুই লাখ ২০ হাজার জন সদস্য৷
শুক্রবার জার্মানির চার্চগুলোর কেন্দ্রীয় সংস্থা ইকেডি এক প্রতিবেদনে এই তথ্য জানায়৷ প্রতিবেদনে আরো জানানো হয়, জার্মানির ক্যাথলিক গির্জাগুলোতে এ মুহূর্তে দুই কোটি ৩০ লাখ আর প্রটেস্ট্যান্ট গির্জাগুলোতে মোট দুই কোটি ১১ লাখ ৪০ হাজার সদস্য রয়েছেন৷ ফলে দেশটির মোট জনসংখ্যার ৫৩ দশমিক দুই ভাগ এখনো গির্জার সদস্য৷ তবে সদস্য কমে যাওয়ার হারকে আশঙ্কাজনক মনে করছে গির্জা কর্তৃপক্ষ৷
ইকেডি-র প্রেসিডেন্ট হাইনরিশ বেডফোর্ড-স্ট্রোম বলেছেন, ‘‘প্রতিটি বিদায়ই আঘাতের মতো৷'' তার মতে, এখন মানুষ কোথায় থাকতে চান বা চান না এ বিষয়ে খুব স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন৷ তাই খ্রিষ্টান ধর্মের দর্শন কেন মানুষের সুন্দর জীবনের জন্য প্রয়োজন তা সবাইকে আরো বোঝানোর প্রয়োজনীতার ওপর জোর দিয়েছেন তিনি৷
গত মে মাসে এক সমীক্ষা চালায় জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়৷ সমীক্ষা শেষে বলা হয়েছে, সদস্য কমার বর্তমান ধারা চলতে থাকলে ২০৬০ সালের মধ্যে জার্মানির গির্জার সদস্য সংখ্যা অর্ধেকে নেমে যাবে৷
সূত্র : ডয়চে ভেলে