মালয়েশিয়ার সাবেক রাজার বিবাহবিচ্ছেদ নিয়ে জটিলতা

অন্য দিগন্ত ডেস্ক | Jul 27, 2019 04:06 pm
মালয়েশিয়ার সাবেক রাজার বিবাহবিচ্ছেদ নিয়ে জটিলতা

মালয়েশিয়ার সাবেক রাজার বিবাহবিচ্ছেদ নিয়ে জটিলতা - ছবি : সংগ্রহ

 

মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান পঞ্চম মহম্মদের সঙ্গে রাশিয়ার সাবেক ‘মিস মস্কো’ রিহানা অক্সানা গর্বাতেঙ্কোর বিবাহবিচ্ছেদ হয়েছে। পঞ্চম মোহম্মদের সিঙ্গাপুরস্থিত আইনজীবী কো তিয়েন হুয়া এই খবর দিয়েছেন। যদিও রিহানা এই বিবাহবিচ্ছেদের কথা অস্বীকার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে পঞ্চম মোহম্মদের একাধিক ছবি পোস্ট করেছেন।
দু’বছর মালয়েশিয়ার রাজা হিসেবে ক্ষমতায় থাকার পর তার বিয়ের খবর জানাজানি হতেই গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন। মুসলিম অধ্যুষিত দেশের ইতিহাসে এই প্রথম কোনও রাজা বিতর্ক এড়াতে সরে দাঁড়ান।

আইনজীবী হুয়া এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২২ জুন সিরিয়ার আইনানুযায়ী ‘তিন তালাক’ রীতির মাধ্যমে সুলতান রিহানাকে ডিভোর্স করেছেন। উত্তর-পূর্ব মালয়েশিয়ার কেলানতান রাজ্যের (পঞ্চম মোহম্মদ এখনো এখানকার সুলতান) ইসলামিক আদালত বিবাহবিচ্ছেদের সার্টিফিকেটও ইস্যু করেছে। কিন্তু, সাবেক ‘মস্কো সুন্দরী’ জানিয়েছেন, তিনি এমন কিছু শোনেননি। উপরন্তু, রিহানা নিস্টাগ্রামে সুলতানের সঙ্গে তার ও তাদের সন্তানের (মে মাসে যার জন্ম হয়েছে) ছবি পোস্ট করেছেন।
যদিও সুলতানের আইনজীবী জানিয়েছেন, ‘এই সন্তান যে সুলতানেরই, তার কোনো অকাট্য প্রমাণ নেই।’
সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us