এফ-৩৫ : যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম তুরস্কের
এফ-৩৫ : যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম তুরস্কের - ছবি : সংগ্রহ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করে, তবে যুদ্ধ বিমানের জন্য অন্য দেশের দিকে ফিরবে তুরস্ক। এ কর্মসূচি থেকে আঙ্কারাকে বাদ দিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ভয়ে চাহিদা পূরণ থেকে বিরত হবে না তুরস্ক।
গতকাল শুক্রবার এরদোগান ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সমাবেশে এ কথা বলেন এরদোগান। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এফ-৩৫ কর্মসূচি থেকে ন্যাটোর সহযোগী তুরস্ককে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছিল। দীর্ঘ দিন ধরেই হুমকির সম্মুখীন হয়ে আসছে আঙ্কারা। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় ও সংগ্রহকে হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন।
তুরস্কে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। যদিও এই সতর্কবার্তা বাতিল করে দিয়েছে আঙ্কারা। এর পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহানুভূতিশীল মন্তব্যগুলোর ওপরে বিশ্বাস রেখেছে দেশটি। ট্রাম্প বলেছেন যে, তুরস্কের সাথে ‘অন্যায়ভাবে’ আচরণ করা হয়েছিল। তবে ট্রাম্প তুরস্কের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। এরদোগান বলেন, আশা করছি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিষেধাজ্ঞার প্রশ্নে ‘ন্যায়সংগত’ আচরণ করবেন এবং যুক্তরাষ্ট্র থেকে উন্নত বোয়িং বিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে তুরস্ক।
এরদোগান ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সমাবেশে বলেন, ‘আপনি কি আমাদের এফ-৩৫ দিচ্ছেন না? ঠিক আছে, তাহলে আমাদেরকে ক্ষমা করুন। আমাদেরকে কিন্তু আবারো সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং আমরা অন্য দিকে ঘুরে দাঁড়াব। আমরা যদি এফ-৩৫ না পাই তবে আমরা ১০০টি উন্নত বোয়িং বিমান কিনছি, চুক্তিটি স্বাক্ষরিতও হয়েছে। এই মুহূর্তে বোয়িং বিমানগুলোর একটি এসেছে এবং আমরা অর্থ প্রদান করছি, আমরা ভালো গ্রাহক। কিন্তু যদি ব্যাপারগুলো এভাবেই চলতে থাকে তবে আমাদের এই বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে।’
সূত্র : রয়টার্স