ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কের আল্লাহর ওপর বিশ্বাস

অন্য দিগন্ত ডেস্ক | Jul 16, 2019 02:13 pm
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কের আল্লাহর ওপর বিশ্বাস

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কের আল্লাহর ওপর বিশ্বাস -

 

এককথায় ভাগ্যের জোরেই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। একথা দিনের আলোর মতোই পরিস্কার। নিউজিল্যান্ড একটুর জন্য বিশ্বসেরার মুকুট মাথায় তুলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়কও স্বীকার করে নিলেন যে, ফাইনালে ভাগ্যই তাদের চ্যাম্পিয়ন করিয়েছে।

এককথায় ভাগ্যের জোরেই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। একথা দিনের আলোর মতোই পরিস্কার। নিউজিল্যান্ড একটুর জন্য বিশ্বসেরার মুকুট মাথায় তুলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানও স্বীকার করে নিলেন যে, ফাইনালে ভাগ্যই তাদের চ্যাম্পিয়ন করেছে। তিনবার ফাইনালের মঞ্চ থেকে খালি হাতে ফিরে আসা ইংল্যান্ড অবশেষে অধরা বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে।

ক্যাপ্টেন মরগ্যান কিন্তু ইংল্যান্ডে নয়, আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। কিন্তু ছোট থেকেই চাইতেন ইংল্যান্ডের হয়ে খেলতে। ২০০৩-০৯ পর্যন্ত আয়ারল্যান্ডের জাতীয় দলে খেলা মরগ্যান ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক করেন তিনি। মরগ্যানের থেকে জানতে চাওয়া হয়েছিল, আইরিশম্যানের ভাগ্য কি কাজ করেছে? তার উত্তরে রাশিদ বলেন, “আমাদের সঙ্গে আল্লাহ ছিল। আমি আদিল রাশিদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তখন ওই বলে আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছে। পাশাপাশি এটাও বলব, ভাগ্যও আমাদের সঙ্গে ছিল।”

একজন আইরিশের মুখে ইসলাম ধর্মের আল্লাহর নাম শুনে অনেকে চমকে যেতে পারে ঠিকই। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলে একাধিক সংস্কৃতির আর ধর্ম এসে মিশেছে। মরগ্যান যেমন আইরিশ, তেমনই আবার বেন স্টোকস নিউজিল্য়ান্ডের। অন্য দিকে আদিল রাশিদ এবং মঈন আলি পাকিস্তানের দ্বিতীয় প্রজন্ম। জেসন রয় আবার জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার। দলের এই বৈচিত্র্যই ইংল্যান্ডকে আলাদা করেছে বলে মত মরগ্যানের। তিনি জানান, “দেখতে গেলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য রয়েছে। ভিন্ন পরিবেশ আর সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা ক্রিকেটাররা এই দলে রয়েছে। তারা বিভিন্ন দেশেই জন্মেছেন। দেখতে গেলে আমাদের কাছে বিষয়টা মজারই। আমরা ভালো থাকি।”


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us