নওয়াজ শরিফের ছেলেদের সৌদি আরব সফর ভুয়া খবর!
নওয়াজ শরিফের দুই ছেলে - ছবি : সংগ্রহ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাচ্ছেন বলে খরব প্রচারিত হচ্ছে, সেটাকে ভুয়া হিসেবে অভিহিত করেছেন।
হাসান নওয়াজ শরিফ ও হোসাইন নওয়াজ শরিফ সুনির্দিষ্টভাবে বলেছেন, তারা সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে সৌদি আরব যাচ্ছেন বলে যে খবর কোনো কোনো টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে, তা ভুয়া।
হাসান নওয়াজ বলেন, ভুয়া খবরে বলা হচ্ছে যে আমি শাহবাজ শরিফের সাথে সাক্ষাত করার জন্য লন্ডন থেকে সৌদি আরব যাচ্ছেন। হাসান বলেন, তার সৌদি আরব সফরের কথা সম্পূর্ণ ভুয়া। খারাপ উদ্দেশ্যে খবরটি প্রচার করা হচ্ছে। সৌদি আরব যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আমি ভিসার জন্য আবেদনই করিনি। আমি লন্ডনেই আছি বাবার সাথে। খুব শিগগিরই সৌদি আরব যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।
আর যোগাযোগ করা হলে হোসাইন নওয়াজ বলেন, তিনি রোববার নিজ খরচে এবং একাকী সৌদি আরব এসেছেন।
তিনি বলেন, আমি জেদ্দায় এসেছি নিজের খরচে, থাকছি হারাম থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত নিজের বাড়িতে। মদিনা পাক আমার বাড়ি থেকে মাত্র ৩.৫ ঘণ্টার পথ। আমার নিজস্ব গাড়ি আছে। ফলে কোনো উদ্দেশেই সরকারি তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমি কোনো কিছুর জন্যই সরকারি ব্যয় কখনো করিনি। আমি দুই দশক ধরে সৌদি আরবে বাস করছি, কাজ করছি। বিষয়টি সবার জানান।
শাহবাজ শরিফের মেয়ের জামাতা ইমরান আলী বলেন, তালিকায় তার নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। উল্লেখ্য, তিনি লন্ডনে বাস করেন। তিনি বলেন, আমার নাম তালিকায় দেখে আমি বিস্মিত হয়েছি। আমি কোনো সরকারি প্রতিনিধিদলের সদস্য নই। কোথায় যাওয়ার আশু কোনো পরিকল্পনাও আমার নেই। আমার সম্পর্কে কেউ ভুয়া খরব প্রকাশ করেছে।
এর আগে জিও নিউজে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল যে শাহবাজ শরিফের সাথে যারা থাকছেন তারা হলেন
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি
জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান
বিএনপি-এম নেতা খালিদ মাগসি
এমকিউএম-পি আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি
যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ
এএনপি নেতা আমির হাযদার খান হতি
জেডব্লিুউপি সভাপতি শাহজাইন বুগতি
এমএনএ মহসিন ধাবর
এমএনএ আসলাম বুতানি
এমএনএ আলী নওয়াজ শাহ
পিএমএপি প্রধান মাহমুদ আচাকজাই
ন্যাশনাল পার্টি প্রধান ড. আবদুল মালিক
সাব্কে এসএপিএম আল্লামা তাহির আশরাফি
পররাষ্ট্রসচিব সোলে মাহমুদ
পিপিপি এমএনএ শাগুফতা জুমানি
পারিবারিক সদস্য
হামজা শাহবাজ
হামজা শাহবাজের স্ত্রী
হামজা শাহবাজের মেয়ে
হামজা শাহবাজ পরিবারের গৃহকর্মী
ক্যাপ্টেন মোহাম্মদ সফদার (অব.)
মরিয়ম নওয়াজ
সাবিহা আব্বাস শরিফ
ইউসাফ আব্বাস শরিফ
ইউসুফ আব্বাস শরিফের স্ত্রী
ইউসুফ আব্বাস শরিফের ছেলে।
দোহা থেকে যারা জেদ্দা যাবেন
সোলেমান শাহবাজ শরিফ
সোলেমান শাহবাজ শরিফের স্ত্রী
সোলেমান শাহবাজ শরিফের ছেলে
সোলেমান শাহবাজ শরিফের গৃহকর্মী।
লন্ডন থেকে যারা জেদ্দা যাবেন
হোসাইন নওয়াজ
হোসাইন নওয়াজের স্ত্রী।
সূত্র : জিও নিউজ