শাহবাজের সৌদি আরব সফর : কারা যাচ্ছেন সাথে
শাহবাজের সৌদি আরব সফর : কারা যাচ্ছেন সাথে - ছবি : সংগৃহীত
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কয়েক দিনের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। জানা যাচ্ছে, বিপুলসংখ্যক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্বজন যাচ্ছেন তার সাথে।
একটি সূত্র অনুযায়ী, শাহবাজ শরিফের সাথে অর্ধশতাধিক সদস্য থাকছেন। ইমরান খানবিরোধী আন্দোলনের নেতারা থাকছেন তার সাথে। বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি, জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য দলের নেতারাও থাকছেন সাথে।
শাহবাজ ও তার ভাই নওয়াজ শরিফ পরিবারের বেশ কয়েকজন সদস্য, তাদের স্ত্রী, সন্তানও থাকছেন দলে। শাহবাজের ছেলে শাহবাজ, নওয়াজের ছেলে হোসাইন, মেয়ে মরিয়ম, মেয়ের জামাই ক্যাপ্টেন মোহাম্মদ সফদার (অব.) থাকছেন সফরে।
সূত্রটির মতে শাহবাজ শরিফের সাথে যারা থাকছেন তারা হলেন
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি
জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান
বিএনপি-এম নেতা খালিদ মাগসি
এমকিউএম-পি আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি
যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ
এএনপি নেতা আমির হাযদার খান হতি
জেডব্লিুউপি সভাপতি শাহজাইন বুগতি
এমএনএ মহসিন ধাবর
এমএনএ আসলাম বুতানি
এমএনএ আলী নওয়াজ শাহ
পিএমএপি প্রধান মাহমুদ আচাকজাই
ন্যাশনাল পার্টি প্রধান ড. আবদুল মালিক
সাব্কে এসএপিএম আল্লামা তাহির আশরাফি
পররাষ্ট্রসচিব সোলে মাহমুদ
পিপিপি এমএনএ শাগুফতা জুমানি
পারিবারিক সদস্য
হামজা শাহবাজ
হামজা শাহবাজের স্ত্রী
হামজা শাহবাজের মেয়ে
হামজা শাহবাজ পরিবারের গৃহকর্মী
ক্যাপ্টেন মোহাম্মদ সফদার (অব.)
মরিয়ম নওয়াজ
সাবিহা আব্বাস শরিফ
ইউসাফ আব্বাস শরিফ
ইউসুফ আব্বাস শরিফের স্ত্রী
ইউসুফ আব্বাস শরিফের ছেলে।
দোহা থেকে যারা জেদ্দা যাবেন
সোলেমান শাহবাজ শরিফ
সোলেমান শাহবাজ শরিফের স্ত্রী
সোলেমান শাহবাজ শরিফের ছেলে
সোলেমান শাহবাজ শরিফের গৃহকর্মী।
লন্ডন থেকে যারা জেদ্দা যাবেন
হোসাইন নওয়াজ
হোসাইন নওয়াজের স্ত্রী।
সূত্র : জিও নিউজ
ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন কুরেশি
শাহ মেহমুদ কুরেশি ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে বাধা দেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুক্রবার তিনি এমন অভিযোগ করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
এ বিষয়ে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠির বিষয়ে জানানো হয়েছিল। তিনি বিষয়টি জানার পরেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো প্রতিবাদ করার সুযোগ দেননি। এমনকি পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসকে কোনো জবাদিহিতার আওতায় আনা হয়নি। কারণ, ইমরান খানের দল পিটিআই এ ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে রাজনীতি করতে চেয়েছে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকার বলেছে যে এ ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত করা হয়েছে।
সূত্র : জিও নিউজ