শপথ গ্রহণ অনুষ্ঠিত, পাকিস্তানে মন্ত্রী হলেন যারা
মন্ত্রীদের শপথ গ্রহণ - ছবি : সংগ্রহ
অনেক জল্পনা-কল্পনা আর বিলম্বের পর অবশেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার আইওয়ান-ই-সদরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার প্রেক্ষাপটে সাদিকই ওই দায়িত্ব পালন করেন।
মন্ত্রিসভায় মোট ৩১ জন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন।
শাহবাজ শরিফের পিএমএল-এন থেকে মন্ত্রীরা হচ্ছেন
খাজা মোহাম্মদ আসিফ
আহসান ইকবাল চৌধুরী
রানা সানা উল্লাহ খান
সর্দার আয়াজ সাদিক
রানা তানভির হোসাইন
খুররম দস্তগির খান
মরিয়ম আওরঙ্গজেব
খাজা সাদ রফিক
মিয়া জাভেদ লতিফ
মিয়া রিয়াজ হোসেন পিরজাদা
মুর্তজা নাজির তারার
মিফতা ইসমাইল।
পিপিপি থেকে যারা মন্ত্রী হয়েছেন
সৈয়দ খুরশিদ আহমদ শাহ
সৈয়দ নাভিদ কামার
শেরি রেহমান
আবদুল কাদির প্যাটেল
শাজিয়া মারি
সৈয়দ মতুর্জা মাহমুদ
সাজিদ হোসাইন তুরি
এহসান উর রহমান মাজারি
আবিদ হোসাইন ভায়ো।
জেইউআই-এফ থেকে যারা মন্ত্রী হয়েছেন
আসাদ মাহমুদ
আবদুল ওয়াসি
মুফতি আবদুল শাকুর
মোহাম্মদ তালহা মাহমুদ।
এমকিউএম-পি থেকে যারা মন্ত্রী হয়েছেন
সৈয়দ আমিন উল-হক
সৈয়দ ফয়সাল আলী সবজওয়ারি
বিএপি থেকে হওয়া মন্ত্রী
মোহাম্মদ ইসরার তারিন
জেডব্লিউপি থেকে হওয়া মন্ত্রী
নওয়াবজাদা শাজাইন বুগতি
পিএমএল-কিউ থেকে হওয়া মন্ত্রী
তারিক বাশির চিমা
প্রতিমন্ত্রী
পিএমএল-এন
ড. আয়েশা গাউস পাশা
আবদুল রহমান খান কানজু
পিপিপি
হিনা রাব্বানি খার
উপদেষ্টা
পিএমএল-এন
আমির মাকাম
পিপিপি
কামার জামান কাইরা
জেকেটি গ্রুপ
আওন চৌধুরী
পাকিস্তানে দারুণ জয় ইমরানের দলের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন। তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। কিন্তু তবুও তার দল পিটিআই একটি উপনির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছে।
রোববার অনুষ্ঠিত খায়বার পাকতুনখাওয়া প্রদেশের এনএ-৩৩ হাঙ্গু আসনের উপনির্বাচনে ইমরানের তেহরিক-ই-ইনসাফের প্রার্থী নাদিম খান জয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে।
দেশে নতুন নির্বাচনের দাবিতে পিটিআইয়ের ১২৩ এমপি পদত্যাগ করার প্রেক্ষাপটেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে নাদিম জয়ী হন। তবে পার্টি সূত্র জানা গেছে, তিনিও শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করবেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, পিটিআইয়ের নাদিম খান ২০,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের ওবায়েদ উল্লাহ পেয়েছেন ১৮,২৪৪ ভোট। উপনির্বাচনে আরো প্রার্থী ছিলেন আওয়ামী ন্যাশনাল পার্টির সাইয়িদ উমর ও স্বতন্ত্র আতিক আহমেদ ও মোহাম্মদ সাইয়িদ।
রমজান সত্ত্বেও বিপুল সংখ্যক ভোটার ভোট দেন। ভোটাভুটির সময় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। নির্বাচনটি হওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।
এই আসনে পিটিআইয়ের এমএনএ খায়াল জামানের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।
সাবেক কেন্দ্রী মন্ত্রী ও সিনিয়র পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী তার দলের নাদিম খানের জয়কে অভিনন্দিত করেছেন। তবে তিনি বলেছেন, শপথ গ্রহণের পর তিনি পদত্যাগ করবেন।