শাহবাজ সরকার নিয়ে বাইডেন প্রশাসনের ভাবনা

অন্য এক দিগন্ত | Apr 16, 2022 03:12 pm
বাইডেন ও শাহবাজ

বাইডেন ও শাহবাজ - প্রতীকী ছবি

 

পাকিস্তানে রাজনৈতিক পালাবদল ঘটে গেছে। সেখানকার নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিলো মার্কিন প্রশাসন। সেই সঙ্গে ইসলামি দেশটিতে ইমরান সরকারের পতনে তার সমর্থকদের মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “আমরা পাক অ‌্যাসেম্বলিতে নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা তাঁর এবং তাঁর সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”

এক সংবাদ সম্মেলনে প্রাইস বলেন, “প্রায় ৭৫ বছর ধরে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পাকিস্তান এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। এর একদিন আগে ইমরান খানের সমর্থকরা এখানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের আয়োজন করে। তারা একজন পাক-আমেরিকান সাংবাদিক এবং কিছু সম্প্রদায়ের সদস্যদের উপর আক্রমণ করেছে। কারণ তারা সে দেশে সরকার পরিবর্তনে আমেরিকার ভূমিকা থাকার অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।”

পাকিস্তানে রাজনৈতিক সংকট শুরুর দিন থেকে সদ‌্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান অভিযোগ করতে থাকেন, তাঁর সরকার ফেলে দেবার পিছনে বিদেশি শক্তির হাত আছে। তিনি সরাসরি আমেরিকা নাম উচ্চারণ না করলেও, কারও ইঙ্গিতটি বুঝতে অসুবিধা ছিল না। এরপরেই এই নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন ইমরানের সমর্থকরা।

এর ঢেউ গিয়ে পৌঁছেছে মার্কিন মুলুকেও। সেখানে বসবাসকারী প্রবাসী পাকিস্তানিরা ওয়াশিংটনেও কয়েক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে পাকিস্তানে রাজনৈতিক পালাবদলে মার্কিন সরকারের ভূমিকা থাকার অভিযোগ তুলে।

প্রাইস এদিন বলেন, “আমাদের বার্তা এই বিষয়ে পরিষ্কার এবং সামঞ্জস্যপূর্ণ ছিল– যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনও সত্যতা নেই। আমরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ সমর্থন করি। পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও দেশ, আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।” তিনি আরও বলেন, “আমরা আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায়বিচার সহ বৃহত্তর নীতিগুলিকে সমর্থন করি। আমেরিকা পাকিস্তানের সামরিক মুখপাত্রের মূল্যায়নের সঙ্গে একমত, যিনি বলেছিলেন যে বাইডেন প্রশাসন ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য হুমকি দিয়েছিল বা ষড়যন্ত্রে জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই।
সূত্র : সংবাদ প্রতিদিন

৯ বছর পর ফের ‘ইমরান খান জামা’র বিক্রি শুরু

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সম্বলিত জামা (ইমরান খান কুর্তা) ফের বিক্রি শুরু করেছে ফ্যাশন হাউস কারমা। সবশেষ এই জামা বিক্রি হয়েছিল নয় বছর আগে।

বুধবার ডন নিউজ এ খবর নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, ফ্যাশন হাউসটি সর্বপ্রথম ২০১৩ সালে এই জামার সাথে পাকিস্তানিদের পরিচয় করিয়ে দেয়।

জানা যায়, কারমা যখন ব্যতিক্রমী এই জামাটি নিয়ে আসে, তখন তা নির্বাচনের আগে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পিটিআই নেতাকর্মীরা জনসভা, র‌্যালি ও মিটিং-মিছিলে অংশ নিত এই জামা পরে।

নতুনভাবে যে জামাগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলোর একাধিক রঙ। তার ওপর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

কারমা ফ্যাশন হাউজ জানায় ‘ইমরান খান জামা’র চাহিদা আগের তুলনায় বেশি।

কারমা এমন সময় জামাটি নতুনভাবে বিক্রির জন্য নিয়ে আসলো, যখন কিনা ইমরান খান আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন।

ফলে তার সমর্থকদের কাছে স্বাভাবিকভাবেই জামাটির চাহিদা বেশি। কিন্তু ক্রেতাদের চাহিদা বেশি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে কারমার বিরুদ্ধে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে।

স্যোশার মিডিয়ায় দাবি করা হচ্ছে- কারমা প্রতিটি জামার (জামা-পায়জামা) মূল্য নিচ্ছে ২০-৩০ হাজার রুপি করে। যদিও কারমা জানায়, তারা অফিসিয়াল এরকম কোনো ঘোষণা দেয়নি।

২০১৩ সালে এই জামা ৪ হাজার রুপিতে বিক্রি করা হতো।

সূত্র : ডন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us