শাহবাজকে অভিনন্দন জানিয়ে যা বললেন মোদি

অন্য এক দিগন্ত | Apr 12, 2022 03:57 am
বাঁ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডান দিকে মিয়াঁ মোহাম্মদ শাহবাজ শরিফ

বাঁ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডান দিকে মিয়াঁ মোহাম্মদ শাহবাজ শরিফ - ছবি : সংগৃহীত

 

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মিয়াঁ মোহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা বললেন তিনি।

টুইটারে মোদি লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য মিয়াঁ মোহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।’

শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াকআউট করে। শেষমেশ শাহবাজের পক্ষে ভোট পড়েছে ১৭৪টি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তার দল পিএমএল(এন)-এর অন্দরে শাহবাজকে দায়িত্ব দেয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খাকান আব্বাসিকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানালেন এরদোগান

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সোমবার টেলিফোন করে শাহবাজকে এরদোগান বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি সীমাহীন আনন্দিত।’

এরদোগান শাহবাজ শরিফকে উদ্দেশ করে আরো বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে। কেননা, আমরা একে অপরের বিশ্বস্ত ভাই।’

দুজনের আলাপকালে শাহবাজ বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরো নিকটবর্তী করতে চাই।’

এ সময় টেলিফোন করা ও অভিনন্দন জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্টের শুকরিয়া আদায় করেন তিনি।

সূত্র : ডেইলি জং

শাহবাজের শপথের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পাকিস্তানের রাষ্ট্রপতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের শপথ গ্রহণের ঠিক আগ দিয়ে 'অসুস্থ' হয়ে পড়েছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। 'অস্বস্তি' অনুভব করায় চিকিৎসকেরা তাকে পুরোপুরি পরীক্ষা করে কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গতকাল রাত ৯টায় (স্থানীয় সময় ৯টা, বাংলাদেশ সময় ১০টা) শপথ গ্রহণের কথা ছিল। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এখন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারান শাহবাজকে শপথ পড়ান।

জাতীয় পরিষদে পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন।
এক্সপ্রেস ট্রিবিউনে আগের খবরে বলা হয়েছিল, ইমরান খান সরে দাঁড়াতে বাধ্য হলেও রাষ্ট্রপতি কিছু সময়ের দায়িত্ব পালন করে যাবেন, দেশে রাজনৈতিক গোলযোগ সত্ত্বেও পদত্যাগ করবেন না।

একটি সূত্র জানিয়েছে, ইমরান খানের পিটিআই তাকে পদত্যাগ করার কোনো পরামর্শ দেয়নি। তবে নতুন সরকার যদি তাকে অপসারণের উদ্যোগ নেয়, তবে দল তাকে পদত্যাগ করার পরামর্শ দেবে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us