লড়াই চলবে : টিম ইমরান
ইমরান খান - ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের শেষ মুহূর্তে মন্ত্রিসভা ও বিভিন্ন সংস্থার সদস্যরা গতকাল ইমরান খানের সাথে দেখা করে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ইমরান খানের তেহরিক-ই ইনসাফ দলের সিনেটর ফয়সাল জাভেদ খান টুইটারে লিখেছেন, 'প্রধানমন্ত্রী ভবনে ইমরানের সাথে নিতান্তই দেখা সাক্ষাৎ, তিনি মার্জিতভাবে হেঁটে গেলেন, কখনো তিনি মাথা নিচু করবেন না।' তিনি তার পোস্টে বলেছেন, 'ইমরান খান পুরো জাতিকে জাগিয়ে তুলেছেন। একজন পাকিস্তানি হিসেবে গর্ববোধ করছি এবং তার মতো নেতা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।'
ইমরান খানের মন্ত্রিসভার অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী তাইমুর খান ঝাগরা বলেছেন, 'যুদ্ধে হেরে যাওয়া গুরুত্বহীন। পাকিস্তানের জন্য যুদ্ধে জেতাটাই বড় কথা যা আমরা আকাঙ্ক্ষা করি। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই চলবে ইনশাল্লাহ।'
সাবেক পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর টুইটার পোস্টে বলেছেন, 'গত তিন বছরের বেশি সময় আমি ইমরান খানকে ক্লান্তিহীনভাবে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করতে দেখেছি।'
আসাদ আরো বলেন, 'ইমরান খানের একমাত্র লক্ষ্য ছিল পাকিস্তানকে শক্তিশালী করা এবং পাকিস্তানের জনগণের জীবনমানের উন্নয়ন ঘটানো। আল্লাহ তাকে জাতির অধিনায়ক হিসেবে আরো সেবা দেয়ার শক্তি দান করুন।'
ইমরান খানের সরকারের জ্বালানিমন্ত্রী হামাদ আজহার বলেন, 'সাহসী নেতা ইমরান খানের আহবানে এশার নামাজের পর পুরো পাকিস্তানের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হবে।'
সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী লিখেছেন, 'আজকের দিন পাকিস্তানের জন্য একটি দুঃখের দিন। লুটেরারা আবার ফিরে আসছে এবং একজন ভালো মানুষকে বিদায় নিতে হলো।'
সাবের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি বলেছেন, 'আজকের দিনটি গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন যখন দুর্নীতিবাজ রাজনীতিবিদ, মাফিয়া ডন এবং তাদের অভ্যন্তরীণ চেলা ও বিচারবিভাগীয় কু'র মাধ্যমে সংসদীয় শ্রেষ্ঠত্ব ধ্বংস করতে সফল হয়েছে মার্কিন সরকার। ফলে মার্কিনিদের প্রতি আমাদের হৃদয়ের গভীরে জায়গা করে নেয়া গোলামিপনা অব্যাহত থাকবে যা লজ্জাজনক।'
সূত্র : পার্সটুডে
কাল পাকিস্তানে নতুন সরকার : শাহবাজ প্রধানমন্ত্রী, বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী!
টানটান নাটকে শনিবার মধ্য রাতে পতন হয়েছে ইমরান খান সরকারের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম। আগামী সোমবারই পাকিস্তান পার্লামেন্ট তুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তার পর স্থির হবে পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১১ এপ্রিল, সোমবার দুপুর ২টোর সময় হাউসের সদস্যরা আবার বৈঠকে বসবেন। তার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। পার্লামেন্ট অধিবেশনে সভাপতিত্ব করা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সিদিক জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টা নাগাদ শুরু হবে ‘স্ক্রুটিনি’। প্রথমে সোমবার সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। জানান, তার পর পরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানানো হয় অধিবেশন হবে সোমবার দুপুর ২টায়।
কে হবেন নতুন পাকিস্তান প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও বাকিদের থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ইমরান সরকারের পতনের পর জানান, বদলার রাজনীতিতে বিশ্বাসী করেন না। আর পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি।