সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা!
সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা! - ছবি : সংগৃহীত
কাতার বিশ্বকাপের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্পেন। গ্রুপ ‘ই’-তে লুইস এনরিকে ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পাশাপাশি এই গ্রুপে জায়গা করে নিয়েছে এশিয়ান জায়েন্ট জাপান। চতুর্থ দল হিসেবে ঠাঁই পাবে কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে বাছাই পর্বের প্লে-অফে জয়ী দল। তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার দোহার এগজিবিশন ও কনভেনশন হলে আট ফিফা লেজেন্ডের উপস্থিতিতে চূড়ান্ত হয় কাতার বিশ্বকাপের গ্রুপ বিন্যাস।
এদিনের ড্র’য়ে সকলের নজর ছিল প্রথম পাত্রে জায়গা না পাওয়া দুই হেভিওয়েট দল জার্মানি ও নেদারল্যান্ডসের দিকে। শুরুতে আয়োজক দেশ কাতারের সাথে গ্রুপ ‘এ’-তে জায়গা করে নেন ডাচরা। যার ফলে বাকি সাত গ্রুপের জন্য জার্মানির কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত গ্রুপ ‘ই’-তে স্থান হয় মুলারদের। উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানরা। যার জেরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ইউরো কাপের পর দায়িত্ব ছাড়েন কোচ জোয়াকিম লো। তার জুতার পা গলান হান্স ফ্লিক। নয়া কোচের হাত ধরে ফের ফুটবলের আঙিনায় নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণ করতে মরিয়া জার্মানি।
প্লে-অফ ফাইনালে উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়ে শেষ লগ্নে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল। শুক্রবার ড্র’য়ে তারা জায়গা করে নিয়েছে গ্রুপ ‘এইচ’-এ। যেখানে রোনালদোদের চ্যালেঞ্জ জানাবে উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়া। মেসির আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে বাকি তিনটি দল যথাক্রমে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গ্রুপ ‘জি’-তে নেইমারদের চ্যালেঞ্জ জানাবে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।
চলতি বছর ২১ নভেম্বর বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
দেখে নেয়া যাক সম্পূর্ণ গ্রুপবিন্যাস
গ্রুপ এ : কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি : ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি : ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি
গ্রুপ ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা/নিউজিল্যান্ড
গ্রুপ এফ : বেলজিমায়, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি : ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
সূত্র : বর্তমান