ইউরোপ নিয়ে খেলবেন পুতিন

মাসুম খলিলী | Mar 29, 2022 04:45 pm
ইউরোপ নিয়ে খেলবেন পুতিন

ইউরোপ নিয়ে খেলবেন পুতিন - ছবি : সংগৃহীত

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক হিসেবে রুশ কৌশলবিদ ও দার্শনিক আলেকজান্ডার ডুগিনের আরেকটি পরিকল্পনা ইউরোপীয়দের বিশেষভাবে উৎকণ্ঠিত করে তুলেছে। ডুগিন বলেছেন, এডলফ হিটলার রাশিয়া আক্রমণের ভুলটি না করলে যুক্তরাজ্য ভেঙে যেত। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের নেতৃত্বে বসতে পারত না। যুক্তরাষ্ট্র ঘরেই বিচ্ছিন্ন এবং বিভক্ত হয়ে থাকত। আর জাপান রাশিয়ার জুনিয়র অংশীদার হিসাবে চীনকে শাসন করত।

ডুগিনের রূপরেখায় রুশ সরকারকে পরামর্শ দেয়া হয়েছে জার্মানির সাথে বিশেষ অক্ষ তৈরি করে ইউরোপকে ফিনল্যান্ডের মতো দন্তহীন নিরপেক্ষতায় নিয়ে যেতে। ডুগিন আরো প্রস্তাব করেছেন, জার্মানির হাতে ক্যাথলিক ও প্রটেস্টান্ট ইউরোপীয় বলয়ের কর্তৃত্ব তুলে দিতে। এ জন্য ১৯৯৭ সালেই ডুগিন রুশ সরকারের জন্য প্রস্তাব করেছিলেন যুক্তরাজ্যকে যাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা করতে গোপন তৎপরতা চালানো হয়। এ জন্য যুক্তি হিসাবে উল্লেখ করা হয় ব্রিটেন সব সময় আমেরিকান পদাঙ্ক অনুসরণ করতে চায়। যুক্তরাজ্য ইইউ থেকে আলাদা হয়ে গেলে ন্যাটোর প্রতি ফ্রান্সের আপত্তিকে কাজে লাগিয়ে জার্মানি-ফ্রান্স একটি অক্ষ তৈরির প্রচেষ্টা নিতে বলা হয়।

ঘটনাক্রমে অথবা কৌশলগত দাবা খেলার পরিণতিতে ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেয়। জার্মানির সাথে রাশিয়ার তৈরি হয় বিশেষ সম্পর্ক। এ সম্পর্ক আরো এগিয়ে নিতে নর্থ স্টিম পাইপ লাইন-২ তৈরি হয়। এমনকি ইউক্রেন উত্তেজনা শুরু হবার পরও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর শুলজ পৃথকভাবে রাশিয়া সফর করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইউরোপের মধ্যে এই দুটি দেশ সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকায় রয়েছে।

এই কথা সত্যি যে, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক আগ্রাসনের পর জার্মানি ফ্রান্স ন্যাটোর প্রতি বৈরিতার পরিবর্তে সম্পর্ক বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় ও সক্ষমতা বাড়াতে চাইছে। পুতিন এক এক করে ডুগিনের পরিকল্পনা বাস্তবায়নে এগুনোর কারণে রুশ সীমান্তবর্তী দেশগুলো এখন নিজেদের স্বাধীনতার ব্যাপারে উদ্বিগ্ন। আর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সংহতির ব্যাপারে যে ধরনের ভাঙন বা শৈথিল্য তৈরি হয়েছিল সেটিও এখন আর দেখা যাচ্ছে না।

চীন কি আসলেই মিত্র?

চীনের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্ককে এখন অনেকে অবিচ্ছেদ্য হিসাবে দেখতে চান। দু’দেশের শীর্ষ নেতাদের কথায়ও সেরকমই মনে হয়। কিন্তু রুশ কৌশলবিদ ও দার্শনিক আলেকজান্ডার ডুগিন চীনকে রাশিয়ার আধিপত্যের সামনে চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, চীন রাশিয়ার জন্য বিপদের কারণ হতে পারে। এজন্য অবশ্যই, সর্বোচ্চ মাত্রায়, ভেঙে ফেলা উচিত চীনকে। ডুগিন পরামর্শ দেন, রাশিয়া যেন তিব্বত-জিনজিয়াং-অভ্যন্তরীণ মঙ্গোলিয়া-মাঞ্চুরিয়াকে নিরাপত্তা বেল্ট হিসেবে গ্রহণ করে। রাশিয়ার উচিত চীনকে দক্ষিণ দিকে- ইন্দোচীন (ভিয়েতনাম ব্যতীত), ফিলিপাইন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াকে ভূ-রাজনৈতিকভাবে সাহায্য করা। একই সাথে রাশিয়ার উচিত জাপানকে কুরিল দ্বীপপুঞ্জ অফার করে এবং আমেরিকা-বিরোধিতা উস্কে দিয়ে জাপানি রাজনীতিতে পরিবর্তন আনা। এ ছাড়া মঙ্গোলিয়াকে ইউরেশিয়া-রাশিয়ায় বিলীন করা উচিত।

এ কারণে পশ্চিমা সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য ডুগিনের রহস্যময় মেগালোম্যানিয়াকে গুরুত্বসহকারে নেয়া যতটা গুরুত্বপূর্ণ, চীনের শি জিনপিংয়ের জন্য এটি তার চেয়েও বেশি জরুরি মনে হয়। শি এবং পুতিন যুক্তরাষ্ট্রকে আটকাতে গত মাসে একটি অংশীদারিত্ব ঘোষণা করেন। তবে ডুগিনের মতে, চীনকেও পতনের মুখে পড়তে হবে। ডুগিন লিখেছেন, এশিয়ায় রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষার জন্য ‘আঞ্চলিক বিচ্ছিন্নকরণ, বিভক্তি এবং (চীনা) রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজনের প্রয়োজন হবে। ডুগিনের মতে, দূরপ্রাচ্যে রাশিয়ার স্বাভাবিক অংশীদার হলো জাপান।’

ইউরোপের সাথে সংঘাতে জ্বালানি বাজার সঙ্কুচিত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীনের বাজার ও অর্থনৈতিক সহায়তার বিকল্প নেই এখন মস্কোর সামনে। কিন্তু চীন ও রাশিয়া কোন পক্ষই এই মৈত্রীকে অবিচ্ছেদ্যতার পর্যায়ে নিচ্ছে বলে মনে হয় না। বেইজিং ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সরাসরি সমর্থন করেনি। জাতিসঙ্ঘে এই ইস্যুতে ভোটদানে বিরত থেকেছে। সুইফট নিষেধাজ্ঞার পর চীনের নিয়ন্ত্রণে চলা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়া ও বেলারুশের সাথে আর্থিক লেনদেন বন্ধ রেখেছে। অন্য দিকে চীনের সাথে ভারতের সর্বাত্মক সঙ্ঘাতের সময় মস্কো দিল্লিকে এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। ডুগিনের মতবাদ ও পুতিনের কর্মকাণ্ডে মনে হতে পারে চীন-রাশিয়া সহযোগিতার সম্পর্ক কেবলই প্রয়োজনের সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সাধারণ বৈরিতা দুই শক্তিকে মাঝে মধ্যে একই বিন্দুতে ঠেলে দেয়।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us