পাকিস্তান দলে বড় পরিবর্তন
পাকিস্তান দলে বড় পরিবর্তন - ছবি : সংগৃহীত
লাহোরে গাদ্দাফিতে তৃতীয় টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) তরফে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘোষণা হওয়া সেই দল থেকে বাদ পড়েছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং স্পিনার ইমাদ ওয়াসিম। দলে জায়গা হয়েছেন একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেলা স্পিনার আসিফ আফ্রিদির। এছাড়াও দলে জায়গা হয়েছে উইকেটরক্ষক মোহম্মদ হারিসের।
দল থেকে সরফরাজ, ইমাদরা বাদ পড়লেও ডাক পেয়েছেন অলরাউন্ডার মুহম্মদ নওয়াজ এবং শাদাব খান। দু'জনের ফিটনেস সমস্যা ছিল। ফলে তারা জাতীয় দলে খেলতে না পারার পাশাপাশি সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের আসরেও খেলতে পারেননি। পিএসএলে ভালো পারফরম্যান্স করার পরেই সরফরাজের বদলে জাতীয় দলে জায়গা হয়েছে হারিসের। গত সেপ্টেম্বরে ও ঘরের মাঠে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে সিরিজে পাকিস্তান দলে জায়গা হয়েছিল হারিসের। যদিও সিরিজে একটি বল খেলার আগেই পাকিস্তান নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান ছেড়ে চলে গিয়েছিলেন কিউয়িরা।
সদ্য শেষ হওয়া পিএসএলের ফাইনালে মুলতান সুলতানস দলের হয়ে খেলেছিলেন আসিফ আফ্রিদি। জাতীয় প্রধান নির্বাচক মোহম্মদ ওয়াসিম জানান, অজিদের বিরুদ্ধে দুই ফর্ম্যাটের স্কোয়াড বেছে নেয়া হয়েছে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের আরো বেশি সুযোগ করে দিতে। প্রতিভাবান ক্রিকেটারদের একটা বড় 'পুল' তৈরি করাই লক্ষ্য নির্বাচকদের। আসুন একনজরে দেখে নেয়া যাক দুই ফর্ম্যাটের পাকিস্তান দল-
* ওয়ান ডে :
বাবর আজম (অধিনায়ক)
শাদাব খান (সহ অধিনায়ক)
আবদুল্লাহ শফিক
আসিফ আফ্রিদি
ফখর জামান
হায়দার আলি
হারিস রউফ
হাসান আলি
ইফতিখার আহমেদ
ইমাম উল হক
খুশদিল শাহ
মোহম্মদ হ্যারিফ
মোহম্মদ নাওয়াজ
মোহাম্মদ রিজওয়ান
মোহম্মদ ওয়াসিম জুনিয়র
সাদ শাকিল
শাহিন শাহ আফ্রিদি
উসমান কাদির
শাহনাজ দাহানি
* টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক)
শাদাব খান (সহ-অধিনায়ক)
আবদুল্লাহ শফিক
আসিফ আফ্রিদি
ফখর জামান
হায়দার আলি
হারিস রউফ
হাসান আলি
ইফতিখার আহমেদ
ইমাম উল হক
খুশদিল শাহ
মোহম্মদ হারিফ
মোহম্মদ নওয়াজ
মোহম্মদ রিজওয়ান
মোহম্মদ ওয়াসিম জুনিয়র
সাদ শাকিল
শাহিন শাহ আফ্রিদি
উসমান কাদির
শাহনাজ দাহানি।
সূত্র : হিন্দুস্তান টাইমস