অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৬ রানের ইনিংস নিয়ে যা বললেন বাবর

অন্য এক দিগন্ত | Mar 17, 2022 03:21 pm
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৬ রানের ইনিংস নিয়ে যা বললেন বাবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৬ রানের ইনিংস নিয়ে যা বললেন বাবর - ছবি : সংগ্রহ

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন পাকিস্তানের বাবর আজম। তার ১৯৬ রানের দাপটে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। কঠিন পরিস্থিতিতে সোজা, সাবলীল ব্যাটে খেলেছেন বাবর। সেইসাথে অধিনায়ক হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। বাবরকে সাহায্য করেছেন উইকেটরক্ষক মোহম্মদ রিজওয়ান। করাচিতে তার ইনিংসকে অন্যতম সেরা বললেন বাবর। সেই সাথে সতীর্থদেরও প্রশংসা করেছেন তিনি।

ম্যাচ শেষে বাবর বলেন, ‘এই প্রশংসা দলের প্রাপ্য। যেভাবে সবাই নিজের সেরাটা দিয়েছে তাতে অধিনায়ক হিসেবে আমি গর্বিত। কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললাম আমি। আমার ইনিংস দলের কাজে লেগেছে বলে বেশি ভালো লাগছে।’

পাকিস্তানকে ৫০৬ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় দু’দিন ব্যাট করতে হতো পাকিস্তানকে। এই অবস্থায় কী পরিকল্পনা করে তারা ব্যাট করতে নেমেছিলেন তা জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে সবাই নিজেদের ১০০ শতাংশ দিয়েছে। নিজেদের ওপর বিশ্বাস ছিল। আমরা একটা করে সেশন ধরে এগচ্ছিলাম। কখনোই বেশি দূরের কথা ভাবিনি। জুটি গড়ার চেষ্টা করছিলাম। সেটা কাজে লেগেছে।’

রিজওয়ানের সাথে তার জুটি আরো একটু হলে জয়ের লক্ষ্যে তারা ঝাঁপাতেন বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমার ও রিজওয়ানের জুটিটা আরো একটু ভালো হলে আমরা জয়ের জন্য খেলতাম। কিন্তু আমি আউট হওয়ার পরে পর পর দু’উইকেট পড়ে গেল। তাই বাধ্য হয়ে ড্রয়ের কথা ভাবতে হলো। রিজওয়ান এক দিকে ছিল বলে আমি নিশ্চিন্তে ছিলাম। কঠিন পরিস্থিতিতে ও দুরন্ত শতরান করেছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে হারের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬০৩ মিনিট ক্রিজে থেকে ৪২৫ বল খেলে ১৯৬ রান করেন বাবর।

তার সাথে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে টেস্ট ড্রতে ভূমিকা ছিল মোহাম্মদ রিজওয়ানেরও। তবে বাবরের ইনিংসের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে বাবরের প্রশংসা করে একটি টুইট করেন ভন। সেখানে তিনি লিখেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম, সব ফরম্যাটেই দুর্দান্ত করছেন তিনি।’

ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, বাবরের ইনিংসের কল্যাণেই ম্যাচে হার এড়াতে পারে পাকিস্তান।

ম্যাচের চতুর্থ দিন সকালে পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর জুটি বেঁধে দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর। বাবরের ১০২ ও শফিকের ৭১ রানের সুবাদে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছিল পাকিস্তান। আর পঞ্চম ও শেষ দিন শফিক ৯৬ রানে থামলেও, বাবর-রিজওয়ান পাকিস্তানের হয়ে লড়াই করেন।

তাই প্রায় দু’দিনে ১৭১ দশমিক ৪ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্যভাবে করাচি টেস্ট ড্র করে পাকিস্তান।
সূত্র : বাসস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us