আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত বিরাট দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা
আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত বিরাট দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা - ছবি : সংগ্রহ
বারবার বিপত্তি। বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান ল্যান্ডিংয়ে বিভ্রাট নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজেই। জানালেন, সেদিন কোনো টারবুলেন্স হয়নি। পাইলটের দক্ষতায় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়া গেছে। তবে, আর দশ-পনেরো সেকেন্ড দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় ঘটে ওই বিভ্রাট। জানা গেছে, ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নিচে নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি। ল্যান্ডিংয়ের ঠিক আগেই এমন ঘটনা ঘটে। সেই সময়ে প্রবল ঝাঁকুনি দেওয়ায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন বিধানসভার অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''সেদিন কাছাকাছি আরেকটি প্লেন এসেছিল। কোনো টারবুলেন্স নয়। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন। তাই কোনো সংঘর্ষ হয়নি। হঠাৎ ৮০০০ ফুট থেকে নিচে নেমে আসে বিমান।''
তবে, মুখ্যমন্ত্রীর আশঙ্কা, 'আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। আমার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে। এই বিষয়ে আজ অবধি কোনো রিপোর্ট দেয়নি।'
তবে, আচমকা এহেন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিমানে থাকা যাত্রীদের মধ্যে। কিন্তু কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে, এখনো কোনো রিপোর্ট যে পাওয়া যায়নি, তা এদিন মুখ্যমন্ত্রীই জানিয়ে দেন। গত সপ্তাহে দুদিনের সফরে বারাণসী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে তার এই সফর ছিল। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করেন তিনি। আর সেই সফর সেরে ফেরার পথেই ঘটে এই বিমান বিভ্রাট।
সূত্র : নিউজ ১৮
সর্বকালীন রেকর্ড ভেঙে পতন ভারতীয় মুদ্রার!
বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বমুখী গ্রাফের মাঝেই সর্বকালীন রেকর্ড ভেঙে পতন হলো ভারতীয় মুদ্রার৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জের ধরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে পড়েছে ভারতের অর্থনীতি৷ এমন অবস্থা চলতে থাকলে ভারতের বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি আরো বাড়বে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে৷
আজ সোমবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৭৬.৯৬৷ গত শুক্রবার ডলার বদলে ভারতীয় মুদ্রার মূল্য ছিল ৭৬.১৬৷এই পরিস্থিতিতে দেশের ইতিহাসে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন আর কোনো দিন এই স্তরে পৌঁছায়নি৷
উল্লেখ্য, ভারত হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। এই আবহে জ্বালানির ক্রমবর্ধমান দাম ভারতীয় মুদ্রার মূল্য কমিয়ে দিচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করার পরে সোমবার তেলের দাম ছয় শতাংশেরও বেশি বেড়েছে। ২০০৮ সালের পর সর্বোচ্চ দাম স্পর্শ করেছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ভারতীয় শেয়ার বাজার আজ আড়াই শতাংশেরও বেশি কমেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করায় এই হারে ধস নেমেছে শেয়ার বাজারে।
তেল + ইক্যুইটিতে বিক্রি + ভূ-রাজনৈতিক উত্তেজনা + শক্তিশালী ডলার + রাজ্য নির্বাচনের ফলাফল – এই সবকিছুর সম্মিলিত ফলে শেয়ার বাজার অস্থিতিশীল, বিনিয়োকারীরা ভরসা পাচ্ছেন না। এর জেরে প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতির উপর। ভারতীয় মুদ্রার মূল্যও নিম্নমুখী গ্রাফ ধরেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস