জেলেনস্কিকে কেন পশ্চিম একা ফেলে গেল

গৌতম দাস | Feb 26, 2022 03:49 pm
জেলেনস্কি

জেলেনস্কি - ছবি : সংগ্রহ

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আশা করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী তাকে সহায়তা করবে। রুশ হামলার মুখে তিনি এসব দেশ যে সহায়তা দেবে, তাই হবে তার বলেই তিনি লড়াই করতে পারবেন বলে আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি কোনো সাহায্য পাচ্ছেন না। যুক্তরাষ্ট্র ও ন্যাটো অর্থনৈতিক অবরোধ আর রাশিয়ার নিন্দার মধ্যেই সীমিত থাকছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্টভাবে বলেছেন, তিনি সৈন্য পাঠাবেন না।

রাশিয়ান হামলার মুখে আমাকে একা ফেলে পালিয়েছে পশ্চিম- এই কথাগুলো হলো হামলার দ্বিতীয় দিন, মানে ২৫ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বোধোদয়! এই হলো পাপেটের করুণ দশা। এ কথার সোজা মানে হলো, সারা পশ্চিম তাকে ছেঁকা দিয়েছে; এতিম করে ফেলে পালিয়েছে এবং এজন্য পশ্চিম দায়ী অবশ্যই। কিন্তু প্রধান দায়ী প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই। কেন আগে চিনতে পারেননি? কাদের হাত ধরে ও উস্কানিতে জেলেনস্কি পুতিনের সাথে শত্রুতা করতে গিয়েছিলেন? লাগতে গিয়েছিলেন কেন?

তাহলে এক মাস আগে পোল্যান্ডে ও রোমানিয়ায় পর্যন্ত বাইডেন সেনা মোতায়েন করেছিল কেন? মোতায়েন করাতে রাশিয়া আক্রমণ করে বসলে এর আগেই সেনা প্রত্যাহার করে আমেরিকা ভেগে যায়। আর এখন বলছে আমেরিকা রাশিয়ার সাথে বা ইউক্রেনের ভূমিতে রাশিয়ার সাথে যুদ্ধ করবে না। কী তামাসা! এ কথা আগে বলেনি কেন? এটা কি প্রতারণা?

কেন এমন পরিণতি
কারা কারা রাশিয়ার ওপর স্যাংশন দিয়েছে এটা বেশ মজার। এক কথায় এটা হলো বাইডেনের সাজানো অ্যান্টি-চায়না ব্লক; একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত। মানে হলো বাইডেনের এই যদি তারা শেষ পর্যন্ত আঁকড়ে থাকে তবে এটা হবে সবাইকে না খাইয়ে মারার বুদ্ধিতে গড়া এক ব্লক যাদের মূল বৈশিষ্ট্য তাদের আর ‘গ্লোবাল’ হবার মুরোদ নেই।

মানে হলো, তাদের যুদ্ধের খরচ বইবার অর্থেও কারো সাথে যথেষ্ট সারপ্লাস সম্পদ নেই অথচ গ্লোবাল নেতা হওয়া বা থাকার ক্ষেত্রে যা একনম্বর শর্ত। কিন্তু বাইডেনের পরামর্শক বা থিংকট্যাংকের ফেলোরা তবু বুদ্ধি দিয়ে যাচ্ছেন, আমেরিকা এখনো সামরিক দিক থেকে চীনের ছয়গুণ শক্তিশালী। কাজেই তারাই গ্লোবাল নেতা।’ এদের কে বুঝাতে পারবে গ্লোবাল সক্ষমতা বলতে প্রধানত অর্থনৈতিক সক্ষমতা বুঝায়। এরপরে সামরিক আসতে পারে, আগে নয়।

তাতে ফলাফল? এখন নিম্নচাপ! মানে?
মানে হলো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর খরচ কে দেবে? এর উত্তর নেই বলে প্রেসিডেন্ট জেলেনস্কির রাস্তায় পড়ে থেকে কাতরাচ্ছে! পশ্চিম ইউরোপের কথা, আমেরিকা এ খরচ না দিলে তারা নড়াচড়া করবে না। তাই সাতমণ ঘি ঢালা হয়নি, আর তাতে রাধাও নাচেনি। আবার এটা এমনই লজ্জার কথা, তারা সেটা প্রধান কারণ মিডিয়ায় আনে নাই। অথচ প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ তাকে ভালুকের মুখে ফেলে পালিয়েছেÑ এই বক্তব্যের ফলে পশ্চিমের কার মুখ-সম্মান এখনো বেঁচে আছে?
লেখক : রাজনৈতিক বিশ্লেষক

goutamdas1958@hotmail.com


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us