ফেসবুক-টুইটারকে টক্কর, ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়ার আত্মপ্রকাশ
ফেসবুক-টুইটারকে টক্কর, ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়ার আত্মপ্রকাশ - ছবি : সংগ্রহ
বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অগত্যা এবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সোমবারই এই নয়া মঞ্চের আত্মপ্রকাশ। নাম রাখা হচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর এক এগজিকিউটিভ একটি পোস্টে এই ঘোষণা করেছেন। গত বছরের অক্টোবরে ট্রাম্প প্রথমবার এই নতুন প্ল্যাটফর্ম আনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, 'নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে টেক জায়ান্টদের একছত্র অধিকারকে চ্যালেঞ্জ জানাতে। এই প্ল্যাটফর্ম হবে নিরপেক্ষ। সকলে নিজেদের মতামত জানাতে পারবেন।' অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে।
‘ট্রুথ সোশ্যাল’ যে শিগগিরি আসছে, তা জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি। ওই দিন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা যাচ্ছে। তাতে লেখা ছিল, 'ব্রেকিং : এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট।' ট্রাম্পের ঘোষণা 'তৈরি থাকুন। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরি সাক্ষাৎ হবে।' এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সোমবারই আত্মপ্রকাশ করবে ‘ট্রুথ সোশ্যাল’।
নির্বাচন-পরবর্তী নজিরবিহীন সহিংসতার সাক্ষী হয়েছিল আমেরিকা। ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই কথার উল্লেখ করে বলা হয়েছে, এভাবেই টুইটার তাদের নীতি ও তার প্রয়োগের ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যদিও ওই অ্যাকাউন্ট বন্ধ করার পরই ট্রাম্প ফের টুইট করেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। কয়েক মিনিটের মধ্যেই সেই টুইটও মুছে দেয় টুইটার। পরে ফেসবুক থেকেও নির্বাসিত হন ট্রাম্প।
নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বিয়ের আসরে যাওয়ার পথে দুর্ঘটনায় বর-সহ মৃত ৯
বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হলো বর-সহ ৯ জনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
জানা গেছে, একটি ক্রেনের সাহায্যে গাড়িটি পানি থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, উজ্জ্বয়নে বিয়ের জন্য যাচ্ছিল গাড়িটি। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীর পানিতে পড়ে যায়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ”কোটায় বরযাত্রীদের একটি গাড়ি চম্বল নদীতে পরে যাওয়ায় বর-সহ ৯ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা অত্যন্থ দুঃখজনক ও মর্মান্তিক। আমি জেলাশাসককে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। নিহতদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই আঘাত সহ্য করার শক্তিএবং মৃতদের আত্মাকে শান্তি দিন।”
সূত্র : সংবাদ প্রতিদিন