প্রোটিয়াদের লজ্জাজনক হারের নয়া রেকর্ড

অন্য এক দিগন্ত | Feb 19, 2022 03:14 pm
প্রোটিয়াদের লজ্জাজনক হারের নয়া রেকর্ড

প্রোটিয়াদের লজ্জাজনক হারের নয়া রেকর্ড - ছবি : সংগ্রহ

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই আগুনে মেজাজে ধরা দিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। প্রোটিয়াদের একেবারে ল্যাজেগোবরে করে এক ইনিংস এবং ২৭৬ রানে জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে কিউয়ি বোলিংয়ের সামনে একেবারে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ।

নিউজিল্যান্ডের কাছে এত বড় ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকা গড়ে ফেলল লজ্জার নজির। টেস্টের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবধানে হারার রেকর্ড করল প্রোটিয়ারা। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংস এবং ৩৬০ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ফের তারা নিউজিল্যান্ডের কাছে এত বড় ব্যবধানে হারল।

এ দিকে নিউজিল্যান্ডের এটি সর্বকালের তৃতীয় বড় জয়। এর আগে ২০১২ সালের জানুয়ারিতে তারা জিম্বাবুয়েকে এক ইনিংস এবং ৩০১ রানে হারিয়েছিল। তারও আগে কিউয়িরা ২০০৫ সালের অগস্টে জিম্বাবুয়েকেই এক ইনিংস এবং ২৯৪ রানে হারিয়েছিল। এর পর তারা দক্ষিণ আফ্রিকাকে হারাল এক ইনিংস এবং ২৭৬ রানে।

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরির আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯৫ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। হেনরি একাই নেন ৭ উইকেট। এর পর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৮২ রান করে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে ফের খড়কুটোর মতোই উড়ে যায় তারা। ১১১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা সর্বোচ্চ ৪১ রান করেন। টিম সাউদি নেন ৫ উইকেট। হেনরি দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন।

হামজার আগুনে বোলিং, টানা ৮ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল করাচি কিংস

নক আউটের যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। কারণ টানা ৮ ম্যাচে হেরে বসেছিল করাচি কিংস। অবশেষে ৯ নম্বর ম্যাচে তারা জয়ের মুখ দেখল। লাহোর কালান্দার্সকে ২২ রানে হারিয়ে এই বছরের পিএসএলে প্রথম জয়ের স্বাদ পেল করাচি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল করাচি কিংসই। তবে শুরুতেই তারা জোর ধাক্কা খায়। ১২ রানের মাথায় প্রথম উইকেট এবং ২৪ রানে তারা দ্বিতীয় উইকেট হারিয়ে বসে থাকে। এর পর কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। ওপেন করতে নেমে বাবর আজম একমাত্র ৩২ বলে ৩৯ রান করেছিলেন। এটাই করাচি কিংসের সর্বোচ্চ রান ছিল। এ ছাড়া কোয়াসিম আক্রম ১৮ বলে ২৬ রান এবং লিউস গ্রেগরি করেন ১৬ বলে ২৭ রান। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ১৯.৫ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। লাহোরের জামান খান এবং রশিদ খান ৪ উইকেট করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে লাহোর কালান্দার্স। ২৪ বলে ৩৩ করেন মহম্মদ হাফিজ। ডেভিড ওয়াইজ ২৩ বলে ৩১ রান করেন। ২১ বলে ২৬ করেন হ্যারি ব্রুকস। এ দিকে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মির হামজা। তাঁর দুরন্ত বোলিংয়ের হাত ধরেই ২২ রানে জয় ছিনিয়ে নেয় করাচি। ৯ ম্যাচে করাচি কিংসের পয়েন্ট মাত্র ২। এ দিকে করাচির কাছে হারলেও ৮ ম্যাচ খেলে লাহোরের পয়েন্ট ১০। রয়েছে পিএসএল তালিকার দুই নম্বরে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us