গলা বা মুখের কাছে অস্বাভাবিক ব্যথা? নিউরোলজিয়া নয়তো?
গলা বা মুখের কাছে অস্বাভাবিক ব্যথা? নিউরোলজিয়া নয়তো? - ছবি : সংগ্রহ
নিউরোলজিয়া হলো এমন একটি অসুখ যেখানে আপনার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং স্নায়ুর পথে তীব্র ব্যথা হয়। এটি আপনার মুখ এবং ঘাড়ে গুরুতর জ্বালা সৃষ্টি করতে পারে। যেকোনো সময় ব্যথা অস্বাভাবিক হয়ে ওঠে
মুখ এবং ঘাড়ের আশেপাশে মাঝেমধ্যেই একটা ব্যথা অনুভূত হয়? সেই ব্যথা এক এক সময় এমন চরমে পৌঁছয়, সহ্য করা কঠিন হয়ে পড়ে? বুঝতে পারছেন কিসের ব্যথা? এমনিতেই সেরে যাবে বলে মনে করছেন? এমন কাজ করবেন না। কোনোমতেই অবহেলা করবেন না! কারণ এটা হতে পারে নিউরোলজিয়া!
নিউরোলজিয়া কী?
নাম শুনেই বোঝা যাচ্ছে স্নায়ুর কোনো সমস্যা৷ কিন্তু আসলে নিউরোলজিয়া কী? রক্তের ব্যধির কারণেও নিউরোলজিয়া হতে পারে৷ এবং নিউরোলজিয়া হলো এমন একটি অসুখ যেখানে আপনার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং স্নায়ুর পথে তীব্র ব্যথা হয়। এটি আপনার মুখ এবং ঘাড়ে গুরুতর জ্বালা সৃষ্টি করতে পারে। যেকোনো সময় ব্যথা অস্বাভাবিক হয়ে ওঠে৷
কেন হয় নিউরোলজিয়া?
নিউরোলজিয়া কোনও একটি কারণে ঘটে না। স্নায়ুর ক্ষতি, রাসায়নিকের প্রতিক্রিয়া, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, হার্পিস জোস্টার, এইচআইভি/এইডস, সিফিলিসের সংক্রমণের মতো এর বিভিন্ন কারণ থাকতে পারে। রক্তের অসুখ, নিকটবর্তী হাড়, লিগামেন্ট বা রক্তনালী দ্বারা স্নায়ুর উপর চাপের কারণে এটি হতে পারে। অনেক ক্ষেত্রে, মূল কারণ শনাক্ত করা যায় না।
কিভাবে বুঝবেন আপনার নিউরোলজিয়া আছে?
আপনি যদি একটি নির্দিষ্ট স্নায়ুর পথে মুখের উপর চরম ব্যথা অনুভব করেন, তবে এটি স্নায়ুতন্ত্রের কারণেই হতে পারে। হয়তো মুখ স্পর্শ করলেই চাপ বা ব্যথা অনুভব করেন যা অসহনীয়। ব্যথা স্থায়ী হয় না। এটি আসে এবং যায় এবং যখন আসে ছুরিকাঘাতের মনে হয়৷। নড়াচড়ার সঙ্গে এটি আরও খারাপ হতে পারে। আপনি এমনও অনুভব করতে পারেন যেন আপনার মুখ অবশ হয়ে গেছে। যদি আপনি এইগুলির মধ্যে যেকোনো একটি অনুভব করেন তবে আপনাকে অবশ্যই এটি এখনই পরীক্ষা করাতে হবে।
কিভাবে নিউরালজিয়া পরীক্ষা করাবেন?
নিউরোলজিয়ার জন্য কোন নির্দিষ্ট পরীক্ষা নেই। তবে চিকিৎসক শারীরিক পরীক্ষা করতে পারেন। তাঁরা আপনাকে লক্ষণগুলোর জিজ্ঞাসা করতে পারেন এবং তারপরে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন। রক্তের শর্করা পরীক্ষা হতে পারে, এমআরআই, আল্ট্রাসাউন্ড, দাঁতের পরীক্ষাও হতে পারে৷ কখনো কখনো দাঁতের সমস্যার কারণেও মুখের ব্যথা হয়। একজন দন্তচিকিৎসক আপনাকে পরীক্ষা করে দেখবেন যে আপনার দাঁতের মাধ্যমে কোনো স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।
কিভাবে নিউরোলজিয়ার চিকিৎসা হয়?
চিকিৎসা কেবলমাত্র ব্যথার অবস্থানের ওপর নির্ভর করে। ব্যথা কমানোর জন্য ডাক্তার ওষুধ লিখে দিতে পারেন। তারা নার্ভ ব্লকেজের জন্য চিকিৎসা শুরু করতে পারেন, ক্ষতিগ্রস্ত নার্ভ টানতে অস্ত্রোপচার বা আকুপাংচার থেরাপি করতে পারেন।
সূত্র : নিউজ১৮