নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ!
ফিটন্যাস ট্রেনারকে বিয়ে করেছেন ক্রাউন প্রিন্সেস ভিকটোরিয়া - ছবি : সংগ্রহ
প্রত্যেক জাতির একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য তৈরি হয় নানাভাবে। ব্যক্তিগত বৈশিষ্ট্য তৈরি হয় বেশির ভাগ সময় অনুপ্রেরণার মধ্য দিয়ে। মানবজাতির মধ্যে সব সময় কেউ না কেউ কোনো না কোনোভাবে বিরাট কিছু হয়। গায়ক, নায়ক, কবি, শিল্পী, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সাধক, গুরু, নবী, রাসুল ইত্যাদি। আমরা সাধারণ মানুষ চেষ্টা করি তাদেরকে অনুসরণ করতে। ভালো মানুষের পাশাপাশি দুষ্ট মানুষেরও জন্ম হয় নানাভাবে, কেউ মনে প্রাণে তাদের অনুসরণ না করলেও তাদের মতো খারাপ বা আরো খারাপ হয়ে থাকি। যদিও আমরা সবসময় ভালো থেকে আরো ভালো হতে চায়। এটাই স্বাভাবিক এবং এটাই হবার কথা কিন্তু না সেটা সব সময় বা সব ক্ষেত্রে হয় না। আমরা ভালো-মন্দ সম্পর্কে জানার পরও খারাপ দিকটার দিকে আকৃষ্ট হয়ে থাকি। কী কী সম্ভব্য কারণ এর পেছনে জড়িত?
আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের চরিত্রের নানা রূপ রয়েছে পৃথিবীর অন্যান্য দেশের মতো। তবে যে জিনিসটা আমাকে বেশি কষ্ট দেয় সেটা হলো জাতি হিসেবে আমাদের মন মানসিকতার তেমন উন্নতি হয়নি। এ বিষয়ে আমার মতামত বিশ্লেষণ করব। তার আগে সুইডিস জাতির নৈতিকতা এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটু বিশ্লেষণ করি। সুইডিস ভাইকিং জাতি, কঠিন পরিশ্রম করতে শিখেছে, সবাইকে নিয়ে এগ্রি ট্যু ডিজএগ্রি চিন্তা চেতনায় বিশ্বাসী সত্ত্বেও মোনার্কি মনোভাব জাতির হৃদয়ে বিদ্যমান। সব মিলে বড় মনের মানুষের অধিকারী তারা আমার মতে।
বাঙালি জাতির অতীত কেমন ছিল, শতভাগ বলতে পারব না। তবে তারা অতিথিপরায়ণ ছিল বলা যেতে পারে, তা না হলে ব্রিটিশদের জায়গা দিতো বলে মনে হয় না। সময়ের সাথে বাঙালি জাতি হারাতে শুরু করে ব্যক্তিত্ব সাথে নৈতিকতা। পরে ব্রিটিশের চামচা হয়ে যায়। ব্রিটিশ চলে গেলেও চামচামি রয়ে গেছে বাঙালির মাঝে, সাথে যোগ হয়েছে তেল মারার প্রবণতা আর সৃষ্টি করতে শিখেছে মানুষে মানুষে ভেদাভেদ যা আজ জাতির স্বভাবে পরিণত হয়েছে। বাঙালির বৈশিষ্ট্য তেল মাথায় তেল দেয়া, পাম্প পট্টি মারা, সমাজে বৈষম্য এবং ভেদাভেদ তৈরি করা। অর্থ বা শিক্ষার দাপট দেখানো, সমাজে যারা অল্প পয়সার বিনিময়ে বা কম শিক্ষার যোগ্যতায় কাজ করে, তাদেরকে মানুষ মনে না করা। এ কাজ করতে এক দল মানুষের বিবেকে বাধা দেয় না। কারণ এরা শুধু নিজেদেরকেই এলিট বলে দাবি করে। বাসার কাজের লোকের সাথে বসে খেতে এদের বিবেকে বাধা লাগে ইত্যাদি।
এ ধরণের মন মানসিকতায় গড়ে উঠার পেছনে যে জিনিসটা বেশি দায়ী তা হলো অতীতে বাঙালি জাতি নিজেরাই ব্রিটিশদের পায়চারা করা থেকে শুরু করে গোলামি করত। অর্থে ধনী হলেও মন মানসিকতা সেই নিচুই রয়ে গেছে। কয়েকটি উদাহরণ দিই। পথে কারো সাথে কথা কাটাকাটি বা ঝগড়া লেগেছে কি বলবে? 'আমারে চিনোস, আমি কে? আমার চোদ্দপুরুষ কী করে' ইত্যাদি। আরো পরিষ্কার করে বলি, সবাই নিশ্চয় চিনবেন যদি বলি হিরো আলমের নাম। আমি তাকে ফেসবুকসহ মিডিয়াতে নানাভাবে ফলো করি। তাকে নিয়ে ইয়ারকি মসকারা থেকে শুরু করে, হাসি, ঠাট্টা, বিদ্রুপ করতে করতে বেচারা শেষে সমাজের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।
এখন তাকে নিয়ে হাসি তামাশা করলেও হিরো আলম সত্যি সত্যি হিরো আলম হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ চলচিত্র তাকে তাদের সংগঠনে ঢুকতে দিতে নারাজ, অথচ সেখানে ঢুকতে যে ক্রাইটেরিয়ার প্রয়োজন তার সবই তার মধ্যে রয়েছে। তাহলে কেন তাকে সে সংগঠনে ঢুকতে দিতে বাধা? এখনো একজন চাষির ছেলের সাথে যদি কোনো সচিবের মেয়ের প্রেম হয় বা পরে বিয়ে হয় বাংলাদেশ নিশ্চয়ই সেটা গিনেস রেকর্ড বুকে তুলে ধরতে চেষ্টা করবে। অথচ সুইডেনের রাজকন্যার বিয়ে হয়েছে তার ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের সাথে। বাঙালি জাতির জন্য যারা রাষ্ট্রের সেবা দিবে বলে কর্মে ঢুকেছে, তারাই জাতিকে বাড়ির চাকর বানিয়ে শাসন-শোষণ করে দেশ পরিচালনা করছে। আবার যে জনগণের ভোটে মন্ত্রী, এমপি হয় সেই জনগণকেই তারা মানুষ বলে মনে করে না। যারা সম্মানিত হতে সাহায্য করলো, তাদেরকেই এরা অসম্মান করে! এর নাম বাংলাদেশ। এই মানসিকতা যত দিন জাতির মন থেকে বিলীন না হবে তত দিন বাংলাদেশকে সোনার বাংলা করা সম্ভব হবে না।
আমার কাছে অবাক লাগে, যে দেশে ৮৫ ভাগ মানুষ ইসলামী জীবনব্যবস্থায় বিশ্বাসী, যার মূলমন্ত্র হলো মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কিন্তু কি অবস্থা আমাদের? দেশে সত্যিকারে ইসলামের বেস্ট প্রাক্টিস আছে কি? আমি সমস্যাটি তুলে ধরলাম বটে তবে আমি নিজেই সেই বাঙালি জাতির একজন। কারণ অন্যায় করে লজ্জিত না হওয়াটাও কিন্তু আরেক অন্যায়। অপ্রিয় সত্যকে তুলে ধরলাম জানি সত্য তবুও তারপরও ভুলে গেলে চলবে না, 'অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে।'
লেখক : সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন। rahman.mridha@gmail.com