কোহলির নেতৃত্ব গেছে অন্য কারণে!
কোহলির নেতৃত্ব গেছে অন্য কারণে! - ছবি : সংগ্রহ
তাকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল। এর পিছনে অনেক রহস্য রয়েছে। তিনি অধিনায়কত্ব ছেড়েছেন যা আমি আপনাকে বলতে পারব না। আমি যখন দুবাইতে ছিলাম তখন এই সব কথা আমাকে বলা হয়েছিল।’
ভারতীয় ক্রিকেটে যা চলছে তা এই সময়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। সেটাই ছিল শেষের শুরু। এত বড় টুর্নামেন্টের আগে বোর্ড তাকে এই সিদ্ধান্ত নিতে অস্বীকার করলেও তিনি রাজি হননি। এখন কোহলি কোনো ফর্ম্যাটের অধিনায়ক নন। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার জানিয়েছেন, তিনি আগে থেকেই এই বিষয়টা হতে চলেছে বলে জানতেন।
বিরাট কোহলির নেতৃত্বের বিতর্কি নিয়ে বলতে গিয়ে আখতার বলেন, ‘বিরাট কোহলিকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না তিনি নিজে থেকে গেছেন। তাকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল। এর পিছনে অনেক রহস্য রয়েছে। তিনি অধিনায়কত্ব ছেড়েছেন যা আমি আপনাকে বলতে পারব না। আমি যখন দুবাইতে ছিলাম তখন এই সব কথা আমাকে বলা হয়েছিল।’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় সেটাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘আমি যখন দুবাইতে ছিলাম, তখনই আমি এই খবরটা জানতে পেরেছিলাম। যে এটা বলেছে তার নাম প্রকাশ করতে চাই না। আমার কিছু বন্ধু ছিল যারা হিন্দুস্তানের বাসিন্দা, তারা আমাকে বলেছিলেন যে বিরাট কোহলির সাথে কী ঘটতে চলেছে। আমি এটা বুঝতে পেরেছিলাম।’
তিনি আরো বলেন, ‘এগুলো বিশৃঙ্খল বিষয় এবং দলের মধ্যে যে জিনিসগুলো চলছে, তা শেষ করতে হবে। ম্যানেজমেন্টকে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে হবে। দেখতে হবে সেটা কীভাবে বাঁচান যায়। রাহুল দ্রাবিড় কোচ হিসেবে এসেছেন। লোকেরা বলে যে তাকে অতিরঞ্জিত করা হচ্ছে। তাকে অতিরঞ্জিত করা হয়েছে বলে মনে করবেন না। তবে তাকে প্রমাণ করতে হবে যে রবি শাস্ত্রী যিনি সফল ছিলেন তিনি তার চেয়েও বেশি সফল হতে পারেন। তিনি কিছু অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে এটি প্রমাণ করতে পারেন।’
নেতৃত্বের বোঝা নেই, এবার কোহলি নিজেকে প্রমাণ করুক
এবার নিজেকে প্রমাণ করুক বিরাট কোহলি। এবার বিরাটের ব্যাট কথা বলুক, দিক সকল সমালোচনার জবাব, এমনটাই আবদার করলেন প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্ন। বিরাটের থেকে এবার সেঞ্চুরি আশা করছেন কিংবদন্তি ক্রিকেটার। সবাই বিরাট কোহলির কাছ থেকে যে সেঞ্চুরির আশা করছেন, তা তুলে ধরেন তিনি। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। বহুদিন ধরে শতরান দেখা যায়নি বিরাটের ব্যাটে। সমালোচনার ঝড় উঠেছে। এমন অবস্থায় নেতৃত্ব নেই বিরাটের কাঁধে। এবার কোহলির সমর্থনে এগিয়ে এসেছেন শেন ওয়ার্ন। তিনি বলেন যে বিরাটের কাঁধ থেকে এখন অধিনায়কত্বের বোঝা উঠে গেছে। এবার নিজেকে প্রমাণ করুক বিরাট কোহলি।
শেন ওয়ার্ন বলেন, ‘আমিও সবার মতো একটু অবাক হয়েছিলাম। বিরাট ভারতের জন্য একজন দুর্দান্ত অধিনায়ক, কিন্তু এক বিলিয়নেরও বেশি মানুষের প্রত্যাশার সাথে এটি একটি কঠিনও ছিল।’ ওয়ার্ন আরও বলেন, ‘আমি মনে করি না যে কেউ উচ্চ পর্যায়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেন। যখন সব ধরনের খেলায় দীর্ঘ সময় ধরে অধিনায়কত্ব করা যায়।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিরাটের কাছে ফিরে যাওয়ার এবং নিজেকে এবং সবার কাছে প্রমাণ করার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সে দেখিয়ে দিক যে কেন সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমি সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে শেন ওয়ার্ন জানান, ‘আশা করি তিনি এবার নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন। সব ধরনের খেলায় আবার শতরান করা শুরু করতে পারবেন। আমি যে কি ঘটবে আশা করি। তিনি সতীর্থদের অনুপ্রাণিত করেছেন। ভারত একটি চমৎকার ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে এবং আশা করি এটি অব্যাহত থাকবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস