ঠান্ডায় নাক বন্ধ? কিভাবে আরাম পাবেন?
ঠান্ডায় নাক বন্ধ? কিভাবে আরাম পাবেন? - ছবি : সংগ্রহ
ওভার দ্যা কাউন্টার ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন কিংবা নাকের জন্য ব্যবহৃত নানা ধরনের স্টেরয়েড আপনার কাজে আসতে পারে। আবার অনেকে নাকের জন্য প্রয়োজনীয় স্যালাইন ব্যবহার করে নিতে পারেন। এছাড়াও বারবার ঠান্ডা পানি দিয়ে নাক ধুলেও কিন্তু সমস্যা কমতে পারে। এতে শ্বাস নেয়ার অসুবিধা দূরে হয়। প্রতিদিনের নাসাল ড্রপের সঙ্গে অ্যালার্জিক রেনাইটিস কিন্তু কার্যকর প্রমাণিত হতে পারে।
শীতকালে নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা সর্দি কাশি খুবই স্বাভাবিক বিষয়। এ সময় ঘুমটা হয় খুব জরুরি। কিন্তু নাক বন্ধ থাকলে ওই ঘুমেরই ১২টা বেজে যায়। এ নিয়ে উদ্বেগ-চিন্তা কম দিনের নয়। নাক বন্ধ থেকেই একরাশ ভয় গ্রাস করে তাদের। অনেকেই শীতকালীন অ্যালার্জি থেকেও এসব সমস্যায় ভোগেন। তবে এর সমাধান রয়েছে। তার সাথে ধুলাবালি কিংবা ঠান্ডা লাগার ধাত থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। এ প্রসঙ্গেই ধারণা দিয়েছেন চিকিৎসক রণবীর সিং ( কেয়ার হাসপাতাল, হায়দ্রাবাদ )।
তিনি বলছেন, শীতকালীন অ্যালার্জি থেকে নাক দিয়ে পানি পড়া, গলা খুসখুস, চোখে লাল ভাব, কাশি এগুলো খুব সাধারণ বিষয়। তার সাথেই নাক বন্ধের বিষয়টিকে উল্লেখ করে তিনি বলেন, আসলে নাকবন্ধ বিষয়টি শরীরের প্রদাহের সঙ্গে জড়িত। অনুনাসিক গহ্বরের একটি আস্তরণ যখন অতিরিক্ত প্রদাহের মাধ্যমে নাসারন্ধ্রতে সমস্যা সৃষ্টি করে তখনই বায়ু চলাচলের প্যাসেজগুলো সরু হয়ে গিয়ে বায়ুপ্রবাহকে সংকুচিত করে। ফলে নাক দিয়ে শ্বাস নেয়া কঠিন হয়ে পড়ে।
বেশ কিছুদিন আপনি স্টাফি অনুভব করেন। কোনো গন্ধ পান না। এতে নাকের ভেতরের জ্বলীয় ভাব ক্রমশ স্ফীত হতে থাকে যেই কারণেই সর্দি এবং কফ যুক্ত কাশির সৃষ্টি হতে পারে।
কিভাবে একে মুক্ত এবং পরিষ্কার রাখবেন? তিনি জানাচ্ছেন, ওভার দ্যা কাউন্টার ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন কিংবা নাকের জন্য ব্যবহৃত নানা ধরনের স্টেরয়েড আপনার কাজে আসতে পারে। আবার অনেকে নাকের জন্য প্রয়োজনীয় স্যালাইন ব্যবহার করে নিতে পারেন। এছাড়াও বারবার ঠান্ডা পানি দিয়ে নাক ধুলেও কিন্তু সমস্যা কমতে পারে। এতে শ্বাস নেয়ার অসুবিধা দূরে হয়। প্রতিদিনের নাসাল ড্রপের সঙ্গে অ্যালার্জিক রেনাইটিস কিন্তু কার্যকর প্রমাণিত হতে পারে।
যে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে তার মধ্যে,
চিকিৎসক জানিয়েছেন, এ সময় দাড়িয়ে নাকে শ্লেষ্মা, ধুলা, বালি, ব্যাকটেরিয়া এবং ছত্রাক জমা হতে পারে। শীতে সারা শরীরের সঙ্গে নাসারন্ধ্র এবং তার সংলগ্ন পর্দা সবকিছুই শুকিয়ে থাকে তাই জীবাণুর বাসা বাঁধার জন্য এটি আদর্শ স্থান।
বার বার নাক ধোয়ার অভ্যাস করুন। ভালো করে সাইনাস নালী পরিষ্কার করার ব্যবস্থা করুন। নসাল ড্রপের মাধ্যমে একে ময়েশ্চার সমৃদ্ধ করুন। দরকারে এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়াও বেশ কিছু শ্বাসযন্ত্রের উপযোগী ব্যায়াম অথবা প্রাণায়াম করতে পারেন।
বিশেষ করে শীতকালে ভিটামিন সি জাতীয় ফল যেমন আমলকি খাওয়া অভ্যাস করুন। এটি আপনার জন্য লাভদায়ক হতে পারে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস