ভারতের ঐতিহাসিক জয়ে কোনো অবদানই নেই কোহলির! ব্যাটিং-অঙ্কে লজ্জা পাবে যে কেউ

অন্য এক দিগন্ত | Dec 31, 2021 07:56 am
কোহলি

কোহলি - ছবি : সংগৃহীত

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত দাপুটেভাবে টেস্ট জিতল। আর সেই টেস্টেই কোহলির কার্যত কোনো অবদান নেই। বৃহস্পতিবার টেস্ট জয়েও তাই লজ্জার পরিসংখ্যান আটকানো যাচ্ছে না। সেই লজ্জার রেকর্ডে তিনি এবার পেরিয়ে গেলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কেও।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্টের চতুর্থ দিন কোহলি ৩২ বলে ১৮ করে মার্কো জ্যানসেনের বলে আউট হয়ে যান। এর আগে ফার্স্ট ইনিংসেও কোহলি ভালো শুরু করে বেশিক্ষণ টিকতে পারেননি। একইভাবে প্ৰথম ইনিংসে অফস্ট্যাম্পের বল তাড়া করতে গিয়ে কোহলি আউট হন লুঙ্গি এনগিদির বলে।

আর সেই আউটের সাথে সাথেই কোহলির ব্যাটিং পরিসংখ্যান নতুন করে নিচুতে নামল। ২৩ নভেম্বর ঠিক দু-বছর আগে কোহলি শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন। ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে ভারত বাংলাদেশকে হারায়। সেই ম্যাচে কোহলি ১৩৬ করেছিলেন। সেই ম্যাচের পরে কোহলির ব্যাটিং গড় ৫৪.৯৭ থেকে নেমে এসেছে ৫০.৩৪-এ।

টানা ১৪ ইনিংসেও শতরানের দেখা নেই। এটাই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অফ ফর্মের নিরিখে দীর্ঘতম। এর আগে রয়েছেন অজিঙ্কা রাহানে। যিনি ১৩ ইনিংসে অফ ফর্মের খরা কাটিয়ে মেলবোর্ন টেস্টে শতরানের মুখ দেখেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা (১১ ইনিংস)। এবং দ্রাবিড় (১০ ইনিংস) রয়েছেন চতুর্থ স্থানে।

দিন হিসাব করলেও কোহলির ব্যর্থতা আরো প্রকট। ৭৬৮ দিন শতরানের মুখ দেখেননি তিনি। টানা দুটি ক্যালেন্ডার বর্ষে শতরান-হীন তিনি। ইডেনে গোলাপি বলে সেঞ্চুরি করা টেস্টের পরে কোহলি ১৪ টেস্ট খেলেছেন। ২৬.০৮ গড়ে পাঁচটা হাফসেঞ্চুরি সমেত মাত্র ৬৫২ রান করেছেন। ১৫ ওয়ানডেতে কোহলি ৬৪৯ রান করেছেন ৪৩.২৬ গড়ে। এই সময় পর্বে ৮টা ফিফটি করেছেন। ২৩ টি২০ ম্যাচে সাতটা হাফসেঞ্চুরি সমেত ৭৭৭ রান করেছেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

জয় দিয়ে বছর শেষ করলো ভারত

দুর্দান্ত জয় দিয়ে বছর শেষ করলো ভারতীয় ক্রিকেট দল। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট ও বছরের শেষ ম্যাচে ভারত ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। সেঞ্চুরিয়নের ভেন্যুতে এশিয়ার প্রথম দল হিসেবে জয়ের দেখা পেল ভারত।

এতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয়ের জন্য ভারতে ছুঁড়ে দেয়া ৩০৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৯৪ করেছিল দক্ষিণ আফ্রিকা। তাই শেষ দিনে ম্যাচ জিততে ৬ উইকেটে ২১১ রান দরকার পড়ে প্রোটিয়াদের।

আজ পঞ্চম দিনে, ভারতের বোলারদের সামনে লড়াই করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৫২ রান নিয়ে শুরু করে ৭৭ রানে থামেন অধিনায়ক ডিন এলগার। এছাড়া মিডল-অর্ডারে তেম্বা বাভুমা কিছুটা লড়াই করেছেন। অপরপ্রান্তে অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন বাভুমা।

শেষ পর্যন্ত ৬৮ ওভারে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসে ভারতের জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সামি ৩টি করে এবং মোহাম্মদ সিরাজ-রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে ম্যাচ সেরা হন ভারতের ওপেনার লোকেশ রাহুল।

আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us