বুস্টারে কি একই কোম্পানির টিকা দেয়া হবে?

অন্য এক দিগন্ত | Dec 30, 2021 01:30 pm
বুস্টারে কি একই কোম্পানির টিকা দেয়া হবে?

বুস্টারে কি একই কোম্পানির টিকা দেয়া হবে? - ছবি : সংগ্রহ

 

করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে বাংলাদেশে দেয়া হচ্ছে ফাইজার-বায়োনটেক, মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা৷

যারা বুস্টার ডোজ নেয়ার যোগ্য, তারা আগের দুই ডোজে যে টিকাই নিয়ে থাকুন না কেন, তৃতীয় ডোজে তাদের দেয়া হবে ওই তিন টিকার মধ্যে যেকোনো একটি৷

এক্ষেত্রে টিকাগ্রহীতার বেছে নেয়ার সুযোগ নেই৷ যে আগে যে হাসপাতাল থেকে দুই ডোজ টিকা নিয়েছেন, সেই হাসপাতাল থেকে তার কাছে বুস্টার ডোজের তারিখ জানিয়ে এসএমএস পাঠানো হবে৷ সেই কেন্দ্রে যে টিকা থাকবে, সেটাই তাকে নিতে হবে৷

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একটি অনলাইন পোর্টালকে এ তথ্য জানান৷

তিনি বলেন, মঙ্গলবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, বুধবার আরও কয়েকটি জেলায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে৷ পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলাতেই বুস্টার ডোজ দেয়া হবে৷

যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া হবে৷ টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পরে তারা বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন৷

গত ১৯ ডিসেম্বর ঢাকায় পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়ার শুরুর দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল' অনুসরণ করে দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হবে৷

তবে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বড় পরিসরে বুস্টার ডোজ দেওয়ার শুরুর দিন ফাইজারের পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার টিকাও দেওয়া হয়৷

দেশে এখন প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে৷

তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল কমিটি-নাইট্যাগ৷

নাইট্যাগের সুপারিশ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ডোজ যে টিকাই দেয়া হোক না কেন, তৃতীয় ডোজ হিসেবে ফাইজার, মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর৷

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুস্টার ডোজ হিসেবে তিনটি টিকা নির্ধারণ করা হলেও টিকাগ্রহীতার পছন্দ অনুযায়ী টিকা নেয়ার সুযোগ নেই৷

‘‘টিকা দেয়া হবে কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে৷ মূলত আমরা ফাইজার দিচ্ছি৷ কিন্তু ফাইজারের টিকা (সংরক্ষণে) কিছু রিকয়ারমেন্টস থাকে, এজন্য অনেক জায়গায় ফাইজার নেয়া যাচ্ছে না৷ সেসব জায়গায় আমরা অ্যাস্ট্রাজেনেকা বা মডার্না দেব৷ বেছে নেয়ার সুযোগ দেয়া যাচ্ছে না৷''

ঢাকাতেও কিছু কেন্দ্রে ফাইজার দেয়া যাচ্ছে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘‘বিশেষ করে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যেখানে টিকা দিচ্ছি, সেখানে হয়ত মডার্না দেয়া হবে৷ এটা হচ্ছে আমাদের পরিকল্পনা৷''

বুস্টার ডোজ কিভাবে দেয়া হবে, সে বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি৷

সব জেলা, উপজেলা ও সিটি করপোরেশন এলাকার টিকাদান কেন্দ্রে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সারা দেশে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে৷

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘‘এসএমএস পাঠাতে দেরি হওয়ায় সব জায়গায় এক দিনে বুস্টার ডোজ শুরু করা যায়নি৷ পর্যায়ক্রমে তা শুরু হচ্ছে৷''

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বাইরে ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কক্সবাজার, রংপুর, পঞ্চগড়, বাগেরহাট, মেহেরপুরে বুস্টার ডোজ দেয়া হয়েছে৷ মঙ্গলবার সারাদেশে তৃতীয় ডোজ দেয়া হয়েছে ১ হাজার ৩৫৫ জনকে৷ এর মধ্যে ১ হাজার ৮৭ জনই ঢাকার৷

এর আগে ১৯ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরুর দিন ৫৪ জন কোভিড টিকার তৃতীয় ডোজ পেয়েছিলেন৷

সূত্র : ডয়চে ভেলে


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us