কিভাবে চিনবেন বিষধর সাপ?

অন্য এক দিগন্ত | Dec 27, 2021 07:34 am
কিভাবে চিনবেন বিষধর সাপ?

কিভাবে চিনবেন বিষধর সাপ? - ছবি : সংগৃহীত

 

সাপ ভয় পায় না, এমন মানুষ বিরল। আবার সাপ নিয়ে যত কিংবদন্তি আছে, অন্য কোনো প্রাণি নিয়ে আছে কিনা সন্দেহ আছে। পাবিহীন এই প্রাণিটি আবার পৃথিবীর প্রায় সব স্থানেই তার উপস্থিত বজায় রেখেছে। প্রতি বছরই বিপুলসংখ্যক লোক সাপের কামড়ে প্রাণ হারায়। ফলে একে ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। অবশ্য, বলা হয়ে থাকে, ভারতবর্ষের বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। তাই ভয় পাওয়ারও তেমন কিছুই নেই। সময়মতো সাপের কামড়ের চিকিৎসা করা হলে অল্প সময়েই সুস্থ হওয়া সম্ভব। সাধারণত গোখরা, চন্দ্রবোড়া, শঙ্খচূড়ের মতো সাপ বিষাক্ত হয়। বিষহীনদের তালিকায় রয়েছে ঢোড়া, দাঁড়াশ।

বিশেষজ্ঞরা বলেন, বিষাক্ত সাপের চোখের মণি একটু লম্বাটে হয় এবং বিষদাঁতগুলোও বেশ লম্বা হয়।
অন্যদিকে বিষহীন সাপের চোখের আকার গোল হয়। এদের দাঁত থাকলেও তাতে বিষগ্রন্থী থাকে না।

সাপের বিষের অন্যতম উপাদান হলো প্রোটিন ও এনজাইম। এই এনজাইম নাকি মানুষের ক্ষতি করে। লোহিত কণিকাকে ভেঙে ফেলে। যার ফলে রক্তচাপ ভীষণভাবে কমে যায়। পেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এছাড়াও নিউরোটক্সিন নামের পদার্থ থাকে যা অত্যন্ত বিষাক্ত বলেই জানা গেছে।

এমন বিষ শরীরে প্রবেশ করলে কী হবে?

* সাপের বিষ শরীরে ঢুকলে শরীর আস্তে আস্তে অবশ হতে থাকবে।
* যেখানে সাপ কামড়েছে তা প্রবল জ্বালা করতে শুরু করবে। আর এই জ্বালা বাড়তে থাকবে।
* ক্ষতস্থান ক্রমাগত ফুলে উঠবে। আশেপাশের সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করবেন।
* ঢোক গিলতে গেলে অসুবিধা হবে। মাথাঘোরা, বমি ভাব থাকবে।

সবার আগে সাপের কামড় খাওয়া মানুষকে আশ্বস্ত করবেন। সাপের কামড় মানেই মৃত্যু নয়, তা বোঝাতে হবে।
ক্ষতস্থান খুব সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা জীবাণুনাশক লোশন দিয়ে মুছে দেবেন।
শরীরের বাকি স্থানে যাতে বিষ ছড়াতে না পারে, তার জন্য ক্ষতস্থানের ওপরের অংশ বেঁধে দিতে হবে।
রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে কোন প্রজাতির সাপ কামড়েছে। তা জানার চেষ্টা করবেন।

সাপের বিষ শরীরে প্রবেশ করলে কী কী করবেন না?

ক্ষতস্থানটি বেশি নড়াচড়া করবেন না। এতে বিষ দ্রুত ছড়ানোর আশঙ্কা থাকে।
ধারাল অস্ত্র দিয়ে কেটে ক্ষতস্থান থেকে রক্তপাত করানোর চেষ্টা করবেন না।
চুষে বিষ বের করার চেষ্টাও কখনো করবেন না।
অ্যাসিড জাতীয় কিছু জিনিস দিয়ে ক্ষতস্থান পোড়ানোর চেষ্টা করবেন না।
ক্ষতস্থানে চুন বা গাছ-গাছড়ার রসও দেবেন না।
জোর করে বমি করানোর চেষ্টা করানোও উচিত নয়।
বিষধর হোক বা বিষহীন, সাপের কামড় খেলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। অযথা ভয় পাবেন না বা না জেনে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না।

সূত্র : সংবাদ প্রতিদিন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us