শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিরুদ্ধে শেষ বলে জয় পাকিস্তানের
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিরুদ্ধে শেষ বলে জয় পাকিস্তানের - ছবি : সংগৃহীত
শ্বাসরুদ্ধকর ম্যাচ বললেও মনে হয় কম বলা হবে। একেবারে শেষ বলে এসে চিরপ্রতিদ্বন্দী ভারতের যুব দলের বিরুদ্ধে ম্যাচ জিতেল পাকিস্তান। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে একেবারে শেষ বলে ম্যাচ জেতা প্রথম দল হিসেবে নজির গড়ল পাকিস্তান। এর আগে এই নজির ছিল বাংলাদেশের। টাইগাররা ম্যাচ শেষের ঠিক আগের বলে নেপালের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল। সেই নজিরকেই ভেঙে দিলো পাকিস্তান দল।
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার যুবদের এশিয়া কাপে ও হারতে হল তাদের। কোহলিদের পর পাকিস্তানের কাছে হারল ভারতের যুবরাও। উল্লেখ্য সিনিয়র ক্রিকেটে যে কোনো ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেটাই ছিল পাকিস্তানের প্রথম জয়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ২ উইকেটে হারল ভারতের যুব ক্রিকেট দল।
শনিবার আমিরাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিংহ ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হার্নুর (৪৬) ফেরার পর আরাধ্য যাদব ও কৌশল তাম্বে ভারতীয় ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। আরাধ্য ৫০ রান করেন। জামির ১০ ওভারে ৬০ রানে নেন ৫ উইকেট।২৩৭ রানে অলআউট হয়ে যায় ভারত।
ভারতের ২৩৭ রানকে তাড়া করতে নেমে পাকিস্তান প্রথমেই হারায় ওপেনার আব্দুল বঙ্গালজাইকে। তাঁদের ইনিংসের হাল ধরেন মাজ সদাকত ও মোহাম্মদ শেহজাদ। পাকিস্তানের হয়ে শেহজাদ এক প্রান্ত আগলে রাখেন। ইরফান খান ৩৩, রিজওয়ান মাহমুদ ২৯ রান করেন। শেহজাদ আউট হন ৮২ রানে। আহমেদ খান অপরাজিত ২৯ রান করে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন। ফলে ম্যাচের শেষ বলে জিতে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক অনন্য নজির গড়ে ফেলল পাকিস্তানের যুবরা। আসুন একনজরে দেখে নিন সেই নজির:
১) শেষ বলে জয়, ২০২১ পাকিস্তান বনাম ভারত
২) ১ বল বাকি থাকতে জয়, ২০১৭ বাংলাদেশ বনাম নেপাল
৩) ৩ বল বাকি থাকতে জয়, ২০১৩ পাকিস্তান বনাম ভারত
সূত্র : হিন্দুস্তান টাইমস
শিগগিরই জাতীয় দল থেকে বাদ পড়বেন কোহলি!
রোববার সেঞ্চুরিয়নে যখন জাতীয় দলের হয়ে খেলতে নামবেন, তখন স্রেফ টিম ইন্ডিয়ার ইতিহাস গড়াই লক্ষ্য থাকবে না কোহলির, নিজের দু বছরের সেঞ্চুরি খরা কাটাতেও বাইশ গজে নামবেন মহাতারকা। ২০১৯-এ ভারতের প্ৰথম পিঙ্ক বলের টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইডেনে শেষবার সেঞ্চুরি করেছিলেন। তারপরে শুধু টেস্টেই নয়, কোনো ফরম্যাটেই শতরান করতে পারেননি তিনি।
এমন আবহে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর বড়সড় ভবিষ্যৎবাণীতে জানালেন, টিম ইন্ডিয়ায় কোহলির জায়গা নড়বড়ে হয়ে গেছে। জায়গা হারাতেও পারেন তিনি অদূর ভবিষ্যতে।
সংবাদসংস্থা-কে মন্টি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি প্রচন্ড চার্জড আপ হয়ে মাঠে নামবে। কারণ ও ভালমতই জানে, প্রোটিয়াজ সফরে রান না করতে পারলে, দ্রুতই জায়গা হারাতে হতে পারে ও। তাই ও পারফর্ম করার জন্য বেশ চাপে থাকবে। তবে ও রান না পেলেও যদি দল জয় পায়, সেটাও তার কাছে স্বস্তির হবে। কারণ ও জানে, কিভাবে সকলের কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়।
এমন অবস্থায় পানেসরের পরামর্শ, মাঠের বাইরে কথাবার্তা বিতর্ক সরিয়ে রেখে কোহলি যেন নিজের খেলায় ফোকাস করেন। বাইরের সমস্ত কিছু সরিয়ে তাকে আপাতত ভাবতে হবে কিভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল জিতবে। এটাই এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিসিসিআই-ও এটা চায়। টেস্ট সিরিজ জেতার জন্য তাকে দলের এগারোজনের কাছ থেকে সেরাটা বের করে আনতে হবে।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ভারতের জেতার ভাল সম্ভবনা রয়েছে। ভারতের বাইরে কিভাবে টেস্ট জিততে হয়, সেটা তারা ভালোই জানে। সেটাই রবি শাস্ত্রীর কোচিং দর্শন। দলের সকলের মধ্যে এই বিশ্বাস উনি দিয়ে গিয়েছেন, যে কোনও পরিস্থিতিতে দল লড়াই চালাতে পারে। আর দল ভালো পজিশনে থাকলে প্রতিপক্ষের গলায় আরো সাঁড়াশি চাপ বজায় রাখা হবে।
তিন টেস্টের সিরিজে ভারতের প্ৰথম ম্যাচ রোববার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে। জানুয়ারিতে বাকি দুই টেস্ট খেলা হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস