আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সালমান!
আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সালমান! - ছবি : সংগ্রহ
মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখ খানেরর গোটা শ্যুটিং শিডিউলটাই যেন ঘেঁটে গেছে। মাঝে শোনা গিয়েছিল সালমান খানের ‘টাইগার ৩’-এর কাজ শুরু করবেন তিনি নতুন বছরের শুরুতেই। তবে শাহরুখ খানের টিমের সাথে যুক্ত এক সূত্রের মতে, শাহরুখ-সালমান একসাথে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’-এর শ্যুট শুরু করবেন বাদশা খান।
আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’-এর শ্যুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বই। তারপর নিয়েছিলেন ২ মাসের একটা লম্বা ব্রেক। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শ্যুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেয়া হয়েছিল। প্রায় বিকেল ৪.৩০ নাগাদ সেটে পৌঁছন শাহরুখ।
আপাতত পাওয়া খবর অনুযায়ী ‘পাঠান’-এর কাজই আগে শুরু করবেন। তারপর ফেব্রুয়ারিতে সালমানের ‘টাইগার ৩’-এর শ্যুট করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’-এর শ্যুট। মাঝে শাহরুখের বডি ডবল দিয়ে শ্যুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।
২ অক্টোবর মাদক কাণ্ডে আটক করা হয়েছিল আরিয়ানকে। ঠিক তার পর দিনই করা হয় গ্রেফতার। তারপর ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। সেই থেকে ৩০ অক্টোবর রাত পর্যন্ত আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয় আরিয়ানকে। ৩১ অক্টোবর মান্নতে ফেরে আরিয়ান। আপাতত শর্তসাপেক্ষ জামিনে বাইরে আছেন তিনি। সাপ্তাহিক হাজিরার শর্ত থেকে মুক্তি পেলেও এখনো আরিয়ানের পাসপোর্ট জমা রাখা আছে। যার ফলে দেশ ছাড়তে পারবেন না তিনি। সাথে মুম্বইয়ের বাইরে গেলেও তাকে জানাতে হবে এনসিবিকে।
আরিয়ান মাদক মামলায় ঘুষের তদন্তে পড়বে ইতি? ধীরে ধীরে রেহাই পাচ্ছে শাহরুখ-পুত্র
২০২১ সালের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা নিসন্দেহে আরিয়ান খান মাদক মামলা। শাহরুখ খানের ২৪ বছরের ছেলেকে ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয়। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা ভারত। দিনটা ছিল শনিবার। তারপর রোববার গ্রেফতার হন আরিয়ান। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরে যান আরিয়ান।
তবে, শাহরুখ-পুত্র জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এনসিবি (নারকোটিক্স কনট্রোল ব্যুরো)-র সাক্ষী প্রভাকর সেইল দাবি করেন, তিনি শাহরুখের তরফে ছেলেকে ছাড়িয়ে আনতে ২৫ কোটির ঘুষ নেওয়ার টেলিফোনিক কথোপকথনের সাক্ষী। যা হয়েছিল কিরণ গোসাভি আর শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মধ্যে। তারপর এই নিয়ে তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয় মুম্বই পুলিশের তরফ থেকে। তবে সামনে আসা খবর অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে সিটের হাতে কোনো প্রমাণ আসেনি। তাই আপাতত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে।
সংবাদসংস্থা এএনআই-র টুইট অনুযায়ী, ‘পরবর্তী নির্দেশ না আসা অবধি প্রমোদতরীতে মাদক মামলায় ঘুষ নেয়া নিয়ে তদন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুম্বই পুলিশ এই কাজের জন্য সিট (স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম) গঠন করেছিল, আর তা নিয়ে ২০ জনকে জেরাও করেছে। এখনো অবধি কোনো মামলা নেওয়া হয়নি এই ব্যাপারে, কেননা কোনো অভিযোগও জমা পড়েনি।’
এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের ওপর ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার জন্য আরিয়ানের মামলা তুলে দেয়া হয় এনসিবি-র সিট টিমের ওপর। সঙ্গে কয়েক দিন আগেই বম্বে হাইকোর্টের তরফে শাহরুখের ছেলেকে রেহাই দেয়া হয়েছে সাপ্তাহিক হাজিরা থেকে। এবার থেকে তদন্তের প্রয়োজন পড়লেই এনসিবি ডেকে পাঠাবে আরিয়ানকে। এবং তা জানাতে হবে ৭২ ঘণ্টা আগে!
সূত্র : হিন্দুস্তান টাইমস