আইপিএল নিলামে অংশ নিলেই কোটি কোটি টাকা কামাতেন তিন পাকিস্তানি তারকা!
আইপিএল নিলামে অংশ নিলেই কোটি কোটি টাকা কামাতেন তিন পাকিস্তানি তারকা! - ছবি : সংগৃহীত
কয়েক দিন আগেই আকিব জাভেদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল-কে এগিয়ে রাখলেও প্রায় সব পাকিস্তানি ক্রিকেটারের বাসনা আইপিএলে অংশ নেয়া। এর একটি বড় কারণ টাকা। দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট লিগ এই আইপিএল। এমনিতে ২০২১ পাক ক্রিকেটারদের কাছে ভালো সময় বয়ে এনেছে। টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস যেমন বদলে দিয়েছেন বাবর আজমরা, তেমন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে অনেককে ভুল প্রমাণ করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
আর টি২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরার পরে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে যদি আইপিএলে অংশ নেয়ার সুযোগ থাকত, তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজিই কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করত না। ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকতেন তিন পাকিস্তানি ক্রিকেটার। দেখে নেয়া যাক-
শাহিন শাহ আফ্রিদি : আইপিএলে স্পিডস্টাররা বরাবর চাহিদার তুঙ্গে থাকেন। আর শাহিন শাহ আফ্রিদি তো সে ক্ষেত্রে শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন ফ্র্যাঞ্চাইজির কাছে। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আফ্রিদি পাওয়ার প্লে-তে একাই ভারতীয় ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন। রোহিত শর্মার পরে কে এল রাহুলকেও আউট করেন আফ্রিদি। তারপরে ক্যাপ্টেন কোহলিকে ফিরিয়ে সবথেকে বড় ঝটকা দেন।
বাবর আজম : আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বাছাইয়ের মঞ্চ হিসাবে নিলামকে টার্গেট করছে। এমন অবস্থায় বাবর আজম শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন একাধিক দলের কাছে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ভারত ম্যাচেও দুরন্ত ব্যাটিং করে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন ব্যাট হাতে ক্রিজে নামলেই এখন রেকর্ড গড়ছেন বাবর। কয়েক দিন আগে আইসিসির ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন।
মোহাম্মদ রিজওয়ান : বাবরের সাথেই সাম্প্রতিক সময়ে দারুণভাবে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিগ থ্রি-র (রোহিত, কোহলি, রাহুল) দাপট ম্লান করে ২০২১-এ সেরা সময় পেরিয়েছেন। একই ক্যালেন্ডার বর্ষে ২০০০ টি২০ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে পাওয়ার জন্য আইপিএল নিলামে যে কাড়াকাড়ি পড়ত, তা নিয়ে সন্দেহ নেই।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
কুম্বলের পর সৌরভের সাথে সমস্যা কোহলির! দ্রাবিড়ের সাথেও বনবে না!
মাঠ হোক বা মাঠের বাইরে হোক- বিরাট কোহলিকে শিরোনাম ওঠা থেকে বিরত রাখা মুশকিল। সম্প্রতি ওয়ানডে নেতৃত্ব হারিয়ে কোহলি বিষ্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের একবার শিরোনামে উঠে এসেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কোহলির ঠান্ডা যুদ্ধ প্রকাশ্যে আসার পরই সাবেক ক্রিকেটাররা একে একে মুখ খুলেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন পাকিস্তানের সাবেক অফস্পিনার দানিশ কানেরিয়া।
উল্লেখ্য, বিরাট কোহলি এখন কেবল টেস্ট অধিনায়ক। টি২০ বিশ্বকাপের আগেই জানিয়ে দেন যে ওই আসরের পর তিনি আর ওই সংস্করণে অধিনায়ক থাকছেন না। এর জের ধরে বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ড তার একদিনের অধিনায়কত্বও কেড়ে নেয়। বিরাট কোহলি জানিয়েছেন, তাকে না জানিয়েই বোর্ড তার একদিনের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। উভয় সংস্করণেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
কানেরিয়া বলে দিলেন, অতীতে, কুম্বলের সাথে ঝামেলা হয়েছে। সৌরভের সঙ্গেও সদ্য বিতর্ক দানা বেঁধেছে কোহলির। এবার রাহুল দ্রাবিড়ের সাথেও সম্পর্ক বেশিদিন টিকবে না কোহলির। সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে কানেরিয়া জানিয়ে দিয়েছেন, 'গত দু বছর ধরে বিরাটের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। তাই এই মুহূর্তে তার নিজের খেলায় ফোকাস করা উচিত। সৌরভের মতো কিংবদন্তির বিরুদ্ধে মুখ খুলে তার আদতে কোনও উপকার হচ্ছে না।'
তিনি বলেন, অনিল কুম্বলের সাথে বিরাটের সমস্যা ছিল। এখন সৌরভের সাথেও তার সমস্যা শুরু হয়েছে। কুম্বলে এবং সৌরভ দুজনে নিজেদের প্রমাণ করেছেন। ক্রিকেটের স্বার্থক প্রতিনিধি তারা। ভারতীয় ক্রিকেটকে সৌরভ বদলে দেয়ার পরে ধোনির হাত ধরে টিম ইন্ডিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই সৌরভের বিরুদ্ধেই কিনা কথা বলছে কোহলি! এখন বিরাটের ওই ৯০ মিনিটের বিতর্ক না হলেই পারত!
কানেরিয়া বলেন, টেস্ট, টি২০ দুটিতেই রান করতে নাজেহাল হয়ে যাচ্ছে বিরাট। অধিনায়ক হিসাবেও ও কোনো আইসিসি খেতাব জেতেনি। তাই কোনো কিছুই ওর পক্ষে নেই। তারপরে শুরু হয়েছে এই দোষারোপের পালা। এতে বিরাট তো বটেই ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি।
বিরাটকে চাচাছোলা ভাষায় আক্রমণ করার সাথে রোহিত শর্মার ওয়ানডে অধিনায়কত্ব প্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন পাক তারকা। বলে দিয়েছেন, রোহিত ক্রিকেটের একজন দারুণ দূত। আইপিএলের সাফল্য এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কের রসায়নের বিচারে রোহিতই সেরা বাছাই, বলে দিয়েছেন কানেরিয়া।
তিনি বলেন, “রোহিত শর্মা ক্রিকেটের দারুণ প্রতিনিধি। পাঁচবার আইপিএল জিতেছে। রাহুল দ্রাবিড়ের সাথেও সম্পর্ক ভালো। দীর্ঘমেয়াদি পর্যায়ে রাহুল দ্রাবিড়ের সাথে বিরাট কোহলির সম্পর্ক মোটেই টিকবে না। বিরাটের সাথে অতীতে অনিল কুম্বলের সমস্যা হয়েছিল। দ্রাবিড়, কুম্বলে দুজনেই দক্ষিণ ভারত থেকে উঠে এসেছেন। ওদের দুজনের বিরুদ্ধেই খেলেছি। জানি, কতটা বড়মাপের ক্রিকেটার ছিলেন ওরা দুজন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস